Ajker Patrika

বিশ্বের সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা

বিশ্বের সর্ববৃহৎ মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা

বিশ্বের সর্ববৃহৎ মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি জেবিএস সাইবার হামলার শিকার হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে সাইবার হামলা চালানো হয়েছে। এর কারণে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে জেবিএসের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। হাজার হাজার কর্মীর ওপরও এর প্রভাব পড়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়াভিত্তিক একটি অপরাধচক্র মুক্তিপণ আদায়ের জন্য এই সাইবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার ফলে মাংসের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে এবং মাংসের দামও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাইবার হামলার সময় হ্যাকাররা ওই প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে এবং নির্দিষ্ট অর্থ প্রদান না কলে বিভিন্ন ফাইল ডিলিট করে দেওয়া হবে বা কম্পিউটার সিস্টেমে বিঘ্ন ঘটানোর হুমকি দেয়।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, এফবিআই এই ঘটনা তদন্ত করছে।

এ নিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যা পিয়েরে বলেন, ‘বিষয়টি নিয়ে হোয়াইট হাউস সরাসরি রাশিয়ার সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে। দায়িত্বশীল কোনো রাষ্ট্র অপরাধীদের আশ্রয় দিতে পারে না এমন বার্তাও দেওয়া হয়েছে।’

আজ বুধবার রাশিয়ার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে যে বাইডেন প্রশাসন মস্কোর সঙ্গে সাইবার হামলা নিয়েছে যোগাযোগ করেছে।

বিশ্বের সবচেয়ে বড় মাংস সরবরাহকারী কোম্পানি জেবিএস দেড়শরও বেশি প্ল্যান্টের মাধ্যমে ১৫টি দেশে ব্যবসা করছে। ১৯৫৩ সালে ব্রাজিলে এই প্রতিষ্ঠানের জন্ম। সে সময় হোসে বাতিস্তা সোবরিনহো একটি কসাইখানা চালুর মাধ্যমে এই কোম্পানির যাত্রা শুরু করেন।

বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠানের ১ লাখ ৫০ হাজারের বেশি কর্মী কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত