অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তিনি সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলেছেন, ইসরায়েল একটি ছোট্ট দেশ। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন আগে তিনি এই মন্তব্য করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলব না। এটি অবশ্যই একটি ছোট, এটি একটি ছোট দেশ ভূখণ্ডের দিক থেকে।’
এ সময় ওভাল অফিসে ট্রাম্প তুলনা দিয়ে তাঁর হাতে থাকা একটি কলম দেখিয়ে বলেন, ‘এই কলমটি দেখুন? এই চমৎকার কলমটি আমার ডেস্কে মডেল হিসেবে আছে। এই টেবিলটি যদি হয় মধ্যপ্রাচ্য তাহলে কলমটির শীর্ষ বিন্দু হলো ইসরায়েল।’ তিনি আরও বলেন, ‘এটি ভালো নয়, তাই না? আপনারা জানেন, এটা বেশ বড় পার্থক্য। আমি এটা একটি উদাহরণ হিসেবে ব্যবহার করলেও এটা আসলে বেশ সঠিক তুলনা।’
ট্রাম্প বলেন, ‘এটি (ইসরায়েল) একটি ছোট্ট ভূখণ্ডের টুকরো। এটা অবিশ্বাস্য যে তারা কি করতে পেরেছে! যখন আপনি এটা ভাববেন যে, সেখানে অনেক ভালো, স্মার্ট মস্তিষ্কের মানুষ রয়েছে। তবে এটি একটি খুব ছোট্ট ভূখণ্ড, কোনো সন্দেহ নেই।’
মার্কিন এই প্রেসিডেন্ট তাঁর প্রথম মেয়াদে একটি ‘শান্তি পরিকল্পনা’ প্রস্তাব করেছিলেন। সেই পরিকল্পনার আওতায় পশ্চিম তীরের প্রায় ৩০ শতাংশ ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিধান ছিল। পরে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ড’ ঘোষণার পর ট্রাম্পের পরিকল্পনা থেকে সেই অংশটুকু বাদ দেওয়া হয়। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং পরে মরক্কো ও সুদানও যোগ দেয়।
ট্রাম্প সাংবাদিকদের আরও জানান, তিনি নিশ্চিত নন যে গাজায় বর্তমান যুদ্ধবিরতি বজায় থাকবে কি না। তিনি বলেন, ‘আমার কাছে কোনো গ্যারান্টি নেই যে শান্তি বজায় থাকবে।’ তবে তাঁর মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেন, ‘এখন পর্যন্ত এটি বজায় রয়েছে, তাই আমরা অবশ্যই আশাবাদী।’
উইটকফ বলেন, ‘প্রেসিডেন্টের দিকনির্দেশনা হলো—অপহৃতদের মুক্ত করা এবং জীবন রক্ষা করা এবং সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করা...। এখন পর্যন্ত, এটি বজায় রয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনার বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তিনি সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলেছেন, ইসরায়েল একটি ছোট্ট দেশ। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের একদিন আগে তিনি এই মন্তব্য করেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলব না। এটি অবশ্যই একটি ছোট, এটি একটি ছোট দেশ ভূখণ্ডের দিক থেকে।’
এ সময় ওভাল অফিসে ট্রাম্প তুলনা দিয়ে তাঁর হাতে থাকা একটি কলম দেখিয়ে বলেন, ‘এই কলমটি দেখুন? এই চমৎকার কলমটি আমার ডেস্কে মডেল হিসেবে আছে। এই টেবিলটি যদি হয় মধ্যপ্রাচ্য তাহলে কলমটির শীর্ষ বিন্দু হলো ইসরায়েল।’ তিনি আরও বলেন, ‘এটি ভালো নয়, তাই না? আপনারা জানেন, এটা বেশ বড় পার্থক্য। আমি এটা একটি উদাহরণ হিসেবে ব্যবহার করলেও এটা আসলে বেশ সঠিক তুলনা।’
ট্রাম্প বলেন, ‘এটি (ইসরায়েল) একটি ছোট্ট ভূখণ্ডের টুকরো। এটা অবিশ্বাস্য যে তারা কি করতে পেরেছে! যখন আপনি এটা ভাববেন যে, সেখানে অনেক ভালো, স্মার্ট মস্তিষ্কের মানুষ রয়েছে। তবে এটি একটি খুব ছোট্ট ভূখণ্ড, কোনো সন্দেহ নেই।’
মার্কিন এই প্রেসিডেন্ট তাঁর প্রথম মেয়াদে একটি ‘শান্তি পরিকল্পনা’ প্রস্তাব করেছিলেন। সেই পরিকল্পনার আওতায় পশ্চিম তীরের প্রায় ৩০ শতাংশ ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করার বিধান ছিল। পরে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি ‘আব্রাহাম অ্যাকর্ড’ ঘোষণার পর ট্রাম্পের পরিকল্পনা থেকে সেই অংশটুকু বাদ দেওয়া হয়। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং পরে মরক্কো ও সুদানও যোগ দেয়।
ট্রাম্প সাংবাদিকদের আরও জানান, তিনি নিশ্চিত নন যে গাজায় বর্তমান যুদ্ধবিরতি বজায় থাকবে কি না। তিনি বলেন, ‘আমার কাছে কোনো গ্যারান্টি নেই যে শান্তি বজায় থাকবে।’ তবে তাঁর মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেন, ‘এখন পর্যন্ত এটি বজায় রয়েছে, তাই আমরা অবশ্যই আশাবাদী।’
উইটকফ বলেন, ‘প্রেসিডেন্টের দিকনির্দেশনা হলো—অপহৃতদের মুক্ত করা এবং জীবন রক্ষা করা এবং সবকিছু শান্তিপূর্ণভাবে সমাধান করা...। এখন পর্যন্ত, এটি বজায় রয়েছে।’
ট্রাম্পকে পেনি উৎপাদন বন্ধের ধারণা দিয়েছিলেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রে অপচয় কমাতে কাজ করছেন তিনি। গত মাসে এক্সে এক পোস্টে মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) অ্যাকাউন্টে লেখা হয়, ‘পেনি তৈরিতে ৩ সেন্টের বেশি খরচ হয়। মিন্ট ২০২৩ অর্থবছরে ৪৫০ কোটি পেনি উৎপাদন করেছে, যা মোট ১১৪০...
৩৫ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর অভিষেক অনুষ্ঠানে বলেছিলেন, ঈশ্বর তাঁকে রক্ষা করেছেন। এখন মনে হচ্ছে, তিনি ঈশ্বরের সেই ঋণ শোধ করছেন ক্রমশ বেশি রক্ষণশীল ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। এর সর্বশেষ প্রমাণ হিসেবে তিনি হোয়াইট হাউসে একটি ফেইথ অফিস...
১ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি দেশে বর্তমান শাসন কাঠামোর ধারাবাহিকতা রক্ষা করতে চান, তবে তাঁকে অবশ্যই পারমাণবিক অস্ত্র উন্নয়নের ওপর জারি করা ফতোয়া প্রত্যাহার করতে হবে। এমনটাই দাবি করেছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডারেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৬-২০২০) ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে অবশ্য কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ কয়েকটি বাণিজ্যিক অংশীদারদের জন্য শুল্কমুক্ত কোটার অনুমতি দেন। কিন্তু এবার আর কোনো দেশকে ছাড় দিলেন না...
২ ঘণ্টা আগে