নাজমুল হক নাঈম, ঢাকা

‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন শিল্পী মুকুল মজুমদার ঈশান। তরুণ প্রজন্মের কাছে ঈশানের কণ্ঠে তোলা এই গান নতুন করে যেন জানান দিল বিদ্রোহী কবির বাইরেও কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, দ্রোহের কবি।কোক স্টুডিওতে গাওয়া গান প্রসঙ্গে ঈশানের ভাষ্য, ‘আমার বড় বোন নজরুলসংগীত করেন। ছোটবেলায় বড় বোনের গানের সঙ্গে তবলা বাজাতেই বেশি ভালো লাগত। পাশাপাশি ওর গানের সুরে গলা মেলানোর চেষ্টা করতাম।
ছায়ানটে লোকসংগীতচর্চায় নিজেকে ব্যস্ত রাখলেও নজরুলের সুরের বৈচিত্র্য ও লেখনী আমার ভীষণ পছন্দের। নজরুলের গুটিকয়েক গান আমি শুনে শুনে শিখেছি, মাঝে মাঝে একা একা গুনগুন করে গাইতাম। কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ এই গানটাও সেভাবেই শেখা, আমার মতো করে একটু সহজভাবে আমি গাইবার চেষ্টা করেছি।’
এ তো গেল গানের কথা। যাঁরা কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানটি দেখেছেন, তাঁরা মঞ্চসজ্জা ও গায়কের পোশাকের তারিফও করেছেন। গান গেয়ে ঘোর লাগালেও স্বভাবে খানিক লাজুক আর স্বল্পভাষী ঈশান। খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেই ভালোবাসেন। কোক স্টুডিওর মঞ্চে তাঁর পরিহিত পোশাক সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘অত কিছু জানি না, আমাকে যা পরতে বলা হয়েছে, তা-ই পরেছি। তবে সব মিলিয়ে অসাধারণ ছিল কস্টিউম।’
শিল্পনির্দেশক শিহাব নূরের মোগল স্থাপত্যের ধাঁচে তৈরি মঞ্চে মুকুল মজুমদার ঈশান পরেছিলেন আইভরি রঙের পোশাক। তাঁর পরনের আইভরি রঙের জিওমেট্রিক প্যাটার্নের জামদানি মেনসওয়্যার তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড নাবিলা বুটিকস। নাবিলা বুটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার শামীমা নবী ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাবিলা নবীর যৌথ প্রয়াস এই পোশাক। আইভরিরঙা ট্রাউজারের সঙ্গে ঈশান পরেছিলেন আইভরি ও সোনালি রঙের জামদানি ভেস্ট। এর ওপর পরেছিলেন নাবিলার সিগনেচার জিওমেট্রিক মোটিফের এমব্রয়ডারি করা মসলিন জ্যাকেট।
ঈশানকে মঞ্চের জন্য তৈরি করতে কোক স্টুডিও সিজন টু-এর আর্টিস্ট অ্যাপিয়ারেন্স টিমে ছিলেন নুজহাত খান, দিদারুল দিপু, নুসরাত শ্রাবণী।
কোক স্টুডিও বাংলার সিজন টু তে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটি গেয়েছেন মুকুল মজুমদার ঈশান ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের পায়রার মতো পোশাক অন্য রকম আবহ তৈরি করেছে গানটিতে।
ওয়ার্ডরোব: নাবিলা, জুয়েলারি: রঙবতী, মেকআপ: পারসোনা ও টিম তারেক

‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন শিল্পী মুকুল মজুমদার ঈশান। তরুণ প্রজন্মের কাছে ঈশানের কণ্ঠে তোলা এই গান নতুন করে যেন জানান দিল বিদ্রোহী কবির বাইরেও কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, দ্রোহের কবি।কোক স্টুডিওতে গাওয়া গান প্রসঙ্গে ঈশানের ভাষ্য, ‘আমার বড় বোন নজরুলসংগীত করেন। ছোটবেলায় বড় বোনের গানের সঙ্গে তবলা বাজাতেই বেশি ভালো লাগত। পাশাপাশি ওর গানের সুরে গলা মেলানোর চেষ্টা করতাম।
ছায়ানটে লোকসংগীতচর্চায় নিজেকে ব্যস্ত রাখলেও নজরুলের সুরের বৈচিত্র্য ও লেখনী আমার ভীষণ পছন্দের। নজরুলের গুটিকয়েক গান আমি শুনে শুনে শিখেছি, মাঝে মাঝে একা একা গুনগুন করে গাইতাম। কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ এই গানটাও সেভাবেই শেখা, আমার মতো করে একটু সহজভাবে আমি গাইবার চেষ্টা করেছি।’
এ তো গেল গানের কথা। যাঁরা কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানটি দেখেছেন, তাঁরা মঞ্চসজ্জা ও গায়কের পোশাকের তারিফও করেছেন। গান গেয়ে ঘোর লাগালেও স্বভাবে খানিক লাজুক আর স্বল্পভাষী ঈশান। খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেই ভালোবাসেন। কোক স্টুডিওর মঞ্চে তাঁর পরিহিত পোশাক সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘অত কিছু জানি না, আমাকে যা পরতে বলা হয়েছে, তা-ই পরেছি। তবে সব মিলিয়ে অসাধারণ ছিল কস্টিউম।’
শিল্পনির্দেশক শিহাব নূরের মোগল স্থাপত্যের ধাঁচে তৈরি মঞ্চে মুকুল মজুমদার ঈশান পরেছিলেন আইভরি রঙের পোশাক। তাঁর পরনের আইভরি রঙের জিওমেট্রিক প্যাটার্নের জামদানি মেনসওয়্যার তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড নাবিলা বুটিকস। নাবিলা বুটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার শামীমা নবী ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাবিলা নবীর যৌথ প্রয়াস এই পোশাক। আইভরিরঙা ট্রাউজারের সঙ্গে ঈশান পরেছিলেন আইভরি ও সোনালি রঙের জামদানি ভেস্ট। এর ওপর পরেছিলেন নাবিলার সিগনেচার জিওমেট্রিক মোটিফের এমব্রয়ডারি করা মসলিন জ্যাকেট।
ঈশানকে মঞ্চের জন্য তৈরি করতে কোক স্টুডিও সিজন টু-এর আর্টিস্ট অ্যাপিয়ারেন্স টিমে ছিলেন নুজহাত খান, দিদারুল দিপু, নুসরাত শ্রাবণী।
কোক স্টুডিও বাংলার সিজন টু তে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটি গেয়েছেন মুকুল মজুমদার ঈশান ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের পায়রার মতো পোশাক অন্য রকম আবহ তৈরি করেছে গানটিতে।
ওয়ার্ডরোব: নাবিলা, জুয়েলারি: রঙবতী, মেকআপ: পারসোনা ও টিম তারেক

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
৫ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
৭ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
৯ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১১ ঘণ্টা আগে