
ডোনাল্ড ট্রাম্পকে নয়, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সমর্থন দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার টুইটারে মাস্ক জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতায় প্রতিদ্বন্দ্বিতা করলে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে সমর্থন দেবেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের রাজনৈতিক পছন্দের বিষয়ে টুইটারে খোলামেলা কথা বলেন মাস্ক। ডেমোক্র্যাটদের মধ্যে আদর্শ প্রার্থী খুঁজে পাননি বলে জানান টুইটারের নতুন প্রধান।
মাস্ক বলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে তাঁর পছন্দ একজন বিচক্ষণ ও মধ্যপন্থী কাউকে। বর্তমান বাইডেন প্রশাসনের ক্ষেত্রে তেমনটা হবে বলে প্রত্যাশা ছিল তাঁর। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তিনি আশাহত হয়েছেন।
মাস্কের এই টুইটের নিচে মন্তব্যের ঘরে অনেকেই জিজ্ঞেস করেন, তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রন ডিস্যান্টিসকে সমর্থন করতে চান কি না। এর জবাবে ‘হ্যাঁ’ বলেন মাস্ক।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, তিনি আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন নেবেন। ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেওয়া হয়েছে। আর প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ট্রাম্পের প্রতিপক্ষ হতে পারেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। রিপাবলিকানের উদীয়মান এই রাজনীতিককে ট্রাম্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি রন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা থেকে মস্কোকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘এটি মস্কোর বিষয় নয়।’ তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) মিত্ররা এই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেবে।
১৩ মিনিট আগে
গাজা উপত্যকায় গতকাল বুধবার ভোরের পর থেকে ইসরায়েলি হামলায় দুই শিশু এবং তিন সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
১০ ঘণ্টা আগে