
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দেশটির লাখ লাখ নাগরিক স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের ভারসাম্য রক্ষায় ভোট দেবেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের নির্বাচনী প্রচারাভিযানের সমাপনী সমাবেশে ভাষণ দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যদি রিপাবলিকানরা (ডোনাল্ড ট্রাম্পের দল) কংগ্রেসের ক্ষমতা দখল করে নেয়, তবে প্রেসিডেন্ট বাইডেনের (ডেমোক্রেটিক নেতা) আইন পাস করার ক্ষমতা বাধাগ্রস্ত হবে। বর্তমানে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে।
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্টের নেতৃত্বের গণভোট হিসেবেও দেখা হয়। বিগত চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ কারণে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তায় কিছুটা ধস নেমেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ভোটারদের বাইডেন সম্পর্কে উদ্বিগ্ন করে তুলেছে।
জো বাইডেন গতকাল সোমবার রাতে সর্বশেষ মেরিল্যান্ডে গিয়ে ওয়েস মুরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তাঁর সর্বশেষ সমাবেশটি করেছেন ওহিওতে। সেখানে তিনি রিপাবলিকান সিনেট প্রার্থী জেডি ভ্যান্সের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
নির্দলীয় নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা, রিপাবলিকানরা ৪৩৫ আসনের হাউসে বড়জোর ১৫ থেকে ২৫টি আসন পেতে পারেন। তবে পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্ট জানিয়েছে, ইতিমধ্যে ৪ কোটি ৩৫ লাখেরও বেশি আগাম ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মূলত দেশটির কংগ্রেসের ক্ষমতা নির্ধারণী নির্বাচন। কংগ্রেসের ক্ষমতা ডেমোক্র্যাট নাকি রিপাবলিকানদের হাতে থাকবে, তা মূলত আজকের নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।
কংগ্রেসের সদস্যসংখ্যা ৪৩৫ জন। এর মধ্যে সিনেটের সদস্য ১০০ জন এবং অন্যরা প্রতিনিধি পরিষদের সদস্য। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যাঁরা সিনেটর হিসেবে পরিচিত এবং ছয় বছরের জন্য নির্বাচিত হন।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দেশটির লাখ লাখ নাগরিক স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের ভারসাম্য রক্ষায় ভোট দেবেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের নির্বাচনী প্রচারাভিযানের সমাপনী সমাবেশে ভাষণ দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যদি রিপাবলিকানরা (ডোনাল্ড ট্রাম্পের দল) কংগ্রেসের ক্ষমতা দখল করে নেয়, তবে প্রেসিডেন্ট বাইডেনের (ডেমোক্রেটিক নেতা) আইন পাস করার ক্ষমতা বাধাগ্রস্ত হবে। বর্তমানে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষই নিয়ন্ত্রণ করছে।
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। মধ্যবর্তী নির্বাচনকে প্রেসিডেন্টের নেতৃত্বের গণভোট হিসেবেও দেখা হয়। বিগত চার দশকের মধ্যে সবচেয়ে খারাপ মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ কারণে প্রেসিডেন্ট বাইডেনের জনপ্রিয়তায় কিছুটা ধস নেমেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ভোটারদের বাইডেন সম্পর্কে উদ্বিগ্ন করে তুলেছে।
জো বাইডেন গতকাল সোমবার রাতে সর্বশেষ মেরিল্যান্ডে গিয়ে ওয়েস মুরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তাঁর সর্বশেষ সমাবেশটি করেছেন ওহিওতে। সেখানে তিনি রিপাবলিকান সিনেট প্রার্থী জেডি ভ্যান্সের পক্ষে প্রচারণা চালিয়েছেন।
নির্দলীয় নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা, রিপাবলিকানরা ৪৩৫ আসনের হাউসে বড়জোর ১৫ থেকে ২৫টি আসন পেতে পারেন। তবে পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ইলেকশন প্রজেক্ট জানিয়েছে, ইতিমধ্যে ৪ কোটি ৩৫ লাখেরও বেশি আগাম ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মূলত দেশটির কংগ্রেসের ক্ষমতা নির্ধারণী নির্বাচন। কংগ্রেসের ক্ষমতা ডেমোক্র্যাট নাকি রিপাবলিকানদের হাতে থাকবে, তা মূলত আজকের নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।
কংগ্রেসের সদস্যসংখ্যা ৪৩৫ জন। এর মধ্যে সিনেটের সদস্য ১০০ জন এবং অন্যরা প্রতিনিধি পরিষদের সদস্য। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যাঁরা সিনেটর হিসেবে পরিচিত এবং ছয় বছরের জন্য নির্বাচিত হন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৪ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৭ ঘণ্টা আগে