
ভুলভাল মন্তব্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তিনি একটি বিষয়ের সঙ্গে আরেকটি গুলিয়ে ফেলেছেন। এবার তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ নারী বলেও দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, জো বাইডেন মূলত নিজেকে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘যাই হোক, আমি যেমনটা বলেছি—প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে...একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। পরে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস। আর ২০২০ সালে জো বাইডেন নিজেই প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
একই সাক্ষাৎকারে জো বাইডেন জানান তিনিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে কৃষ্ণাঙ্গ নারীকে ভাইস-প্রেসিডেন্ট ও আরেক কৃষ্ণাঙ্গ নারী কেতানজি ব্রাউন জ্যাকসনকে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সঠিকভাবেই উল্লেখ করেন।
এর আগে, গত বছরের নভেম্বরে বাইডেন তাঁর ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি প্রথা অনুসারে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাঁকে প্রেসিডেন্ট বলে আখ্যা দেন।
তবে এমন হাস্যকর ভুল এই প্রথম নয়, এর আগেও বাইডেন মুখ ফসকে একাধিকবার হাস্যরসের জন্ম দিয়েছেন। একবার তো তিনি কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি বলেও আখ্যা দিয়েছিলেন। ২০২২ সালে একবার বাইডেন কমলা হ্যারিসকে ‘একজন মহান প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়েছিলেন। সেদিন ছিল কমলা হ্যারিসের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে বাইডেন বলেছিলেন, ‘শুভ জন্মদিন, হে মহান প্রেসিডেন্ট।’

ভুলভাল মন্তব্য করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তিনি একটি বিষয়ের সঙ্গে আরেকটি গুলিয়ে ফেলেছেন। এবার তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ নারী বলেও দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, জো বাইডেন মূলত নিজেকে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘যাই হোক, আমি যেমনটা বলেছি—প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে...একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।’
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। পরে ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস। আর ২০২০ সালে জো বাইডেন নিজেই প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
একই সাক্ষাৎকারে জো বাইডেন জানান তিনিই প্রথম প্রেসিডেন্ট হিসেবে কৃষ্ণাঙ্গ নারীকে ভাইস-প্রেসিডেন্ট ও আরেক কৃষ্ণাঙ্গ নারী কেতানজি ব্রাউন জ্যাকসনকে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সঠিকভাবেই উল্লেখ করেন।
এর আগে, গত বছরের নভেম্বরে বাইডেন তাঁর ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে আখ্যা দিয়েছিলেন। হোয়াইট হাউসে স্ট্যানলি কাপের ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। সেখানে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি প্রথা অনুসারে তাঁর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তাঁকে প্রেসিডেন্ট বলে আখ্যা দেন।
তবে এমন হাস্যকর ভুল এই প্রথম নয়, এর আগেও বাইডেন মুখ ফসকে একাধিকবার হাস্যরসের জন্ম দিয়েছেন। একবার তো তিনি কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি বলেও আখ্যা দিয়েছিলেন। ২০২২ সালে একবার বাইডেন কমলা হ্যারিসকে ‘একজন মহান প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়েছিলেন। সেদিন ছিল কমলা হ্যারিসের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে বাইডেন বলেছিলেন, ‘শুভ জন্মদিন, হে মহান প্রেসিডেন্ট।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
২ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
১২ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
১২ ঘণ্টা আগে