Ajker Patrika

সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১০২

চাকরি ডেস্ক 
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫৮
সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১০২

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিজেএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত ফলে দেশসেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হালিমাতুস সাদিয়া।

বিজেএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০২ জন প্রার্থীর রোল নম্বরসমূহ মেধাক্রম অনুসারে প্রকাশ করা হলো। ১০০তম থেকে ১০২তম মেধা অধিকারী প্রার্থী একই নম্বর প্রাপ্ত হওয়ায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১০০ জন প্রার্থীর সাথে অতিরিক্ত ২ জন প্রার্থীসহ মোট ১০২ জন প্রার্থীকে মনোনীত করা হয়।

কোনো প্রার্থী অসত্য তথ্য প্রদান বা গোপন, যোগ্যতার ঘাটতি থাকলে বা আবেদনপত্রে গরমিল থাকলে তাঁর মনোনয়ন বাতিল হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান ও তারিখ দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রচার করা হবে।

এতে আরও বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় অথবা প্রাক-পরিচয় যাচাই প্রতিবেদনে কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত/ বিবেচিত হলে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। সাময়িক মনোনয়নকে নিয়োগপ্রাপ্তির অধিকার হিসেবে দাবি করা যাবে না। প্রকাশিত ফলে কোনো ভুল-ত্রুটি বা যুক্তিসংগত প্রয়োজনে কমিশন তা পরিবর্তন, পরিবর্ধন কিংবা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

প্রকাশিত ফলাফলে দেশসেরা হওয়া হালিমাতুস সাদিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। টানা চতুর্থবার প্রথম স্থান দখলকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

জানতে চাইলে দেশসেরা হওয়া হালিমাতুস সাদিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জনের কৃতিত্ব আমার পরিবার, শিক্ষক-সহপাঠী সবার। তাদের সহযোগিতা, দোয়া ও আমার চেষ্টা—সবমিলিয়ে সৃষ্টিকর্তা আমাকে এ সাফল্য দিয়েছেন। আমার বাবা-মা দুজনে শিক্ষক। বিশেষ করে আমার এ সাফল্যের কৃতিত্ব তাদের দিতে চাই।

তিনি বলেন, পরীক্ষা আমার ভালো হয়েছিল, নিশ্চিত ছিলাম ভালো কিছুই হবে। তবে একেবারে যে দেশসেরা হয়ে যাবো, এটা ভাবিনি। দেশসেরা হওয়ার এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার নিজের ফল নিজে দেখেছি। ফল দেখতে গিয়ে দেখি, প্রথমেই আমার রোল। ফল পেয়েই প্রথমে বাবাকে জানিয়েছি। আমি সবার নিকট দোয়া চাই। যে দায়িত্ব আমি পেয়েছি, এটা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত