ড. এ এন এম মাসউদুর রহমান

প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেসব মৃত্যু আল্লাহর কাছে খুবই প্রিয়, এর মধ্যে শহীদি মৃত্যু একটি। ‘শহীদ’ অর্থ সাক্ষী, প্রত্যক্ষকারী। শহীদগণ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত প্রত্যক্ষ করে। ইসলামের পরিভাষায় যারা আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় নিহত হয়, তারাই শহীদ। তাদের কখনো মৃত বলা যাবে না। এরশাদ হচ্ছে, ‘যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বোলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। (সুরা বাকারা: ১৫৪)। তবে যারা দুনিয়ার স্বার্থে ও লোভে পড়ে নিহত হয়, তারা শহীদ বলে পরিগণিত হবে না।
শহীদদের মর্যাদা অপরিসীম। তারা আল্লাহর কাছে খুবই সম্মানিত ও রিজিকপ্রাপ্ত হয়। এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে, ‘আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদের তুমি মৃত মনে কোরো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত। তাদের রিজিক দেওয়া হয়।’ (সুরা আলে ইমরান: ১৬৯)
মহানবী (সা.) বলেন, কোনো ব্যক্তিই জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরতে চাইবে না। যদি সে দুনিয়ার সকল কিছু পায়, তবু না। কিন্তু শহীদদের কথা আলাদা। সে চাইবে তাকে দুনিয়ায় ফিরে আনা হোক এবং ১০ বার তাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক। কারণ সে তার মর্যাদা দেখতে পাবে। (বুখারি)
শহীদের মর্যাদা সম্পর্কে আরও বর্ণিত আছে, শহীদের প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয় এবং সে জান্নাত প্রত্যক্ষ করে, তার কবর আজাব মাফ করা হয়, কিয়ামতের ভয়াবহতা থেকে সে নিরাপদ থাকবে, তাকে ইমানের এক জোড়া অলংকার পরানো হবে, ৭০ জন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করতে পারবে।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেসব মৃত্যু আল্লাহর কাছে খুবই প্রিয়, এর মধ্যে শহীদি মৃত্যু একটি। ‘শহীদ’ অর্থ সাক্ষী, প্রত্যক্ষকারী। শহীদগণ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত প্রত্যক্ষ করে। ইসলামের পরিভাষায় যারা আল্লাহর কালিমাকে সমুন্নত রাখার জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় নিহত হয়, তারাই শহীদ। তাদের কখনো মৃত বলা যাবে না। এরশাদ হচ্ছে, ‘যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বোলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। (সুরা বাকারা: ১৫৪)। তবে যারা দুনিয়ার স্বার্থে ও লোভে পড়ে নিহত হয়, তারা শহীদ বলে পরিগণিত হবে না।
শহীদদের মর্যাদা অপরিসীম। তারা আল্লাহর কাছে খুবই সম্মানিত ও রিজিকপ্রাপ্ত হয়। এ প্রসঙ্গে এরশাদ হচ্ছে, ‘আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদের তুমি মৃত মনে কোরো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত। তাদের রিজিক দেওয়া হয়।’ (সুরা আলে ইমরান: ১৬৯)
মহানবী (সা.) বলেন, কোনো ব্যক্তিই জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরতে চাইবে না। যদি সে দুনিয়ার সকল কিছু পায়, তবু না। কিন্তু শহীদদের কথা আলাদা। সে চাইবে তাকে দুনিয়ায় ফিরে আনা হোক এবং ১০ বার তাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হোক। কারণ সে তার মর্যাদা দেখতে পাবে। (বুখারি)
শহীদের মর্যাদা সম্পর্কে আরও বর্ণিত আছে, শহীদের প্রথম রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয় এবং সে জান্নাত প্রত্যক্ষ করে, তার কবর আজাব মাফ করা হয়, কিয়ামতের ভয়াবহতা থেকে সে নিরাপদ থাকবে, তাকে ইমানের এক জোড়া অলংকার পরানো হবে, ৭০ জন নিকটাত্মীয়ের জন্য সুপারিশ করতে পারবে।
লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ ঘণ্টা আগে
আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ইসলাম ধর্মের অনুসারীরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পুণ্যময় এই রাতটি কাটিয়ে থাকেন।
৬ ঘণ্টা আগে
সুরা ফালাক পবিত্র কোরআনুল কারিমের ১১৩তম সুরা। আরবিতে সুরাটির নাম: سورة الفلق। মহান আল্লাহ তাআলা এই সুরার মাধ্যমে তাঁর কাছে আশ্রয় প্রার্থনার সর্বোত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। মূলত জাদু-টোনা, হিংসা ও অনিষ্ট থেকে বাঁচতে সুরাটি মুমিনের জন্য এক শক্তিশালী হাতিয়ার। তাই সুরা ফালাক বাংলা উচ্চারণ, অর্থসহ...
১০ ঘণ্টা আগে
মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান। আর এই ইমানের মূল ভিত্তি হলো কালিমা তাইয়্যেবা। পরকালে মুক্তির জন্য ইমানের কোনো বিকল্প নেই; ইমান ছাড়া কোনো নেক আমলই আল্লাহর দরবারে কবুল হবে না।
১৯ ঘণ্টা আগে