
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার দফা ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে ট্রাম্পের।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) কয়েক শ পৃষ্ঠার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন এক বিবৃতিতে জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার বিষয়ে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে।
অভিযোগগুলো হলো, বিদ্রোহে প্ররোচিত ও ইন্ধন দেওয়া, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা ও মিথ্যা বক্তব্য দেওয়া। এসব অভিযোগের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন ও প্রমাণিত হলে অন্তত ৪০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। আর এমন হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। ওই দিনই ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ হামলায় কয়েকজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।
এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। হামলার ঘটনায় কংগ্রেসের পাশাপাশি বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের তদন্ত কমিটির এই সুপারিশ মানতে বাধ্য নয় বিচার বিভাগ। এ বিষয়ে জেমি রাসকিন রাসকিন বলেন, সুপারিশের জন্য প্রচুর প্রমাণ তাঁদের হাতে আছে।
সোমবার কংগ্রেস কমিটির সবশেষ বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে ট্রাম্পের এক মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি ‘উপহাস’ আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার দফা ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছে কংগ্রেসের তদন্ত কমিটি। অভিযোগগুলো প্রমাণিত হলে ৪০ বছর পর্যন্ত জেল হতে পারে ট্রাম্পের।
বিবিসির খবরে বলা হয়, বুধবার (২১ ডিসেম্বর) কয়েক শ পৃষ্ঠার পুরো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। সোমবার (১৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জেমি রাসকিন এক বিবৃতিতে জানান, ট্রাম্পের বিরুদ্ধে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার বিষয়ে বিচার বিভাগকে সুপারিশ করা হয়েছে।
অভিযোগগুলো হলো, বিদ্রোহে প্ররোচিত ও ইন্ধন দেওয়া, সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করা ও মিথ্যা বক্তব্য দেওয়া। এসব অভিযোগের ভিত্তিতে বিচারকাজ সম্পন্ন ও প্রমাণিত হলে অন্তত ৪০ বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। আর এমন হলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয় ২০২০ সালের ৩ নভেম্বর। এরপর ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। ওই দিনই ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের সমর্থকেরা। এ হামলায় কয়েকজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।
এরই পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। হামলার ঘটনায় কংগ্রেসের পাশাপাশি বিচার বিভাগের পৃথক একটা তদন্ত চলমান রয়েছে। যদিও ক্ষমতাসীন দলের তদন্ত কমিটির এই সুপারিশ মানতে বাধ্য নয় বিচার বিভাগ। এ বিষয়ে জেমি রাসকিন রাসকিন বলেন, সুপারিশের জন্য প্রচুর প্রমাণ তাঁদের হাতে আছে।
সোমবার কংগ্রেস কমিটির সবশেষ বৈঠকে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে এখনো সরাসরি কিছু বলেননি। তবে ট্রাম্পের এক মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করে একে গণতন্ত্রের প্রতি ‘উপহাস’ আখ্যা দিয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে