
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত করবেন।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রবার্ট এফ কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন ধরে শিল্প খাদ্য খাত ও ওষুধ কোম্পানিগুলোর মিথ্যাচার ও ভুল তথ্য আমেরিকানদের জনস্বাস্থ্যের ওপর আঘাত হেনে চলেছে। জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করাই প্রতিটি প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় (এইচএইচএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ক্ষতিকর রাসায়নিক, দূষক, কীটনাশক, ওষুধ ও খাদ্য সংযোজক থেকে জনগণকে সুরক্ষিত রাখতে। এগুলোর কারণেই আমাদের দেশে স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। জনাব কেনেডি এই সংস্থাগুলোর স্বচ্ছতা ও বৈজ্ঞানিক গবেষণার সোনালি ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং দীর্ঘস্থায়ী রোগের মহামারি দূর করে আমেরিকার স্বাস্থ্য পুনরুদ্ধারে কাজ করবেন।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু উপদেষ্টা কেনেডিকেও উপদেষ্টা পদে রাখার পরামর্শ দিয়েছিলেন। তবে কেনেডি জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিলে কেবল এইচএইচএস-এরই পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন।
মার্কিন কংগ্রেস যদি ট্রাম্পের মনোনয়নের পর কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় তবে তিনি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ), জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ) এবং অন্যান্য উপসংস্থাগুলো পরিচালনা করবেন। কেনেডি এই সংস্থাগুলোর কঠোর সমালোচক এবং নিয়ন্ত্রণে আসলে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
দীর্ঘদিনের ভ্যাকসিনের কঠোর সমালোচক ও জৈব কৃষির সমর্থক কেনেডি স্কুলের খাবার থেকে প্রক্রিয়াজাত খাদ্য সরিয়ে নেওয়া, খাবার পানি থেকে ফ্লুরাইডের ব্যবহার বন্ধ করা এবং কৃষিতে রাসায়নিক কীটনাশক ও আগাছা-নাশকের ব্যবহার সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা রবার্ট এফ কেনেডি গত বছরের অক্টোবরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এরপর চলতি বছরের আগস্টে তিনি তাঁর নির্বাচনী প্রচার স্থগিত করে ট্রাম্পকে সমর্থন জানান। পাশাপাশি ট্রাম্পের মত প্রকাশের স্বাধীনতা, ইউক্রেন সংঘাতের অবসান এবং আমেরিকান শিশুদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগের মহামারি মোকাবিলায় ট্রাম্পের অঙ্গীকারকে গুরুত্ব দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত করবেন।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রবার্ট এফ কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন ধরে শিল্প খাদ্য খাত ও ওষুধ কোম্পানিগুলোর মিথ্যাচার ও ভুল তথ্য আমেরিকানদের জনস্বাস্থ্যের ওপর আঘাত হেনে চলেছে। জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করাই প্রতিটি প্রশাসনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় (এইচএইচএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ক্ষতিকর রাসায়নিক, দূষক, কীটনাশক, ওষুধ ও খাদ্য সংযোজক থেকে জনগণকে সুরক্ষিত রাখতে। এগুলোর কারণেই আমাদের দেশে স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। জনাব কেনেডি এই সংস্থাগুলোর স্বচ্ছতা ও বৈজ্ঞানিক গবেষণার সোনালি ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করবেন এবং দীর্ঘস্থায়ী রোগের মহামারি দূর করে আমেরিকার স্বাস্থ্য পুনরুদ্ধারে কাজ করবেন।’
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছিল, ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু উপদেষ্টা কেনেডিকেও উপদেষ্টা পদে রাখার পরামর্শ দিয়েছিলেন। তবে কেনেডি জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিলে কেবল এইচএইচএস-এরই পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন।
মার্কিন কংগ্রেস যদি ট্রাম্পের মনোনয়নের পর কেনেডিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় তবে তিনি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ), জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ) এবং অন্যান্য উপসংস্থাগুলো পরিচালনা করবেন। কেনেডি এই সংস্থাগুলোর কঠোর সমালোচক এবং নিয়ন্ত্রণে আসলে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
দীর্ঘদিনের ভ্যাকসিনের কঠোর সমালোচক ও জৈব কৃষির সমর্থক কেনেডি স্কুলের খাবার থেকে প্রক্রিয়াজাত খাদ্য সরিয়ে নেওয়া, খাবার পানি থেকে ফ্লুরাইডের ব্যবহার বন্ধ করা এবং কৃষিতে রাসায়নিক কীটনাশক ও আগাছা-নাশকের ব্যবহার সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির সাবেক নেতা রবার্ট এফ কেনেডি গত বছরের অক্টোবরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এরপর চলতি বছরের আগস্টে তিনি তাঁর নির্বাচনী প্রচার স্থগিত করে ট্রাম্পকে সমর্থন জানান। পাশাপাশি ট্রাম্পের মত প্রকাশের স্বাধীনতা, ইউক্রেন সংঘাতের অবসান এবং আমেরিকান শিশুদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগের মহামারি মোকাবিলায় ট্রাম্পের অঙ্গীকারকে গুরুত্ব দেন।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৩৬ মিনিট আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
২ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে