জীবনধারা ডেস্ক

শহরে যারা বসবাস করেন তাদের প্রায় সবারই অভিযোগ, যতই ঝাড়ামোছা হোক না কেন, ধুলোবালি যেন কমে–ই না। রোজই আসবাবপত্রের ওপর পড়ে ধুলোবালির স্তর। ঘরবাড়ি ধুলোবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে, ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে আলমারিতে রেখে তারপর ঘরে প্রবেশ করুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন।
সপ্তাহে একদিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিন ও সবান পানি দিয়ে মুছে নিন। আসবাবপত্র শুকনো কাপড় দিয়ে না মুছে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। তবে বোর্ড ও চামড়ায় তৈরি আসবাব মোছার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলুন।
সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা ও বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলোবালি ঘরে প্রবেশ করবে না। প্রতিদিনই একবার করে সব আসবাব মুছে নিতে পারলে ধুলোবালির সমস্যা অনেকটাই কমে যাবে।
বাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা কম খোলা যায় ততই ভালো। জানালায় গাছ রাখতে চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি সরাসরি বাড়ির ভেতরে প্রবেশে বাধা পাবে।
ফ্যান ও এসি নিয়মিত পরিষ্কার রাখুন।
প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলোবালি জমতে পারবে না।
বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। কার্পেটে অনেক বেশি ধুলোবালি জমে।
সূত্র: হোম লেন

শহরে যারা বসবাস করেন তাদের প্রায় সবারই অভিযোগ, যতই ঝাড়ামোছা হোক না কেন, ধুলোবালি যেন কমে–ই না। রোজই আসবাবপত্রের ওপর পড়ে ধুলোবালির স্তর। ঘরবাড়ি ধুলোবালিমুক্ত রাখতে যা করা যেতে পারে, ফ্ল্যাটের মূল দরজার বাইরে জুতার আলমারি রাখুন। বাইরে থেকে ফিরে জুতা খুলে আলমারিতে রেখে তারপর ঘরে প্রবেশ করুন। দরজার বাইরে ও ভেতরে উভয় জায়গায় পাপোশ রাখুন।
সপ্তাহে একদিন পুরো বাড়ি ডিপ ক্লিন করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলে দিন। ঘরের প্রতি কোনায় ঝাড়ু দিন ও সবান পানি দিয়ে মুছে নিন। আসবাবপত্র শুকনো কাপড় দিয়ে না মুছে বিভিন্ন পরিষ্কারক উপাদান সমৃদ্ধ স্প্রে ব্যবহার করতে পারেন। তবে বোর্ড ও চামড়ায় তৈরি আসবাব মোছার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলুন।
সকালে বাইরে বের হওয়ার সময় বারান্দার দরজা ও বাড়ির সব জানালা বন্ধ করে বের হবেন। এতে বাইরের ধুলোবালি ঘরে প্রবেশ করবে না। প্রতিদিনই একবার করে সব আসবাব মুছে নিতে পারলে ধুলোবালির সমস্যা অনেকটাই কমে যাবে।
বাড়ির কোনো ঘরের জানালা যদি রাস্তার পাশে হয়, তাহলে সে জানালা যতটা কম খোলা যায় ততই ভালো। জানালায় গাছ রাখতে চেষ্টা করুন। এতে বাইরের ধুলোবালি সরাসরি বাড়ির ভেতরে প্রবেশে বাধা পাবে।
ফ্যান ও এসি নিয়মিত পরিষ্কার রাখুন।
প্রতি সপ্তাহে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল ক্লথ, কুশন কভার ধুয়ে নিন। মাসে একবার পর্দা ধুয়ে নিলে ধুলোবালি জমতে পারবে না।
বসার ঘরে কার্পেটের পরিবর্তে পাটি ব্যবহার করতে পারেন। কার্পেটে অনেক বেশি ধুলোবালি জমে।
সূত্র: হোম লেন

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো বা সিইএস- ২০২৬ আবারও প্রমাণ করল, ভবিষ্যৎ শুধু কল্পনায় সীমাবদ্ধ নেই। তা আমাদের ঘরে ঢুকে পড়ছে। এবারের প্রদর্শনীতে এমন কিছু ঘরোয়া প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়েছে, যেগুলো প্রতিদিনের কাজ শুধু সহজ নয়, অনেক ক্ষেত্রে প্রায় স্বয়ংক্রিয় করে তুলতে
১২ ঘণ্টা আগে
যদি পাকা টুকটুকে লাল টমেটো থাকে হাতের কাছে, তাহলে এই মৌসুমে ত্বক নিয়ে বাড়তি ভাবনা থাকবে না। সেধে সেধে রোদে গিয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরে মন খারাপ করে বসে আছেন? শীতকালের রোদেও তো ত্বক পোড়ে। টমেটো থেঁতলে ত্বকে ঘষে নিলেই সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, আরও নানান সমস্যা সমাধান করবে টমেটো। সবজিটির এই এক সুবিধা।
১৩ ঘণ্টা আগে
ফুলকপির মৌসুমে প্রায় রোজই নানান পদে এই সবজি ব্যবহার করি আমরা। সেসব তো থাকবেই। এবার একটু অন্যরকমে আচারি ফুলকপি রেঁধে দেখুন। আপনাদের জন্য আচারি ফুলকপির রেসিপি
১৫ ঘণ্টা আগে
জীবনে আমরা প্রায়ই এমন কিছু লক্ষ্য তাড়া করি, যেগুলো আসলে যতটা না জরুরি, তার চেয়ে বেশি আমাদের ওপর চাপিয়ে দেওয়া। অতিমূল্যায়িত বা ওভাররেটেড লক্ষ্য এবং তার পরিবর্তে যা করা উচিত, সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তা না হলে জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লা সব সময় ভারী থাকবে। কারণ জীবন কোনো...
১৯ ঘণ্টা আগে