
প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর আজ মঙ্গলবার অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলন শেষ করে গত রোববারই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বহনকারী বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ভারতে আটকে যান তিনি।
জানা গেছে, বিমানের ত্রুটি সারার অপেক্ষায় বাধ্য হয়েই ভারতে অবস্থান করতে হয়েছে ট্রুডোকে। এই সময়টুকু তিনি হোটেলেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী বড় ছেলে জেভিয়ার। ছেলের সঙ্গেই গল্প-গুজব করে ট্রুডোর সময় কেটেছে।
অবাক করা বিষয় হলো, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লির হোটেলে আটকে থাকা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি। জাস্টিন ট্রুডোও হোটেল থেকে বের হননি।
জি-২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ভারতে পা রাখা ট্রুডোকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হোটেলে অবস্থান করা ট্রুডোর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে শুধু স্বাগত জানাতেই যেতে বলা হয়েছিল। আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অতিথির বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সত্যিকার অর্থেই ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। অথচ ২০১৮ সালে ভারতে সস্ত্রীক দারুণ সময় কাটিয়েছিলেন এই প্রধানমন্ত্রী।
এবার জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রুডো। বৈঠকে ভারতের পক্ষ থেকে কানাডায় খলিস্তানিদের ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে জাস্টিন ট্রুডো বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি বলে জানা গেছে। তিনি মূলত বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।

প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর আজ মঙ্গলবার অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলন শেষ করে গত রোববারই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বহনকারী বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ভারতে আটকে যান তিনি।
জানা গেছে, বিমানের ত্রুটি সারার অপেক্ষায় বাধ্য হয়েই ভারতে অবস্থান করতে হয়েছে ট্রুডোকে। এই সময়টুকু তিনি হোটেলেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী বড় ছেলে জেভিয়ার। ছেলের সঙ্গেই গল্প-গুজব করে ট্রুডোর সময় কেটেছে।
অবাক করা বিষয় হলো, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লির হোটেলে আটকে থাকা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি। জাস্টিন ট্রুডোও হোটেল থেকে বের হননি।
জি-২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ভারতে পা রাখা ট্রুডোকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হোটেলে অবস্থান করা ট্রুডোর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে শুধু স্বাগত জানাতেই যেতে বলা হয়েছিল। আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অতিথির বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সত্যিকার অর্থেই ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। অথচ ২০১৮ সালে ভারতে সস্ত্রীক দারুণ সময় কাটিয়েছিলেন এই প্রধানমন্ত্রী।
এবার জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রুডো। বৈঠকে ভারতের পক্ষ থেকে কানাডায় খলিস্তানিদের ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে জাস্টিন ট্রুডো বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি বলে জানা গেছে। তিনি মূলত বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৮ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৯ ঘণ্টা আগে