
যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় গতকাল শনিবার এক সিনাগগে কয়েকজনকে জিম্মি করা হয়। এরপর পুলিশ পুরো সিনাগগ ঘিরে ফেলে। জানা গেছে, প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি হওয়া সব ব্যক্তিকে মুক্ত করা হয়েছে। বলা হচ্ছে, একজন দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে মুক্ত করার দাবি তুলে ওই ব্যক্তিদের সিনাগগে জিম্মি করা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, টেক্সাসের কোলিভিলেতে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, অকুস্থলে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। ঘটনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর জিম্মি ব্যক্তিদের মুক্ত করা হয়। তাঁদের প্রায় সবাই অক্ষত আছেন। জিম্মি ব্যক্তিদের বর্তমানে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এক টুইট বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইহুদিদের উপাসনালয় সিনাগগ। সেখানে জিম্মি ঘটনার ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
বিবিসির খবরে বলা হয়েছে, জিম্মি ঘটনার সময়টায় সিনাগগের ভেতর থেকে অনলাইনে ভিডিও সম্প্রচার করা হয়। তাতে শোনা যায়, একজন ক্ষুব্ধ ব্যক্তি বলছেন যে, তিনি কাউকে আঘাত করতে চান না। ওই ব্যক্তি সশস্ত্র ছিলেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যস্থতাকারীদের সহায়তায় জিম্মিদের মুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, মোট চার ব্যক্তিকে সিনাগগে জিম্মি করা হয়েছিল। মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ঘটনাস্থলে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন আছেন। আশপাশের বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনা শুরুর পর পরই বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
১ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে