নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারদীয় উৎসবের অন্যতম অনুষঙ্গ মেলা। গ্রাম কিংবা শহর, পূজা যেখানেই হোক না কেন মেলা বসবেই— তার আকার ও আয়তন যেমনই হোক। পূজা দেখতে গিয়ে মেলায় যদি কিছু নাই খান, তাহলে মেলায় যাওয়া ঠিক পরিপূর্ণ হবে না। এসব মেলার প্রধান আকর্ষণ খাবার। তবে মেলা হলো বৈচিত্র্যপূর্ণ মুখরোচক খাবারের কেন্দ্রবিন্দু। একেকটি মেলায় এক সঙ্গে যে পরিমাণে এবং যত বিচিত্র খাবারের দেখা মেলে, অন্য কোথাও তার হদিস পাওয়া যায় না।
পূজার মেলার খাবারের একটা প্যাটার্ন আছে, যেটা অনন্য। এই মেলাগুলোতে পাওয়া যায় প্রচুর পরিমাণে মিষ্টিজাতীয় খাবার। এই মিষ্টিগুলো আমাদের প্রাচীন মিষ্টিজাতীয় খাবারের ঐতিহ্য বহন করে চলেছে এখনো। এর বড় কারণ সম্ভবত ধর্মীয় সংস্কার। পূজায় হিন্দু সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ নিরামিষ খেয়ে থাকেন। ফলে বাড়ির বাইরে মিষ্টি খাবার ছাড়া অন্য খাবার খাওয়াটা তাঁদের জন্য কঠিন।
যে মিষ্টি খাবার বছরের অন্য সময় খুব একটা দেখা যায় না, সেই বাতাসার দেখা পাওয়া যায় মেলায়। স্বাদের বদল না হলেও এর গড়ন বই বিচিত্র। সেগুলোর কোনোটার আকার গোল তো কোনোটা আবার ত্রিভুজ। কোনোটা লম্বাটে। ছাঁচে বানানো এই বাতাসাগুলোর কোনোটি হাতির আদলে বানানো, কোনোটি বানানো মাছের আদলে। কোনোটি আবার বানানো হয় গোল কদমের আকারে। কোনো কোনোটি কয়েনের মতো দেখতে। ছাঁচে বানানো বাতাসা আমাদের প্রাচীন মিষ্টিগুলোর মধ্যে অন্যতম।
গুড়ের বা চিনির তৈরি মুরগি মেলার অন্যতম খাবার। অঞ্চল ভেদে এর বিভিন্ন নাম আছে। কোথাও কোথাও এটির নাম খুরমা। আঙুলের মতো দেখতে বলে কোথাও এর নাম আঙুলি। নাম যা হোক বস্তু একই। ময়দা বা আটা খামির করে তেলে ভেজে এটি চিনি বা গুড়ের সিরায় ডুবিয়ে উল্টে পাল্টে মেখে নেওয়া হয়। সাধারণত আঙুলের মতো দেখতে হলেও এর আকারে ভিন্নতা আছে। মেলায় সেজেগুজে থাকতে দেখা যাবে প্রচুর পরিমাণে।
তবে মেলার বড় আকর্ষণের নাম জিলাপি। গুড়ের জিলাপির আলাদা একটা কদর আছে মানুষের কাছে। চিনির জিলাপিও জনপ্রিয়। মেলায় ভাজা গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। বড় বড় কড়াই থেকে গরমাগরম জিলাপি নামিয়ে রাখা হবে বড় প্লেটে। সেখান থেকে প্রয়োজন মতো উঠবে ঠোঙায়। তর্জনী আর বৃদ্ধাঙ্গুলে ধরে সেই গরম জিলাপিতে যখন কামড় বসাবেন, গরম সিরা ছিটকেও যেতে পারে। যা হোক, জিলাপির মতো পাওয়া যায় আমিত্তি। এটি আবার একটুখানি আলাদা জিলাপির থেকে— দেখতে প্রায় এক রকম হলেও।
এ ছাড়া পাওয়া যাবে ত্রিভুজ নিমকি, কদমা, নারকেলের নাড়ু বা নারকেল কোটা, মুড়ি-চিড়া-তিলের মোয়া। পাওয়া যাবে বুট ও বাদাম ভাজা। আর বিভিন্ন এলাকার নিজস্ব খাবার পাওয়া যাবে সেই এলাকাগুলোর মেলায়। যেমন, গুলগুলা সব জায়গায় পাওয়া যাবে না। কিংবা মরিচের ফুরুলি বা বেসন দিয়ে ধনেপাতার ভাজা। সেগুলো দিনাজপুরের কোনো গ্রামের মেলায় হয়তো কিনতে পাবেন।
যে এলাকাতেই পূজার মেলা দেখতে যান না কেন, সেখানে নতুন কিছু একটা খাওয়ার চেষ্টা করবেন। চারদিকে ফুচকা, চিকেনের ভিড়ে পুরোনো মিষ্টিজাতীয় খাবারগুলো চেখে দেখতে ভুলবেন না।

শারদীয় উৎসবের অন্যতম অনুষঙ্গ মেলা। গ্রাম কিংবা শহর, পূজা যেখানেই হোক না কেন মেলা বসবেই— তার আকার ও আয়তন যেমনই হোক। পূজা দেখতে গিয়ে মেলায় যদি কিছু নাই খান, তাহলে মেলায় যাওয়া ঠিক পরিপূর্ণ হবে না। এসব মেলার প্রধান আকর্ষণ খাবার। তবে মেলা হলো বৈচিত্র্যপূর্ণ মুখরোচক খাবারের কেন্দ্রবিন্দু। একেকটি মেলায় এক সঙ্গে যে পরিমাণে এবং যত বিচিত্র খাবারের দেখা মেলে, অন্য কোথাও তার হদিস পাওয়া যায় না।
পূজার মেলার খাবারের একটা প্যাটার্ন আছে, যেটা অনন্য। এই মেলাগুলোতে পাওয়া যায় প্রচুর পরিমাণে মিষ্টিজাতীয় খাবার। এই মিষ্টিগুলো আমাদের প্রাচীন মিষ্টিজাতীয় খাবারের ঐতিহ্য বহন করে চলেছে এখনো। এর বড় কারণ সম্ভবত ধর্মীয় সংস্কার। পূজায় হিন্দু সম্প্রদায়ের বেশির ভাগ মানুষ নিরামিষ খেয়ে থাকেন। ফলে বাড়ির বাইরে মিষ্টি খাবার ছাড়া অন্য খাবার খাওয়াটা তাঁদের জন্য কঠিন।
যে মিষ্টি খাবার বছরের অন্য সময় খুব একটা দেখা যায় না, সেই বাতাসার দেখা পাওয়া যায় মেলায়। স্বাদের বদল না হলেও এর গড়ন বই বিচিত্র। সেগুলোর কোনোটার আকার গোল তো কোনোটা আবার ত্রিভুজ। কোনোটা লম্বাটে। ছাঁচে বানানো এই বাতাসাগুলোর কোনোটি হাতির আদলে বানানো, কোনোটি বানানো মাছের আদলে। কোনোটি আবার বানানো হয় গোল কদমের আকারে। কোনো কোনোটি কয়েনের মতো দেখতে। ছাঁচে বানানো বাতাসা আমাদের প্রাচীন মিষ্টিগুলোর মধ্যে অন্যতম।
গুড়ের বা চিনির তৈরি মুরগি মেলার অন্যতম খাবার। অঞ্চল ভেদে এর বিভিন্ন নাম আছে। কোথাও কোথাও এটির নাম খুরমা। আঙুলের মতো দেখতে বলে কোথাও এর নাম আঙুলি। নাম যা হোক বস্তু একই। ময়দা বা আটা খামির করে তেলে ভেজে এটি চিনি বা গুড়ের সিরায় ডুবিয়ে উল্টে পাল্টে মেখে নেওয়া হয়। সাধারণত আঙুলের মতো দেখতে হলেও এর আকারে ভিন্নতা আছে। মেলায় সেজেগুজে থাকতে দেখা যাবে প্রচুর পরিমাণে।
তবে মেলার বড় আকর্ষণের নাম জিলাপি। গুড়ের জিলাপির আলাদা একটা কদর আছে মানুষের কাছে। চিনির জিলাপিও জনপ্রিয়। মেলায় ভাজা গরম জিলাপি খাওয়ার মজাই আলাদা। বড় বড় কড়াই থেকে গরমাগরম জিলাপি নামিয়ে রাখা হবে বড় প্লেটে। সেখান থেকে প্রয়োজন মতো উঠবে ঠোঙায়। তর্জনী আর বৃদ্ধাঙ্গুলে ধরে সেই গরম জিলাপিতে যখন কামড় বসাবেন, গরম সিরা ছিটকেও যেতে পারে। যা হোক, জিলাপির মতো পাওয়া যায় আমিত্তি। এটি আবার একটুখানি আলাদা জিলাপির থেকে— দেখতে প্রায় এক রকম হলেও।
এ ছাড়া পাওয়া যাবে ত্রিভুজ নিমকি, কদমা, নারকেলের নাড়ু বা নারকেল কোটা, মুড়ি-চিড়া-তিলের মোয়া। পাওয়া যাবে বুট ও বাদাম ভাজা। আর বিভিন্ন এলাকার নিজস্ব খাবার পাওয়া যাবে সেই এলাকাগুলোর মেলায়। যেমন, গুলগুলা সব জায়গায় পাওয়া যাবে না। কিংবা মরিচের ফুরুলি বা বেসন দিয়ে ধনেপাতার ভাজা। সেগুলো দিনাজপুরের কোনো গ্রামের মেলায় হয়তো কিনতে পাবেন।
যে এলাকাতেই পূজার মেলা দেখতে যান না কেন, সেখানে নতুন কিছু একটা খাওয়ার চেষ্টা করবেন। চারদিকে ফুচকা, চিকেনের ভিড়ে পুরোনো মিষ্টিজাতীয় খাবারগুলো চেখে দেখতে ভুলবেন না।

বাস্তবে আমরা কমবেশি ছোট-বড় মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি। ছোটদের ক্ষেত্রে এটি সহজাত মনে হলেও বড়দের ক্ষেত্রে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সমস্যার সৃষ্টি করে। সত্যকে মেনে নেওয়ার অভ্যাসটি কষ্টকর হলেও এটি আপনাকে অনেক মূল্যবান শিক্ষা দেয়। তবে সদিচ্ছা থাকলে এই অভ্যাস পরিবর্তন করা সম্ভব...
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ভিসা যাচাই ও অভিবাসন প্রক্রিয়া...
৪ ঘণ্টা আগে
শিশু সদ্যই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছে। সকাল, দুপুর কিংবা বিকেলে নানা ধরনের খাবারের সঙ্গে তো তাকে পরিচয় করিয়ে দিতে হবে, পাশাপাশি এসব খাবারের পুষ্টিগুণও যাচাই করতে হবে। আবার সুস্বাদু না হলে সবকিছুই বরবাদ। এ সবই পূরণ হবে এক প্যান কেকে। শিশুকে তৈরি করে দিন বিভিন্ন স্বাদের এই প্যান কেক। কীভাবে...
৬ ঘণ্টা আগে
কনফিডেন্স আপনার আকাশছোঁয়া। তবে খেয়াল রাখবেন, কনফিডেন্স যেন ওভার কনফিডেন্সে না বদলে যায়। বসের ভুল ধরতে যাবেন না। কারণ, ‘বস ইজ অলওয়েজ রাইট’, বিশেষ করে যখন মাসের শেষ! সঙ্গীর সঙ্গে তর্কে জেতার চেষ্টা করবেন না। মনে রাখবেন, শান্তিতে ডাল-ভাত খাওয়া, ঝগড়া করে বিরিয়ানি খাওয়ার চেয়ে ভালো।
৬ ঘণ্টা আগে