Ajker Patrika

নতুন বই: মহানবীর জীবন নিয়ে ৪ বই

আমজাদ ইউনুস 
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৭
নতুন বই: মহানবীর জীবন নিয়ে ৪ বই

মুসলমানদের জীবনে মহানবী (সা.)-এর জীবনী হিদায়াত ও কল্যাণের ফল্গুধারা। পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি, যাঁর জীবনের কথা সবচেয়ে বেশিবার সংকলিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলা ভাষায়ও তাঁর জীবনী নিয়ে প্রতিবছর বিভিন্ন বই রচিত হয়। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত কয়েকটি মৌলিক ও অনূদিত সিরাতগ্রন্থের কথা লিখেছেন আমজাদ ইউনুস। 

আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি (২য় খণ্ড) 
লেখক: মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ
প্রকাশক: পাথেয় পাবলিকেশন্স
পৃষ্ঠা: ৫১০ 
দাম: ৮০০ টাকা

এবারের বইমেলায় প্রকাশিত অন্যতম মৌলিক সিরাতগ্রন্থ ‘আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি’ ২য় খণ্ড। বইটির রচয়িতা ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। লেখকের ক্ষুরধার লেখনী পাঠকমহলে বেশ সমাদৃত। পাঠকের কাছে তাঁর সুখদ গদ্যের সুনাম আছে। এ বই সাবলীল ভাষায় চমৎকার গদ্যে লেখা হয়েছে। এর আগে বইটির ১ম খণ্ড প্রকাশিত হয়। ২য় খণ্ডে রাসুলুল্লাহ (সা.)-এর মদিনাকেন্দ্রিক জীবনী তুলে ধরা হয়েছে। প্রথম খণ্ডে ছিল জন্ম থেকে মদিনায় হিজরতের আগের ঘটনাবলি। হার্ড কভারের রুচিশীল বাঁধাই ও মানসম্মত মুদ্রণে প্রকাশিত বইটি বাংলার পাঠকসমাজকে সমৃদ্ধ করবে। বইটি পরিবেশন করছে সুলতানস। পাথেয় পাবলিকেশন্স, খিলগাঁও, চৌধুরীপাড়া, ইকরা বাংলাদেশ কমপ্লেক্স, রকমারি ডটকম, ওয়াফিলাইফ ডটকমসহ অনলাইন প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাবে। 

02-2লীডারশীপ
লেখক: মুজাহিদ রাসেল
প্রকাশক: সন্দীপন প্রকাশন
পৃষ্ঠা: ২০০ 
দাম: ৩১০ টাকা
স্টল: সন্দীপন ২২৬-২২৭ 

পৃথিবীর ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্ব অবিস্মরণীয়। নেতৃত্বের একটি সুন্দর কাঠামো তিনি দাঁড় করিয়েছেন। তাঁর নেতৃত্ব বিষয়ে সঠিক নির্দেশনা ও বাস্তবভিত্তিক অনুশীলন বিষয়ে রচিত হয়েছে ‘লীডারশীপ’ বইটি। রাসুল (সা.)-এর জীবন থেকে নেতৃত্বের গুণাবলি নিয়ে আমাদের বর্তমান পৃথিবীতে বাস্তবায়ন করার ফর্মুলা ও উদাহরণ পেশ করা হয়েছে বইয়ে। লেখক মুজাহিদ রাসেল চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন। 

02-3মিটিং মুহাম্মাদ
লেখক: ওমর সুলেইমান
অনুবাদক: আজাদ চৌধুরী
প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী
পৃষ্ঠা: ১৯২ 
দাম: ৪০০ 
স্টল: জ্ঞানকোষ প্রকাশনী ১২ 

রাসুল (সা.)-এর নামাজ, খুতবা ও প্রার্থনা কেমন ছিল? কেমন ছিল এতিম, দুস্থ, ক্রীতদাস ও নিপীড়িতের প্রতি তাঁর সমবেদনা? তাঁর রাগ, হাসি এবং শিশু ও বয়োজ্যেষ্ঠদের প্রতি তাঁর আচরণ কেমন ছিল? ক্ষুধা ও যুদ্ধের সময়ে তাঁর কী ভূমিকা ছিল? এসব প্রশ্নের উত্তর জানা যাবে ‘মিটিং মুহাম্মাদ’ বইয়ে। ইংরেজি ভাষায় লিখিত বইটি বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বইটি লিখেছেন আমেরিকান ইসলামি চিন্তাবিদ ওমর সুলেইমান। তিনি ইয়াকিন ইনস্টিটিউট ফর ইসলামিক রিসার্চের প্রতিষ্ঠাতা সভাপতি। যুক্তরাষ্ট্রের টেক্সাসের সাউদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজেও তিনি পাঠদান করেন। বইটির বাংলা অনুবাদ করেছেন আজাদ চৌধুরী।

02-4ছোটদের নবি-রাসূল সিরিজ
লেখক: হোসাইন-এ-তানভীর
প্রকাশক: সত্যায়ন প্রকাশন
পৃষ্ঠা: ১৪৪ 
দাম: ৮৫০ 
স্টল: সত্যায়ন ৩০৪ 

বাংলা ভাষায় শিশু-কিশোর ও ছোটদের উপযোগী অল্পসংখ্যক নবীজীবনী রচিত হয়েছে। প্রয়োজনের তুলনায় তা খুবই কম। এ প্রয়োজনীয়তা উপলব্ধি করে সত্যায়ন প্রকাশন নবীদের বিশুদ্ধ ঘটনাগুলো নিয়ে ছোটদের জন্য প্রকাশ করেছে ‘ছোটদের নবি-রাসূল সিরিজ’। ২৫ জন নবীর নানা ঘটনা নিয়ে সিরিজের বইগুলো সাজানো হয়েছে। সহজ-সরল ভাষায় গল্পে গল্পে চমৎকার ঢঙে তাঁদের জীবনের সৌন্দর্যগুলো তুলে ধরা হয়েছে। রঙিন ছবি ও মানচিত্রে বইয়ের অলংকরণ করা হয়েছে। সিরিজটি লিখেছেন হোসাইন-এ-তানভীর এবং সম্পাদনা করেছেন ড. মিজানুর রহমান আজহারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

ইসলাম ডেস্ক 
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের জোড় ইজতেমা। ছবি: সংগৃহীত
তাবলিগ জামাতের শুরায়ি নেজামের জোড় ইজতেমা। ছবি: সংগৃহীত

আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ি নেজাম) ব্যবস্থাপনায় খুরুজের জোড় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় মাঠ প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ি নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এই জোড়ে তাঁরাই অংশগ্রহণ করবেন, যাঁরা আল্লাহর রাস্তায় এক চিল্লা, তিন চিল্লা ও বিদেশ সফরের উদ্দেশ্যে বের হবেন এবং যাঁরা মেহনতের মাধ্যমে সাথিদের এই কাজে উদ্বুদ্ধ করে সঙ্গে নিয়ে আসবেন।

একটি মহল শুরায়ি নেজামের এই খুরুজের জোড়কে বিশ্ব ইজতেমা বলে অপপ্রচার চালাচ্ছে জানিয়ে সবাইকে সতর্ক করে হাবিবুল্লাহ রায়হান বলেন, এটি কোনো ইজতেমা নয়; বরং সীমিত পরিসরে খুরুজের প্রস্তুতিমূলক জোড়।

এদিকে নির্ধারিত সময় অনুযায়ী টঙ্গীতে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তা আয়োজন করা হবে। সরকারের এ সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ি নেজাম) গত ৩ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি দেশবাসীকে অবহিত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আকাশপথে মুসলিম যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ ব্যবস্থা

ইসলাম ডেস্ক 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আকাশপথে ভ্রমণরত মুসলিম যাত্রীদের ধর্মীয় প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন উন্নত সংস্করণের পকেট জায়নামাজ চালু করেছে মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় জায়নামাজটি অধিক টেকসই ও আরামদায়ক হলেও এটি ওজনে হালকা এবং বহনে অত্যন্ত সুবিধাজনক।

এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বহরের প্রতিটি ফ্লাইটে এখন থেকে এই বিশেষ পকেট জায়নামাজ পাওয়া যাবে। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি—সব শ্রেণির যাত্রীদের জন্য এই সুবিধা উন্মুক্ত রাখা হয়েছে। ফ্লাইট চলাকালে নামাজের প্রয়োজন হলে যাত্রীরা কর্তব্যরত কেবিন ক্রুদের কাছে অনুরোধ করলেই দ্রুত এই জায়নামাজ সরবরাহ করা হবে।

এমিরেটস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জায়নামাজটির মান ও স্থায়িত্ব বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শীতের টুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

ইসলাম ডেস্ক 
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২: ১৯
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

শীতকালে প্রচণ্ড ঠান্ডার প্রকোপে অনেকেই কানটুপি, উলের টুপি কিংবা হুডি পরে থাকেন। এসব পরিধান করা অবস্থায় অনেক সময় নামাজের সময় হয়ে যায়। তাই নানা সময়ে মনে প্রশ্ন জাগে, শীতের টুপি বা হুডি পরে নামাজ আদায় করলে কি তা শুদ্ধ হবে?

ইসলামের বিধান হলো, নামাজে মাথা ঢাকা পুরুষের জন্য ফরজ নয়, বরং এটি নামাজের আদব ও সৌন্দর্যের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) সাধারণত মাথা ঢেকেই নামাজ আদায় করতেন। আবু দাউদ শরিফে এসেছে, নবীজি (সা.) পাগড়ি পরিহিত অবস্থায় নামাজ আদায় করতেন। ফিকহের দৃষ্টিতে কানটুপি, উলের টুপি বা সাধারণ টুপি—সবই মাথা ঢাকার পোশাকের অন্তর্ভুক্ত। সুতরাং, শীতের প্রকোপ থেকে বাঁচতে কানটুপি পরে নামাজ আদায় করা সম্পূর্ণ জায়েজ।

কানটুপি বা হুডি পরে নামাজ আদায় করার সময় একটি বিষয় খেয়াল রাখা জরুরি—সেটি হলো সিজদা। সিজদার সময় কপাল সরাসরি মাটিতে বা জায়নামাজে লাগানো আবশ্যক। যদি টুপিটি এমনভাবে পরা হয়, যা কপালকে ঢেকে রাখে এবং মাটিতে কপাল ঠেকতে বাধা দেয়, তবে সিজদা অপূর্ণ থেকে যেতে পারে। তাই সিজদার সময় কপাল উন্মুক্ত রাখা উত্তম। তবে কপাল সামান্য আবৃত থাকলেও নামাজ হয়ে যাবে।

শীত থেকে বাঁচতে নাক-মুখ ঢেকে নামাজ আদায় করা অনুচিত। বিশেষ প্রয়োজন ছাড়া মুখ ঢেকে নামাজ আদায় করা মাকরুহ। তাই কান ও গলা আবৃত থাকলেও নাক-মুখ খোলা রাখা উচিত।

তাই শৈত্যপ্রবাহের সময় নিশ্চিন্তে কানটুপি পরা যাবে যদি টুপিটি পবিত্র (পাক-সাফ) হয়, এটি অহংকার বা প্রদর্শনের উদ্দেশ্যে না হয়ে কেবল শীত নিবারণের জন্য হয় এবং সিজদার সময় কপাল মাটিতে স্থাপনে কোনো বড় প্রতিবন্ধকতা তৈরি না করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজকের নামাজের সময়সূচি: ২৮ ডিসেম্বর ২০২৫

ইসলাম ডেস্ক 
আজকের নামাজের সময়সূচি। ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি। ছবি: সংগৃহীত

জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত।

প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ১৩ পৌষ ১৪৩২ বাংলা, ০৭ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—

আজকের নামাজের সময়সূচি
নামাজ ওয়াক্ত শুরুওয়াক্ত শেষ
তাহাজ্জুদ ও সেহরির শেষ সময়০০: ০০০৫: ১৮ মিনিট
ফজর০৫: ১৯ মিনিট০৬: ৩৮ মিনিট
জোহর১২: ০১ মিনিট০৩: ৪৩ মিনিট
আসর০৩: ৪৪ মিনিট০৫: ১৯ মিনিট
মাগরিব০৫: ২১ মিনিট০৬: ৪০ মিনিট
এশা০৬: ৪১ মিনিট০৫: ১৮ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:

বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।

আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত