ড. এ এন এম মাসউদুর রহমান

আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা কেবল আল্লাহর জন্য। বান্দা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার মাঝে আলহামদুলিল্লাহর সম্পর্ক খুবই গভীর ও নিবিড়। কারণ, কোনো ভালো সংবাদ শোনামাত্রই আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আল্লাহ তাআলার কাছে এ শব্দটি খুবই প্রিয়।তাই পবিত্র কোরআন শুরুই হয়েছে এই শব্দের মাধ্যমে। সুরা ফাতিহা ছাড়াও আরও কয়েকটি সুরার শুরুতে এ শব্দটি রয়েছে। তাই এ শব্দের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
মহানবী (সা.) তাঁর বিভিন্ন হাদিসে আলহামদুলিল্লাহ বলার গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও তাঁর প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম শব্দ আর নেই।’ (তিরমিজি) তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা সবচেয়ে নিজের প্রশংসা করাকে পছন্দ করেন। এ জন্যই তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদের তাঁর প্রশংসা করার নির্দেশ দিয়েছেন।’ (বুখারি)
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘(হে নবী) বলুন, সব প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।’ (সুরা লুকমান: ২৫)।তাই হাদিসে আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া বলা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ।’ (তিরমিজি)। অন্য হাদিসে বর্ণিত আছে, ‘আল্লাহর কাছে চারটি শব্দ খুবই প্রিয়। তা হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবর।’ (মুসলিম)
একদিন এক সাহাবি মহানবী (সা.)-কে বললেন, ‘আপনি অনুমতি দিলে আমি আল্লাহর শানে প্রশংসামূলক কিছু বাক্য বলতে চাই।’ তখন তিনি বললেন, ‘আল্লাহ তাআলা নিজের প্রশংসা অনেক পছন্দ করেন।’ (মুসনাদ)। মহানবী (সা.) আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যকার ফাঁকা জায়গা পূর্ণ করে দেয়।’ (মুসলিম)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আলহামদুলিল্লাহ অর্থ সব প্রশংসা কেবল আল্লাহর জন্য। বান্দা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার মাঝে আলহামদুলিল্লাহর সম্পর্ক খুবই গভীর ও নিবিড়। কারণ, কোনো ভালো সংবাদ শোনামাত্রই আলহামদুলিল্লাহ বলা সুন্নত। আল্লাহ তাআলার কাছে এ শব্দটি খুবই প্রিয়।তাই পবিত্র কোরআন শুরুই হয়েছে এই শব্দের মাধ্যমে। সুরা ফাতিহা ছাড়াও আরও কয়েকটি সুরার শুরুতে এ শব্দটি রয়েছে। তাই এ শব্দের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
মহানবী (সা.) তাঁর বিভিন্ন হাদিসে আলহামদুলিল্লাহ বলার গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা ও তাঁর প্রশংসা করার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম শব্দ আর নেই।’ (তিরমিজি) তিনি আরও বলেন, ‘আল্লাহ তাআলা সবচেয়ে নিজের প্রশংসা করাকে পছন্দ করেন। এ জন্যই তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদের তাঁর প্রশংসা করার নির্দেশ দিয়েছেন।’ (বুখারি)
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘(হে নবী) বলুন, সব প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।’ (সুরা লুকমান: ২৫)।তাই হাদিসে আলহামদুলিল্লাহকে সর্বোত্তম দোয়া বলা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ।’ (তিরমিজি)। অন্য হাদিসে বর্ণিত আছে, ‘আল্লাহর কাছে চারটি শব্দ খুবই প্রিয়। তা হলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবর।’ (মুসলিম)
একদিন এক সাহাবি মহানবী (সা.)-কে বললেন, ‘আপনি অনুমতি দিলে আমি আল্লাহর শানে প্রশংসামূলক কিছু বাক্য বলতে চাই।’ তখন তিনি বললেন, ‘আল্লাহ তাআলা নিজের প্রশংসা অনেক পছন্দ করেন।’ (মুসনাদ)। মহানবী (সা.) আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যকার ফাঁকা জায়গা পূর্ণ করে দেয়।’ (মুসলিম)
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৩ ঘণ্টা আগে
গিবত অর্থ পরনিন্দা, দোষচর্চা বা কুৎসা রটনা করা। বর্তমান সমাজে গিবত একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। আড্ডা, বিনোদন কিংবা সামান্য রাগের বশে আমরা অন্যের অনুপস্থিতিতে এমন অনেক কথা বলে ফেলি, যা তার সামনে বললে সে কষ্ট পেত।
২১ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১ দিন আগে
নফল একটি আরবি শব্দ, যার অর্থ হলো অতিরিক্ত বা ঐচ্ছিক। ইসলামি শরিয়তের পরিভাষায় ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত ইবাদতকে নফল বলা হয়। এসব আমলে রয়েছে অঢেল সওয়াব; তবে তা ত্যাগ করলে কোনো গুনাহ বা তিরস্কার নেই।
১ দিন আগে