Ajker Patrika

ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের আরেক সমর্থকের ৪ বছরের কারাদণ্ড 

ক্যাপিটল হিলে হামলা: ট্রাম্পের আরেক সমর্থকের ৪ বছরের কারাদণ্ড 

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় আলাবামার এক ব্যক্তিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লনি কফম্যান। তাঁর বিরুদ্ধে হামলার দিন মলটভ ককটেইল বহনের অভিযোগ আনা হয়েছে। 

কফম্যানসহ এ পর্যন্ত ৩ জন ট্রাম্পের সমর্থক ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দীর্ঘ সময়ের জন্য কারাদণ্ড পেলেন। এর আগে ট্রাম্পের দুই সমর্থককে ৬৩ মাস এবং ৫১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

এ ছাড়া ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ১০০ জনের বেশি অভিযুক্তকে স্বল্প সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক কলার-কোটেলি বলেন, তাঁর ট্রাকে একটি ছোট অস্ত্রাগার ছিল, যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। আমি এখনো বুঝতে পারি না কেন তিনি এটি করেছিলেন। 

গত বছরের ৬ জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন কফম্যান। 

 ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজার হাজার সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালিয়ে ইলেক্টোরাল কলেজের ভোট গণনা বন্ধের ব্যর্থ চেষ্টা চালিয়েছিলেন। এই ভোট গণনার মধ্য দিয়েই ডেমোক্র্যাট জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত