
প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর আজ মঙ্গলবার অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলন শেষ করে গত রোববারই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বহনকারী বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ভারতে আটকে যান তিনি।
জানা গেছে, বিমানের ত্রুটি সারার অপেক্ষায় বাধ্য হয়েই ভারতে অবস্থান করতে হয়েছে ট্রুডোকে। এই সময়টুকু তিনি হোটেলেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী বড় ছেলে জেভিয়ার। ছেলের সঙ্গেই গল্প-গুজব করে ট্রুডোর সময় কেটেছে।
অবাক করা বিষয় হলো, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লির হোটেলে আটকে থাকা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি। জাস্টিন ট্রুডোও হোটেল থেকে বের হননি।
জি-২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ভারতে পা রাখা ট্রুডোকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হোটেলে অবস্থান করা ট্রুডোর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে শুধু স্বাগত জানাতেই যেতে বলা হয়েছিল। আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অতিথির বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সত্যিকার অর্থেই ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। অথচ ২০১৮ সালে ভারতে সস্ত্রীক দারুণ সময় কাটিয়েছিলেন এই প্রধানমন্ত্রী।
এবার জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রুডো। বৈঠকে ভারতের পক্ষ থেকে কানাডায় খলিস্তানিদের ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে জাস্টিন ট্রুডো বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি বলে জানা গেছে। তিনি মূলত বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।

প্রায় ৪৮ ঘণ্টা আটকে থাকার পর আজ মঙ্গলবার অবশেষে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলন শেষ করে গত রোববারই তাঁর দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে বহনকারী বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ভারতে আটকে যান তিনি।
জানা গেছে, বিমানের ত্রুটি সারার অপেক্ষায় বাধ্য হয়েই ভারতে অবস্থান করতে হয়েছে ট্রুডোকে। এই সময়টুকু তিনি হোটেলেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ১৬ বছর বয়সী বড় ছেলে জেভিয়ার। ছেলের সঙ্গেই গল্প-গুজব করে ট্রুডোর সময় কেটেছে।
অবাক করা বিষয় হলো, ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লির হোটেলে আটকে থাকা কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি। জাস্টিন ট্রুডোও হোটেল থেকে বের হননি।
জি-২০ সম্মেলন সামনে রেখে গত শুক্রবার ভারতে পা রাখা ট্রুডোকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। হোটেলে অবস্থান করা ট্রুডোর বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে শুধু স্বাগত জানাতেই যেতে বলা হয়েছিল। আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অতিথির বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সত্যিকার অর্থেই ট্রুডোর এবারের ভারত সফর খুব একটা মসৃণ হয়নি। অথচ ২০১৮ সালে ভারতে সস্ত্রীক দারুণ সময় কাটিয়েছিলেন এই প্রধানমন্ত্রী।
এবার জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রুডো। বৈঠকে ভারতের পক্ষ থেকে কানাডায় খলিস্তানিদের ক্রমবর্ধমান ভারতবিরোধী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে জাস্টিন ট্রুডো বিষয়টিকে বেশি গুরুত্ব দেননি বলে জানা গেছে। তিনি মূলত বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৩ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে