
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার এক বছর পূর্তি পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বাইডেন ক্যাপিটলে হামলা নিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন তাঁর বক্তব্যে ওই হামলার জন্য ট্রাম্পকে দায়ী করবেন। বাইডেনের মতে, ট্রাম্প একাই ওই হামলার জন্য দায়ী।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ক্যাপিটলে হামলা নিয়ে বক্তব্য রাখবেন।
অন্যদিকে ট্রাম্প একই দিন একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করেন, তবে তিনি ফের ডেমোক্র্যাটদের ও গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে তাঁর পরাজয় হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর সমর্থকেরাও একই কথা বলে বেড়াচ্ছেন।
তবে ট্রাম্প কেন সংবাদ সম্মেলনটি বাতিল করেছেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
একটি বিবৃতিতে ট্রাম্প ৬ জানুয়ারি হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের একটি তদন্তকে ‘পক্ষপাতিত্বে ভরা এবং অসততা’ বলে আখ্যায়িত করেছেন। সেই সঙ্গে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্প হামলার তদন্তকারী হাউস কমিটির তদন্তের ‘রেকর্ড প্রকাশে বাধা দেওয়ার জন্য’ লড়াই চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পসহ তাঁর সমর্থকেরা ৬ জানুয়ারির হামলাকে অহিংস প্রতিবাদ উল্লেখ করে ‘বামপন্থীদের’ ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
হোয়াইট হাউস জানায়, মার্কিন নির্বাচন ইস্যুতে ট্রাম্প যে জালিয়াতির অভিযোগ তুলেছে তা নিয়েও কথা বলবেন বাইডেন।
এ নিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, সাবেক প্রেসিডেন্ট আমাদের গণতন্ত্রের জন্য যে হুমকির প্রতিনিধিত্ব করছেন, সে সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার এক বছর পূর্তি পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বাইডেন ক্যাপিটলে হামলা নিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন তাঁর বক্তব্যে ওই হামলার জন্য ট্রাম্পকে দায়ী করবেন। বাইডেনের মতে, ট্রাম্প একাই ওই হামলার জন্য দায়ী।
হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ক্যাপিটলে হামলা নিয়ে বক্তব্য রাখবেন।
অন্যদিকে ট্রাম্প একই দিন একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা করলেও পরে তা বাতিল করেন, তবে তিনি ফের ডেমোক্র্যাটদের ও গণমাধ্যমকে আক্রমণ করে কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
নির্বাচনে ব্যাপক জালিয়াতির কারণে তাঁর পরাজয় হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর সমর্থকেরাও একই কথা বলে বেড়াচ্ছেন।
তবে ট্রাম্প কেন সংবাদ সম্মেলনটি বাতিল করেছেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
একটি বিবৃতিতে ট্রাম্প ৬ জানুয়ারি হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের একটি তদন্তকে ‘পক্ষপাতিত্বে ভরা এবং অসততা’ বলে আখ্যায়িত করেছেন। সেই সঙ্গে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি।
ট্রাম্প হামলার তদন্তকারী হাউস কমিটির তদন্তের ‘রেকর্ড প্রকাশে বাধা দেওয়ার জন্য’ লড়াই চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পসহ তাঁর সমর্থকেরা ৬ জানুয়ারির হামলাকে অহিংস প্রতিবাদ উল্লেখ করে ‘বামপন্থীদের’ ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
গত বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
হোয়াইট হাউস জানায়, মার্কিন নির্বাচন ইস্যুতে ট্রাম্প যে জালিয়াতির অভিযোগ তুলেছে তা নিয়েও কথা বলবেন বাইডেন।
এ নিয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, সাবেক প্রেসিডেন্ট আমাদের গণতন্ত্রের জন্য যে হুমকির প্রতিনিধিত্ব করছেন, সে সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে