
এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। ঢাকা-৯ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তিনি। যদিও তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি এর বিরুদ্ধে আপিল করেছেন। জনসংযোগ চলাকালে আজকের পত্রিকাকে সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন অর্চি হক।
অর্চি হক, ঢাকা

প্রশ্ন: এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছেন। এটাকে আপনার একা হয়ে যাওয়া বলে মনে করেন?
জারা: একা কেন হব? জনগণ তো আমার সঙ্গে আছে। তবে দলের যে সাপোর্টটা থাকে, সাংগঠনিক সাপোর্ট থাকে, স্বতন্ত্র হলে সেটা থাকে না। কিন্তু স্বতন্ত্র হলে অনেক ইতিবাচক দিকও আছে। তখন একেবারেই জনগণের কাছে চলে যাওয়া যায়।
প্রশ্ন: জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হওয়ায় এনসিপির অনেক নেতা দল ছেড়েছেন। তাঁদের কেউ কেউ এটা সুস্পষ্টভাবে বললেও আপনি বিষয়টি স্পষ্ট করেননি। আপনার এনসিপি ছাড়ার কারণ কি?
জারা: আমি অলরেডি বলেছি। আমার বাস্তবিক প্রেক্ষাপটের কারণে স্বতন্ত্র নির্বাচন করা।
প্রশ্ন: জামায়াতের নেতৃত্বাধীন জোটে গিয়ে কি এনসিপি পথ হারাল?
জারা: আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।
প্রশ্ন: ভোটে সবার জন্য সমান সুযোগ আছে বলে মনে হচ্ছে?
জারা: সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত। সেটার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সবাইকে আরও জোরালো হতে হবে।
প্রশ্ন: এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে আপনার নির্বাচনী তহবিলে মানুষ ৪৭ লাখ টাকা অনুদান দিয়েছিল। এখন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা টাকা ফেরত চান, তাঁদের ফেরত দেওয়ার কথা বলেছেন। কবে নাগাদ টাকা ফেরত দেবেন?
জারা: যাঁরা ফেরত চান, তাঁদের ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ জানিয়েছি। অনেকে ফেরত চেয়েছেন। এখনো যাঁরা ফেরত চাননি, তাঁদেরও অনুরোধ করব, আপনারা জানান। যাঁরা ফেরত চাইবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে।
প্রশ্ন: ঢাকা-৯ আসনে আপনার বিপরীতে লড়ছেন আপনারই সাবেক সহযোদ্ধা ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। বিএনপির প্রার্থীও রয়েছেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
জারা: অনেক আশাবাদী।
প্রশ্ন: এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করছেন। এটাকে আপনার একা হয়ে যাওয়া বলে মনে করেন?
জারা: একা কেন হব? জনগণ তো আমার সঙ্গে আছে। তবে দলের যে সাপোর্টটা থাকে, সাংগঠনিক সাপোর্ট থাকে, স্বতন্ত্র হলে সেটা থাকে না। কিন্তু স্বতন্ত্র হলে অনেক ইতিবাচক দিকও আছে। তখন একেবারেই জনগণের কাছে চলে যাওয়া যায়।
প্রশ্ন: জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হওয়ায় এনসিপির অনেক নেতা দল ছেড়েছেন। তাঁদের কেউ কেউ এটা সুস্পষ্টভাবে বললেও আপনি বিষয়টি স্পষ্ট করেননি। আপনার এনসিপি ছাড়ার কারণ কি?
জারা: আমি অলরেডি বলেছি। আমার বাস্তবিক প্রেক্ষাপটের কারণে স্বতন্ত্র নির্বাচন করা।
প্রশ্ন: জামায়াতের নেতৃত্বাধীন জোটে গিয়ে কি এনসিপি পথ হারাল?
জারা: আমি এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না।
প্রশ্ন: ভোটে সবার জন্য সমান সুযোগ আছে বলে মনে হচ্ছে?
জারা: সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত। সেটার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সবাইকে আরও জোরালো হতে হবে।
প্রশ্ন: এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে আপনার নির্বাচনী তহবিলে মানুষ ৪৭ লাখ টাকা অনুদান দিয়েছিল। এখন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা টাকা ফেরত চান, তাঁদের ফেরত দেওয়ার কথা বলেছেন। কবে নাগাদ টাকা ফেরত দেবেন?
জারা: যাঁরা ফেরত চান, তাঁদের ফরম পূরণ করে পাঠানোর অনুরোধ জানিয়েছি। অনেকে ফেরত চেয়েছেন। এখনো যাঁরা ফেরত চাননি, তাঁদেরও অনুরোধ করব, আপনারা জানান। যাঁরা ফেরত চাইবেন, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ফেরত যাবে।
প্রশ্ন: ঢাকা-৯ আসনে আপনার বিপরীতে লড়ছেন আপনারই সাবেক সহযোদ্ধা ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। বিএনপির প্রার্থীও রয়েছেন। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
জারা: অনেক আশাবাদী।

নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। গত নভেম্বরে মঞ্চে এসেছে নাটকটি। ২৯ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটির চতুর্থ প্রদর্শনী। অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপ এবং শুভাশীষ দত্ত তন্ময়ের নির্দেশনায় একক অভিনয় করেছেন মো. এরশাদ হাসান।
১২ দিন আগে
টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপক মামুন আব্দুল্লাহর সাবলীল উপস্থাপনার পেছনে রয়েছে দীর্ঘ অনুশীলন, দক্ষতা ও অবিচল আত্মবিশ্বাস। তাঁর সঙ্গে কথোপকথনে উঠে এসেছে সংবাদ উপস্থাপনার কৌশল, লাইভ সম্প্রচারের চাপ সামলানোর বাস্তব অভিজ্ঞতা এবং এ পেশায় আগ্রহীদের জন্য মূল্যবান পরামর্শ।
১৩ ডিসেম্বর ২০২৫
দীর্ঘদিন আটকে থাকার পর রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মের মুক্তির ঘোষণা এসেছে। ৪ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া আসছে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
০১ ডিসেম্বর ২০২৫
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে সিজিপিএ–৪ এর মধ্যে ৪ পেয়েছেন ইউসুফ ইবনে কামাল নিলয়। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ৩৭তম সমাবর্তনে এমন সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে ওআইসি স্বর্ণপদক দেওয়া হয়।
১৫ নভেম্বর ২০২৫