Ajker Patrika

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিসিএসের প্রশ্নোত্তর

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিসিএসের প্রশ্নোত্তর

চলছে ৪৪তম বিসিএস ভাইভা পরীক্ষা। ভাইভাতে ভালো করার জন্য গুছিয়ে প্রস্তুতির বিকল্প নেই। এ জন্য বেশি বেশি বিগত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভার অভিজ্ঞতা পড়তে হবে। শতাধিক বিসিএস ক্যাডারের ভাইভার অভিজ্ঞতা বিশ্লেষণ করে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কমন কিছু প্রশ্নোত্তর নিয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন

প্রশ্ন: অডিট ক্যাডারের পদসোপান বলেন।
উত্তর: অডিট ক্যাডারের প্রথমে সহকারী মহাহিসাবরক্ষক>উপ-মহাহিসাবরক্ষক>অতিরিক্ত মহাহিসাবরক্ষক>হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক>মহাহিসাবরক্ষক (বর্তমানে হিসাব মহানিয়ন্ত্রক)।

প্রশ্ন: বিসিএস অডিট ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হলে আপনার দায়িত্ব ও কাজ কী কী হবে?
উত্তর: একজন অডিট ক্যাডার তথা সহকারী মহাহিসাবরক্ষককে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কাজ পালন করতে হয়। তা হলো সরকারি প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের হিসাব ঠিক আছে কি না, তা নিশ্চিত করা। নিজ অফিসের সামগ্রিক আয়-ব্যয়ের হিসাব রাখা এবং মাসিক হিসাব রেকর্ড বা তথ্য সংরক্ষণের জন্য নিয়মিত ইনপুট দেওয়া। নিজ প্রতিষ্ঠানের অডিট বা নিরীক্ষার কাজে পক্ষ সমর্থনের কাজ প্রতিষ্ঠানের যথাযথ নিয়ম মেনে সম্পাদনা করা।

এ ছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের আওতাধীন সব প্রতিষ্ঠানের হিসাব সংগ্রহ, নিয়ন্ত্রণ এবং পরবর্তী সময়ে নিরীক্ষার জন্য এই কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা করা। অধীন কর্মচারীদের মাসিক বেতন ও অন্যান্য হিসাব পরিশোধ করা, বার্ষিক বেতন বৃদ্ধির ব্যাপারে সুপারিশ করা। অধীন কর্মচারীদের ঐচ্ছিক ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খেয়াল রাখা।

প্রশ্ন: অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের সুযোগ-সুবিধা কী কী?
উত্তর: বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্যাডার হলো অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। এই ক্যাডারে যোগদান করলে দেশের প্রশাসনে অর্থসংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়। সরকারের সব অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে এ ক্যাডারের সংশ্লিষ্টতা রয়েছে। তাই এই ক্যাডারে চাকরিতে বৈচিত্র্যতা রয়েছে।

সরকারি কোষাগারের অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব এ ক্যাডারে নিয়োজিত কর্মচারীদের ওপর ন্যস্ত। তাই এই ক্যাডারে চাকরির সুযোগ পেলে জনগণের অর্থের ব্যয়ের ক্ষেত্রে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। যার ফলে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়।

প্রশ্ন: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনের কয়েকটি পরিদপ্তরের নাম বলেন।
উত্তর: লোকাল অ্যান্ড রেভিনিউ অডিট ডিরেক্টরেট, কমার্শিয়াল অডিট ডিরেক্টরেট, সিভিল অডিট ডিরেক্টরেট, ওয়ার্কস অডিট ডিরেক্টরেট, ডাক, টেলিযোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি অডিট ডিরেক্টরেট, ডিফেন্স অডিট ডিরেক্টরেট, ফরেন এইডেড প্রজেক্ট অডিট ডিরেক্টরেট, রেলওয়ে অডিট ডিরেক্টরেট, মিশন অডিট ডিরেক্টরেট, পারফরম্যান্স অডিট ডিরেক্টরেট।

প্রশ্ন: আপনি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বলতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিবরণীর নিরীক্ষার কাজ কি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডাররা করে থাকেন?
উত্তর: বিশ্ববিদ্যালয়গুলোর নিরীক্ষার কাজ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডাররা করে থাকেন। কেননা, বিশ্ববিদ্যালয়গুলো মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীন পরিদপ্তর লোকাল অ্যান্ড রেভিনিউ অডিট ডিরেক্টরেটের আওতাধীন।

প্রশ্ন: CAG আর CGA-এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: CGA-এর পূর্ণরূপ হলো Controller General of Accounts অর্থাৎ হিসাব মহানিয়ন্ত্রক হলো অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের সর্বোচ্চ পদ। অন্যদিকে Comptroller and Auditor General অর্থাৎ মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক। এটি একটি সাংবিধানিক পদ, যা সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ থেকে ১৩২ নম্বর অনুচ্ছেদে বলা আছে। বাংলাদেশের সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠান হিসেবে CGA সম্পূর্ণ স্বাধীন ও স্বায়ত্তশাসন হিসেবে কাজ করে। অপরদিকে CAG অফিস ফিন্যান্স ডিভিশনের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে স্বাধীনভাবে কাজ করলেও CGA-এর কাছ থেকে অ্যাকাউন্টিং নীতি ও পদ্ধতি সম্পর্কে সাধারণ নির্দেশনা চায়।

প্রশ্ন: বিভিন্ন রাষ্ট্রের মহাহিসাবরক্ষক বা নিরীক্ষকদের আন্তর্জাতিক একটি সংগঠন আছে। তার নাম কী?
উত্তর: The International Organization of Supreme Audit Institutions, এটি ১৯৫৩ সালে কিউবার রাজধানী হাভানায় প্রতিষ্ঠিত হয়। বর্তমান এর সদস্যসংখ্যা ১৯৩টি। সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২ জানুয়ারি অধিদপ্তরের ২৫ ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। নিয়োগ বিজ্ঞপ্তির অন্য পদের পরীক্ষা পরবর্তী সময়ে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

গত শনিবার (২০ ডিসেম্বর) অধিদপ্তরের উপপরিচালক মো. আফিফ-আল-মাহমুদ ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০২৩ সালের ৮ আগস্টের এই নিয়োগ বিজ্ঞপ্তি চলতি বছরের ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়।

পরীক্ষা-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ মার্চ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ও ইডেন মহিলা কলেজকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

প্রার্থীরা ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইনে ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালে) যোগাযোগ করা যাবে। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

চাকরি ডেস্ক 
কর্মী নেবে এসিআই মোটরস, নেই বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং (ইয়ামাহা) বিভাগে সিনিয়র/এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৩ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ, (ডিজিটাল মার্কেটিং - ইয়ামাহা)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

চাকরি ডেস্ক 
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, কর্মস্থল ঢাকা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সেলস অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১৭ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সেলস অফিসার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালাতে পারেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

অভিজ্ঞতা: এফএমসিজি বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে ফিল্ড সেলস অভিজ্ঞতা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসেবা সুবিধা, লিভ এনক্যাশমেন্ট ইত্যাদি

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শুরু

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটিতে বিজনেস একুইজিশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: বিজনেস একুইজিশন অফিসার, (অ্যাসিস্ট্যান্ট অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠানে এসএমই ব্যাংকিং, ঋণ মূল্যায়ন এবং আর্থিক বিশ্লেষণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা। ব্যাংকিং নিয়মকানুন, এমএস অফিস এবং ডিজিটাল ব্যাংকিং সরঞ্জামগুলোতে দক্ষতা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো স্থানে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও বিভিন্ন সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানেক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত