Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ

আনিসুল ইসলাম নাঈম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৮: ৪৫
বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ

বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এ পরীক্ষা ভালো দিতে পারলেই মোটামুটি চূড়ান্ত তালিকায় থাকা সম্ভব। লিখিত পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (ব্যাচ-২০২৩) সাদিক আহমেদ

ফোকাস রাইটিং
এ পরীক্ষায় বাংলায় ৩৫ নম্বর এবং ইংরেজিতে ৩৫ নম্বর থাকে। সমসাময়িক টপিকের ওপর বাংলা ও ইংরেজিতে একটি করে ফোকাস রাইটিং লিখতে হয়। ফোকাস রাইটিং বিষয়টি নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে। ফোকাস রাইটিংয়ের টাইটেল লিখতে হবে কি না, কতটুকু লিখতে হবে, পয়েন্ট আকারে লেখা যাবে কি না, ভূমিকা-উপসংহার থাকবে কি না ইত্যাদি। প্রশ্নগুলোর উত্তর হচ্ছে, টাইটেল লিখতে হবে, কতটুকু লিখতে হবে তা নির্ভর করবে আপনার হাতে কতটুকু সময় আছে, তার ওপর। ফোকাস রাইটিং ৩ থেকে ৪ পৃষ্ঠার হলে ভালো হয়। তবে এর কমবেশি হতে পারে। চেষ্টা করতে হবে, যত দ্রুত বেশি তথ্যবহুল লেখা যায়। কোনোভাবেই কোনো কিছু বাদ রেখে আসবেন না। ফোকাস রাইটিং পয়েন্ট আকারে, প্যারাগ্রাফ আকারে উভয়ভাবে লেখা যায়। ফোকাস রাইটিংয়ের শুরুতে কিছু introductory remarks এবং শেষে কিছু concluding remarks লেখা যেতে পারে। তবে শুরুতে ভূমিকা এবং শেষে উপসংহার শব্দ ব্যবহারে দরকার নেই। এখানে ভালো করার জন্য জনপ্রিয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় অংশ পড়ুন। এখানে কিছু কমন টপিক, যেমন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল ব্যাংক, সাইবার সিকিউরিটি, বিভিন্ন মেগা প্রজেক্ট, যেমন পদ্মা রেলসেতু, মেট্রোরেল, বাংলাদেশ ইন অ্যাটমিক ক্লাব, কর্ণফুলী টানেল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, মুদ্রাস্ফীতির কারণ এবং নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, সম্ভাব্য বৈশ্বিক মন্দা এবং বাংলাদেশের করণীয়, ডলার-সংকট, আইসিটি ইন ব্যাংকিং সেক্টর, অনলাইন ব্যাংকিং ইত্যাদি। বাংলা এবং ইংরেজি উভয় ফোকাস রাইটিংয়ের জন্য একই পরামর্শ।

ইংরেজি আনসিন কম্প্রিহেনশন
এই অংশে ৩০ নম্বরের জন্য একটি unseen comprehension দেওয়া থাকবে। প্যাসেজ শেষে ৬টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রতি প্রশ্নে ৫ নম্বর থাকবে। এই অংশে মূলত একটি unseen passage দেওয়া থাকবে। প্যাসেজের টপিক সমসাময়িক বিভিন্ন ইস্যু হতে পারে। উত্তর করার সময় মনে রাখতে হবে, যেন প্যাসেজে নেই এমন কোনো বাইরের টপিক না লেখা হয়। প্যাসেজের বাক্য হুবহু না লিখে প্যারাফ্রেজ করে উত্তর করতে হবে। এ ক্ষেত্রে ভালো করার জন্য শুরুতে প্রশ্ন পড়ে নিতে হবে। এরপর প্রশ্ন ধরে ধরে প্যাসেজের প্রাসঙ্গিক অংশগুলো পড়ে নিজের মতো সাজিয়ে লিখতে হবে। এই অংশে ভালো করার মূলমন্ত্র হলো synonym, linking word দিয়ে নিজের মতো সাজিয়ে লিখতে পারা। প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর ১ থেকে ৩ বাক্যে হতে পারে।

গণিত
এই অংশে ৩০ নম্বরের জন্য মোট ৫টি অঙ্ক থাকবে। প্রতিটি অঙ্কে ৬ নম্বর করে। গণিতের জন্য ৯ম-১০ম শ্রেণির অঙ্ক থাকবে। ৫টি প্রশ্নের মধ্যে ৩-৪টি গণিত মৌলিক হয়ে থাকে। যেহেতু সময়স্বল্পতা ও ইংরেজিতে প্রশ্ন হবে, তাই খুব দ্রুত অঙ্ক করার অনুশীলন করা প্রয়োজন। বিগত বছরের পরীক্ষায় আসা টপিক, এর সঙ্গে time & work, interest rate, probability, geometry, venn diagram, profit loss, unit-digit ইত্যাদি দেখে যেতে হবে।

আরগুমেন্ট রাইটিং
এই অংশে ৩০ নম্বরের পরীক্ষা হয়। এতে একটি ইংরেজি স্টেটমেন্ট দেওয়া থাকবে। এর পক্ষে-বিপক্ষে যুক্তি দিতে হবে। এই অংশে ভালো করার জন্য নিজের ফ্রিহ্যান্ড রাইটিংয়ের দিকে জোর দিতে হবে। এখানে সাধারণত সামাজিক বা সমসাময়িক কোনো একটি স্টেটমেন্ট দেওয়া থাকে। শুরুতেই একটি পক্ষ বাছাই করে নিজের আরগুমেন্টকে স্ট্রং করার জন্য নানা যুক্তি, উদাহরণ ইত্যাদি অবতারণা করতে হবে। বিপক্ষ আরগুমেন্টের পক্ষে ছোট দু-একটি যুক্তি বলা যেতে পারে। তবে এ ক্ষেত্রে বিপক্ষ আরগুমেন্ট যেন বেশি শক্তিশালী না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সাধারণ জ্ঞান
এতে ৩০ নম্বরের জন্য মোট ১৫টি প্রশ্ন থাকে। সব প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন ব্যাংকিং টার্ম, যেমন BACH, BACPS, NPSB, BEFTN, MICR ইত্যাদি, সাম্প্রতিক বিষয়াবলি, রিসেন্ট ক্রাইসিস, মেগা প্রজেক্ট, খেলাধুলা, জলবায়ু বিষয়াবলি, ভূগোল, ICT, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, যেমন SWIFT, SOFR, LIBOR ইত্যাদি টপিক থেকে এসে থাকে। এ বিষয়ে ভালো করার জন্য উল্লিখিত টপিকগুলো ভালো করে দেখে যেতে হবে। এ ছাড়া বিগত সালের প্রশ্নাবলি দেখে আইডিয়া লাভ করা যেতে পারে।

অনুবাদ
এতে ১০ নম্বরের অনুবাদ দেওয়া থাকে। একটি ইংরেজি প্যারাগ্রাফ দেওয়া থাকবে। এর বাংলা অনুবাদ করতে হবে। এই অংশে ভালো করার জন্য নিয়মিত অনুবাদের অনুশীলন করা জরুরি। ইংরেজি সংবাদপত্রের সম্পাদকীয় থেকে বাংলায় অনুবাদের অনুশীলন করা যেতে পারে। এখানে মনে রাখা জরুরি, অনুবাদটি যেন ভাবানুবাদ হয় এবং পাঠকের কাছে শ্রুতিমধুর লাগে।

পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা
লিখিত পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে মাত্র ২ ঘণ্টা। তাই প্রস্তুতির পাশাপাশি সময় ব্যবস্থাপনা সমান গুরুত্বপূর্ণ। আগে থেকে টানা 
লেখার অভ্যাস না থাকলে বিপদে পড়তে হবে। কোনোভাবেই ফোকাস রাইটিং, আরগুমেন্ট রাইটিংয়ের মতো বেশি নম্বরের প্রশ্ন উত্তর না করে আসা যাবে না। এখানে কিছু কৌশল গ্রহণ করা যেতে পারে। যেমন প্রথমেই প্রশ্নে উল্লিখিত নির্দেশিকা মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নে কোন ক্রমিকের উত্তর করতে হবে, এমন নির্দেশনা দেওয়া আছে কি না, তা খেয়াল করতে হবে। নির্দেশনা দেওয়া থাকলে সেই ক্রমিক মোতাবেক উত্তর করতে হবে। যদি এমন কোনো নির্দেশনা দেওয়া না থাকে, তবে সাধারণ জ্ঞান অংশ দিয়ে শুরু করা যেতে পারে। পুরো বাক্য না লিখে শুধু প্রশ্নের উত্তর করলেও চলবে। সময় ব্যবস্থাপনার জন্য আগে থেকেই ঠিক রাখতে হবে 
কোন অংশে কতটুকু সময় দিতে হবে। শেষ সময়ে বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে।

অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

পপুলার ফার্মায় এক্সিকিউটিভ পদে চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিন

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগে প্রোডাক্ট এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রোববার (২১ ডিসেম্বর) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রোডাক্ট এক্সিকিউটিভ, (ইন্টারন্যাশনাল মার্কেটিং)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (বি.ফার্ম/এম.ফার্ম)।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটির ভাড়া সহায়তা, লাভ বোনাস, ছুটি নগদীকরণ, মোবাইল সেট ভাতা, গ্রুপ জীবন বিমা, দুপুরের খাবার সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা এবং সাপ্তাহিক ২ দিন (শুক্র-শনিবার) ছুটির ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

চাকরি ডেস্ক 
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘স্টাফ অফিসার’ (১২তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর পিএসসির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে এসব প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে কর্ম কমিশন প্রার্থীদের এই শর্তে সাময়িকভাবে মনোনীত করেছে যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গণগ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৭ ক্যাটাগরির ১২৬টি শূন্য পদে নিয়োগের নিমিত্তে প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) এ এইচ এম কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো কম্পিউটার অপারেটর, ড্রাইভার, টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার), ডেসপ্যাচ রাইডার, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, বুকসর্টার, পাঠকক্ষ সহকারী, অফিস সহায়ক, রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক কাম নিরাপত্তাপ্রহরী, হিসাবরক্ষক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি সহকারী, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কাম্পিউটার মুদ্রাক্ষরিক।

বিজ্ঞপ্ততি বলা হয়, আগামী ২ জুনায়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর নির্ধারিত ১৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ জুলাই প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটথেকে ডাউনলোড করতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বরে প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত লিংক এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। কোনো প্রার্থী প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রার্থীকে প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ম্যানেজার পদে কর্মী নেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। স্বাস্থ্যসেবামূলক কল্যাণ ট্রাস্টটি জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স) পদে লোকবল নিয়োগ দেবে। গত ১৮ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: জেনারেল ম্যানেজার (অডিট এবং কমপ্লায়েন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা সফটওয়্যার, ইআরপি সিস্টেম এবং আর্থিক প্রতিবেদন সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত