ফারিয়া সুলতানা রিজু

গোসলের অপরিহার্য উপকরণ সাবান। তবে বর্তমানে ত্বকের দেখভালের কথা ভেবে এবং সহজে ব্যবহার করা যায় বলে অনেকে সাবানের পরিবর্তে তরল বডিওয়াশ ব্যবহার করছেন। আগের তুলনায় ব্যবহার বাড়ায় ব্র্যান্ডগুলোও নিত্যনতুন বডিওয়াশ বা শাওয়ার জেল নিয়ে আসছে বাজারে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সুগন্ধি ও ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে বডিওয়াশ কেনা হয়।
সব ত্বকের জন্য কি যেকোনো ধরনের বডিওয়াশ জুতসই? রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি জানান, বার সাবানের তুলনায় লিকুইড বডিওয়াশ ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে ও ত্বক মসৃণ করতে সহায়তা করে। তবে এসব বডিওয়াশ যথেষ্ট মৃদু হওয়া উচিত এবং কোনো ধরনের ক্ষতিকর ফোমিং এজেন্ট থাকা উচিত নয়। পাশাপাশি এতে খনিজ তেল ও সালফেট যেন না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ত্বকের বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন বডিওয়াশ বেছে নিতে হবে।
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে কম সিবাম উৎপাদন করা। এর অর্থ, ত্বক স্বাভাবিকভাবে কম আর্দ্র থাকবে। আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ধরনের ত্বকের জন্য শিয়া বাটার, আমন্ড বা জোজোবা অয়েল রয়েছে, এমন বডিওয়াশ ব্যবহার করতে হবে।
তৈলাক্ত ত্বক
তৈলাক্ত ত্বক গরমকালে আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। কারণ, গরম আবহাওয়া আরও বেশি সিবাম উৎপাদনে সক্রিয় হয়ে ওঠে। ফলে ত্বক চিটচিটে এবং অনেক ক্ষেত্রে ময়লা ও জীবাণুর আবাসস্থল হয়ে উঠতে পারে। যাদের ত্বক তৈলাক্ত, তাদের জেল বা ফোমিং বডিওয়াশ ব্যবহার করা ভালো।
সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকে স্বাভাবিকের তুলনায় বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। এ ধরনের ত্বকের জন্য ঘন ও ক্রিমজাতীয় সুগন্ধমুক্ত বডিওয়াশ ব্যবহার করতে হবে। বডিওয়াশ সংবেদনশীল ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে। এ ধরনের ত্বকে জেল ও ফোম প্রসাধনী ব্যবহার না করাই ভালো। তাতে সংবেদনশীলতা বাড়ার আশঙ্কা থাকে।
ব্রণপ্রবণ ত্বক
যে ধরনের ত্বকে ঘাম বেশি হয় এবং তেল গ্রন্থি বেশি সক্রিয় থাকে, সেই সব ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি দেখা দেয়। অনেকের কপাল, গাল ও চিবুকের পাশাপাশি নিতম্ব, পিঠ ও বুকে ব্রণ দেখা দেয়। ব্রণপ্রবণ ত্বকের জন্য ব্রণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে এমন সক্রিয় উপাদানসমৃদ্ধ জেল বা ফোমি-বেজড বডিওয়াশ ব্যবহার করা উচিত। এ ধরনের ত্বকের জন্য ক্রিমভিত্তিক বডিওয়াশ উপযোগী নয়। ক্রিমভিত্তিক প্রসাধনী ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে ব্রণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

গোসলের অপরিহার্য উপকরণ সাবান। তবে বর্তমানে ত্বকের দেখভালের কথা ভেবে এবং সহজে ব্যবহার করা যায় বলে অনেকে সাবানের পরিবর্তে তরল বডিওয়াশ ব্যবহার করছেন। আগের তুলনায় ব্যবহার বাড়ায় ব্র্যান্ডগুলোও নিত্যনতুন বডিওয়াশ বা শাওয়ার জেল নিয়ে আসছে বাজারে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সুগন্ধি ও ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে বডিওয়াশ কেনা হয়।
সব ত্বকের জন্য কি যেকোনো ধরনের বডিওয়াশ জুতসই? রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি জানান, বার সাবানের তুলনায় লিকুইড বডিওয়াশ ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখতে ও ত্বক মসৃণ করতে সহায়তা করে। তবে এসব বডিওয়াশ যথেষ্ট মৃদু হওয়া উচিত এবং কোনো ধরনের ক্ষতিকর ফোমিং এজেন্ট থাকা উচিত নয়। পাশাপাশি এতে খনিজ তেল ও সালফেট যেন না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ত্বকের বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন বডিওয়াশ বেছে নিতে হবে।
শুষ্ক ত্বক
শুষ্ক ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে কম সিবাম উৎপাদন করা। এর অর্থ, ত্বক স্বাভাবিকভাবে কম আর্দ্র থাকবে। আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ধরনের ত্বকের জন্য শিয়া বাটার, আমন্ড বা জোজোবা অয়েল রয়েছে, এমন বডিওয়াশ ব্যবহার করতে হবে।
তৈলাক্ত ত্বক
তৈলাক্ত ত্বক গরমকালে আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। কারণ, গরম আবহাওয়া আরও বেশি সিবাম উৎপাদনে সক্রিয় হয়ে ওঠে। ফলে ত্বক চিটচিটে এবং অনেক ক্ষেত্রে ময়লা ও জীবাণুর আবাসস্থল হয়ে উঠতে পারে। যাদের ত্বক তৈলাক্ত, তাদের জেল বা ফোমিং বডিওয়াশ ব্যবহার করা ভালো।
সংবেদনশীল ত্বক
সংবেদনশীল ত্বকে স্বাভাবিকের তুলনায় বাড়তি পরিচর্যার প্রয়োজন হয়। এ ধরনের ত্বকের জন্য ঘন ও ক্রিমজাতীয় সুগন্ধমুক্ত বডিওয়াশ ব্যবহার করতে হবে। বডিওয়াশ সংবেদনশীল ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে। এ ধরনের ত্বকে জেল ও ফোম প্রসাধনী ব্যবহার না করাই ভালো। তাতে সংবেদনশীলতা বাড়ার আশঙ্কা থাকে।
ব্রণপ্রবণ ত্বক
যে ধরনের ত্বকে ঘাম বেশি হয় এবং তেল গ্রন্থি বেশি সক্রিয় থাকে, সেই সব ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি দেখা দেয়। অনেকের কপাল, গাল ও চিবুকের পাশাপাশি নিতম্ব, পিঠ ও বুকে ব্রণ দেখা দেয়। ব্রণপ্রবণ ত্বকের জন্য ব্রণ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে এমন সক্রিয় উপাদানসমৃদ্ধ জেল বা ফোমি-বেজড বডিওয়াশ ব্যবহার করা উচিত। এ ধরনের ত্বকের জন্য ক্রিমভিত্তিক বডিওয়াশ উপযোগী নয়। ক্রিমভিত্তিক প্রসাধনী ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে ব্রণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
৩ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৯ ঘণ্টা আগে