
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেবেন। গত শনিবার টেক্সাসে এক র্যালিতে অংশ নিয়ে তিনি এমন বক্তব্য দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ‘ক্যাপিটল হিলে যারা আক্রমণ করেছিল তাদের’ অভ্যন্তরীণ সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছিল এফবিআই। ভীষণ অন্যায্য আচরণ করা হয়েছে তাদের সঙ্গে। তারা যদি ক্ষমার যোগ্য হয়, আমরা ক্ষমতায় গেলে তাদের অবশ্যই ক্ষমা করব।’
৭৫ বছর বয়সী এই মার্কিন ধনকুবের গত মার্কিন নির্বাচনের ফল ঘোষণার সময় থেকেই তাঁর সমর্থকদের প্রতি প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রসিকিউটররা যদি ভুল বা বেআইনি কিছু করেন, তবে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে।’
ট্রাম্প বলেন, তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে বাইডেনের বিজয় উল্টে দিতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই ক্ষমতা ব্যবহার করেননি। ট্রাম্প এটাও দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে তিনিই ছিলেন আইনসংগত বিজয়ী।
ট্রাম্প হয়তো হোয়াইট হাউসের ক্ষমতা হারিয়েছেন। হারিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা। কিন্তু মার্কিন রাজনীতিতে এখনো আধিপত্য বিস্তারের ক্ষমতা তিনি রাখেন।
এত বিতর্ক সত্ত্বেও ২০২৪ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন ট্রাম্প পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ২২ মিলিয়ন ডলার হাতে নিয়ে তিনি এখনো দলের সবচেয়ে সফল তহবিল সংগ্রহকারী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেলিভিশন এনবিসি এক জরিপ চালিয়েছে। সেই জরিপে ৫৬ শতাংশ রিপাবলিকান দলের চেয়ে ট্রাম্পকে বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে ক্যাপিটল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা করে দেবেন। গত শনিবার টেক্সাসে এক র্যালিতে অংশ নিয়ে তিনি এমন বক্তব্য দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প অভিযোগ করে বলেছেন, ‘ক্যাপিটল হিলে যারা আক্রমণ করেছিল তাদের’ অভ্যন্তরীণ সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছিল এফবিআই। ভীষণ অন্যায্য আচরণ করা হয়েছে তাদের সঙ্গে। তারা যদি ক্ষমার যোগ্য হয়, আমরা ক্ষমতায় গেলে তাদের অবশ্যই ক্ষমা করব।’
৭৫ বছর বয়সী এই মার্কিন ধনকুবের গত মার্কিন নির্বাচনের ফল ঘোষণার সময় থেকেই তাঁর সমর্থকদের প্রতি প্রতিবাদ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রসিকিউটররা যদি ভুল বা বেআইনি কিছু করেন, তবে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে।’
ট্রাম্প বলেন, তাঁর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে বাইডেনের বিজয় উল্টে দিতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি সেই ক্ষমতা ব্যবহার করেননি। ট্রাম্প এটাও দাবি করেন, ২০২০ সালের নির্বাচনে তিনিই ছিলেন আইনসংগত বিজয়ী।
ট্রাম্প হয়তো হোয়াইট হাউসের ক্ষমতা হারিয়েছেন। হারিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা। কিন্তু মার্কিন রাজনীতিতে এখনো আধিপত্য বিস্তারের ক্ষমতা তিনি রাখেন।
এত বিতর্ক সত্ত্বেও ২০২৪ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন ট্রাম্প পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ২২ মিলিয়ন ডলার হাতে নিয়ে তিনি এখনো দলের সবচেয়ে সফল তহবিল সংগ্রহকারী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেলিভিশন এনবিসি এক জরিপ চালিয়েছে। সেই জরিপে ৫৬ শতাংশ রিপাবলিকান দলের চেয়ে ট্রাম্পকে বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে