Ajker Patrika

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: শেষ মুহূর্তে করণীয়

রবিউল আলম লুইপা
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: শেষ মুহূর্তে করণীয়

২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ইতিমধ্যে প্রায় সব প্রার্থীর প্রস্তুতি শেষ; কেউ রিভাইজ দিচ্ছেন, কেউবা মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। যথাযথ প্রস্তুতির সঙ্গে আগামী ৭ দিনের ঠিকঠাক ব্যবহার ও পরীক্ষা হলের কিছু কৌশল আপনাকে চূড়ান্ত বিজয়ী করতে পারে।

পরীক্ষার আগের সাত দিনে করণীয়

  • প্রতিদিন সময় ধরে একটি করে মানসম্মত মডেল টেস্ট দিন। আগের দিনের মডেল টেস্টের সঙ্গে আজকের মডেল টেস্টের ফলাফলের পার্থক্য অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস করার পয়েন্টগুলো হতে পারে মোট নম্বরের পার্থক্য, প্রতিটি বিষয়ের নম্বরের পার্থক্য, আন্দাজে দেওয়া উত্তরগুলো থেকে সঠিক হওয়ার পার্থক্য, নেগেটিভ নম্বরের পার্থক্য ইত্যাদি।
  • যে কলম দিয়ে বৃত্ত ভরাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই ব্র্যান্ডের ৩টি কলম আগে থেকেই কালি নরমাল করে রাখুন। ম্যাটাডোর আইটিন ওয়েল বলপেনের মতো মোটা নিবের কলম দ্রুত বৃত্ত ভরাট করতে সাহায্য করে। একাধিক অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখুন। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি বা অন্য কোনো কিছু নিয়ে যাবেন না। এগুলো নিজ দায়িত্বে বাইরে রাখতে হয়, ফলে হারানোর দুশ্চিন্তা আপনার পরীক্ষায় বিরূপ প্রভাব ফেলবে। সব কেন্দ্রের প্রতিটি কক্ষে পিএসসি থেকে দেয়ালঘড়ি সরবরাহ করা হয়।
  • পরীক্ষার আগের দিন মডেল টেস্ট বা নতুন পড়া পড়ে স্ট্রেস নেবেন না। পড়তে চাইলে বিসিএসের বিগত প্রশ্নগুলো দেখুন, এটি অনেক বেশি ফলপ্রসূ হবে। ভালো করে নিজের রেজিস্ট্রেশন নম্বরের সিটপ্ল্যান দেখে নিন। সম্ভব হলে আগের দিন পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখে আসুন। পরীক্ষার আগে ভুলে যাচ্ছি, কিছুই মনে নেই—এগুলো খুব কমন বিষয়, স্বাভাবিক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা দিন, খাবারদাবার ও শারীরিক সুস্থতায় নজর দিন। পরীক্ষার আগের রাত ১০টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়ুন।

পরীক্ষার দিনে করণীয়—

  • পিএসসির আসনবিন্যাসের নোটিশ দেখে আপনার রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী পরীক্ষার কেন্দ্র নিশ্চিত করুন। হাতে সময় রেখে পরীক্ষার কেন্দ্রে যাবেন। পিএসসির নির্দেশনা অনুযায়ী, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সকাল ৯টা ৩০ মিনিটের পর কেন্দ্রের মূল গেট বন্ধ হয়ে যাবে।
  • ওএমআর শিটের সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন, হাজিরা পাতায় অ্যাডমিট কার্ডের অনুরূপ স্বাক্ষর করুন। প্রশ্নপত্র ও উত্তরপত্রে আগে থেকেই সেট কোড বসানো থাকবে। আপনাকে একই সেট কোডের প্রশ্নপত্র ও উত্তরপত্র দেওয়া হয়েছে কি না, মিলিয়ে নেবেন। প্রশ্নের সিরিয়ালে ক-খ-গ-ঘ পাশাপাশি নাকি ওপর-নিচে সাজানো, সেটি সচেতনভাবে খেয়াল করুন। উত্তর দেওয়ার ধারাবাহিকতা প্রার্থীভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে স্ট্রেস কমানোর জন্য সাধারণ জ্ঞান-বাংলা-বিজ্ঞান-ইংরেজি-গণিতএই ধারাবাহিকতা অনুসরণ করা যেতে পারে।
  • প্রিলিমিনারি পরীক্ষার হলে সময়বণ্টন খুব গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারিতে প্রতিটি প্রশ্নোত্তরের জন্য ৩৬ সেকেন্ড সময় পাওয়া যায়। এ ক্ষেত্রে আমার পরামর্শ হলো—ইংরেজি ও গণিত ছাড়া বাকি ১৩৫টি এমসিকিউ ১ ঘণ্টায় এবং ৬৫টি এমসিকিউ (ইংরেজি ও গণিত) ১ ঘণ্টায় উত্তর দিন। তাহলে পূর্ণ উত্তর করা সহজ হবে। প্রথম দেখায় কোনো উত্তর না পারলে সেটি বিশেষ চিহ্ন দিয়ে শেষের ১০ মিনিটের জন্য রেখে দেওয়া যেতে পারে। সব প্রশ্নের মান সমান, তাই কিছু কঠিন প্রশ্ন ছেড়ে দিয়ে সময় বাঁচানোটা কৌশলী সিদ্ধান্ত হতে পারে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশে সব উত্তর দিতে গিয়ে যেন নেগেটিভ নম্বরের শিকার হতে না হয়, সেদিকে খেয়াল রাখাও গুরুত্বপূর্ণ।
  • একদম ধারণা না থাকলে সেই প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো। কারণ, ১০টি প্রশ্ন আন্দাজে উত্তর দিয়ে যদি ৩টি সঠিক ও ৭টি ভুল হয়, তাহলে আপনার ৩ নম্বর যোগ হবে এবং ৩.৫০ (৭.৫০) নম্বর বাদ যাবে। তবে উত্তর সম্পর্কে মোটামুটি নিশ্চিত হলে বা নিজের সিক্সথ সেন্সের ওপর আত্মবিশ্বাস থাকলে সেটি উত্তর করা যেতে পারে।
  • পরীক্ষার হলে প্রশ্নপত্রে গণিত রাফ করা যাবে, তবে অ্যাডমিট কার্ডে দাগ দেওয়া যাবে না।
  • বিসিএস ক্যাডার হতে হলে সব বিষয়ে অলরাউন্ডার হতে হয়; কিন্তু কোনো বিষয়ে দুর্বলতা নিয়েও প্রিলিমিনারিতে টিকে যাওয়া সম্ভব। তাই আপনার দুর্বলতাকে ভয় না পেয়ে, শক্তিশালী পয়েন্টকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিগত পরিসংখ্যান অনুযায়ী প্রিলিমিনারিতে ১৩০/১৪০ নম্বর নিশ্চিত করতে পারলেই লিখিত পরীক্ষা দেওয়ারসুযোগ পাওয়া যাবে।
  • প্রশ্ন যত কঠিনই হোক, পরীক্ষার পুরো সময় মাথা ঠান্ডা রেখে পরীক্ষা শেষ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার জন্য যে প্রশ্নটা কঠিন, সেটা অনেকের জন্যই কঠিন! পাশাপাশি, সহজ প্রশ্নে যতজন টিকবে, কঠিন প্রশ্নেও ততজনই টিকবে। সবার জন্য শুভকামনা।

রবিউল আলম লুইপা, বিসিএস (সাধারণ শিক্ষা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ম্যানেজার পদে সজীব গ্রুপে চাকরি, নিয়োগ ৩ জেলায়

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার (এএসএম)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার, এএসএম (বাল্ক সেলস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।

অভিজ্ঞতা: ৩ বছর।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
স্কয়ার গ্রুপের অধীনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ, (মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্থানীয় সরকার বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্থানীয় সরকার বিভাগের তিনটি পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

উল্লেখিত এই তিনটি পদে লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১০টায় আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে আল-আরাফাহ্‌ ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

চাকরি ডেস্ক 
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি। বাণিজ্যিক ব্যাংকটির ক্যাশ বিভাগের শূন্য পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। ২১ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার, (ক্যাশ)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: এমএস অফিসসহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: যেকোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত