আবরার নাঈম

আমাদের দৈনন্দিন জীবনে জীবিকা নির্বাহের অন্যতম বৈধ উপায় হলো ব্যবসা। মানুষের নানাবিধ প্রয়োজন মেটাতে ইসলামে ব্যবসার বৈধতা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা: ২৭৫)। তবে অনেক সময় অসদুপায় অবলম্বনের কারণে হালাল ব্যবসা ত্রুটিপূর্ণ ও অবৈধ হয়ে যায়। যথা—
১. দামের ওপর দাম করা: হাটবাজার কিংবা মার্কেটে গেলে প্রায়ই একটা বিষয় লক্ষ করি, কোনো পণ্য নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে দরদাম চলছে। দুজনের সম্মতিতে একটা দাম নির্ধারণ করবে এমন সময় অন্য একজন এসে আরও বেশি দামে ক্রয় করে নিয়ে যায়। এ বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে একে অপরের দামের ওপর দাম বাড়িয়ে যেন কোনো বস্তু ক্রয় না করে।’ (সহিহ মুসলিম: ৩৭০৩)
২. দালালি করা: আরবিতে বলা হয় নাজাশ। নিজে ক্রয়ের ইচ্ছা ছাড়া ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে পণ্যের মূল্য বাড়িয়ে বলা। ইসলামে দালালি নিষেধ। নবী (সা.) ক্রয়-বিক্রয়ে দালালি করতে নিষেধ করেছেন। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ক্রয় করার ইচ্ছা ছাড়া মূল্য বাড়ানোর উদ্দেশ্যে মূল্য বলতে রাসুল (সা.) বারণ করেছেন।’ (সহিহ মুসলিম: ৩৭১০)
৩. মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা: হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ্ তাআলা কিয়ামতের দিনে তিন শ্রেণির লোকের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।’ আমরা প্রশ্ন করলাম, ‘হে আল্লাহর রাসুল, এরা কারা? এরা তো ব্যর্থ ও ধ্বংস হলো।’ তিনি বললেন, ‘(তারা হলো) উপকার করার পর খোঁটা দানকারী, পায়ের গোড়ালির নিচে কাপড় পরিধানকারী এবং নিজের পণ্যদ্রব্য মিথ্যা শপথ করে বিক্রয়কারী।’ (সুনানে তিরমিজি: ১২১১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

আমাদের দৈনন্দিন জীবনে জীবিকা নির্বাহের অন্যতম বৈধ উপায় হলো ব্যবসা। মানুষের নানাবিধ প্রয়োজন মেটাতে ইসলামে ব্যবসার বৈধতা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ (সুরা বাকারা: ২৭৫)। তবে অনেক সময় অসদুপায় অবলম্বনের কারণে হালাল ব্যবসা ত্রুটিপূর্ণ ও অবৈধ হয়ে যায়। যথা—
১. দামের ওপর দাম করা: হাটবাজার কিংবা মার্কেটে গেলে প্রায়ই একটা বিষয় লক্ষ করি, কোনো পণ্য নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে দরদাম চলছে। দুজনের সম্মতিতে একটা দাম নির্ধারণ করবে এমন সময় অন্য একজন এসে আরও বেশি দামে ক্রয় করে নিয়ে যায়। এ বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে একে অপরের দামের ওপর দাম বাড়িয়ে যেন কোনো বস্তু ক্রয় না করে।’ (সহিহ মুসলিম: ৩৭০৩)
২. দালালি করা: আরবিতে বলা হয় নাজাশ। নিজে ক্রয়ের ইচ্ছা ছাড়া ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে পণ্যের মূল্য বাড়িয়ে বলা। ইসলামে দালালি নিষেধ। নবী (সা.) ক্রয়-বিক্রয়ে দালালি করতে নিষেধ করেছেন। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ক্রয় করার ইচ্ছা ছাড়া মূল্য বাড়ানোর উদ্দেশ্যে মূল্য বলতে রাসুল (সা.) বারণ করেছেন।’ (সহিহ মুসলিম: ৩৭১০)
৩. মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা: হজরত আবু জর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ্ তাআলা কিয়ামতের দিনে তিন শ্রেণির লোকের প্রতি ভ্রুক্ষেপ করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, উপরন্তু তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।’ আমরা প্রশ্ন করলাম, ‘হে আল্লাহর রাসুল, এরা কারা? এরা তো ব্যর্থ ও ধ্বংস হলো।’ তিনি বললেন, ‘(তারা হলো) উপকার করার পর খোঁটা দানকারী, পায়ের গোড়ালির নিচে কাপড় পরিধানকারী এবং নিজের পণ্যদ্রব্য মিথ্যা শপথ করে বিক্রয়কারী।’ (সুনানে তিরমিজি: ১২১১)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। যারা নিজেদের ভুল স্বীকার করে তাঁর কাছে ফিরে আসে, তিনি তাদের পরম আদরে গ্রহণ করেন। আল্লাহ চান, বান্দা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তাঁর কাছে হাত তুলুক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই...
৩ ঘণ্টা আগে
মানবসভ্যতার ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম, যা জ্ঞান অর্জনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে অন্যান্য সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন মূলত জ্ঞানের মাধ্যমেই। ইসলামের সূচনালগ্ন থেকেই জ্ঞান চর্চাকে ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসার বার্ষিক পরীক্ষার এক সপ্তাহ বাকি। বেফাকের অধীনে কওমি মাদ্রাসার ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ১৭ জানুয়ারি। বার্ষিক পরীক্ষার এক মাস থেকে ২০ দিন আগে ক্লাস শেষ করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজস্ব রুটিনে পড়াশোনা করে। মাদ্রাসায় এই সময়কে খেয়ার বলা হয়।
১ দিন আগে