
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন সম্প্রতি ট্রাম্পের সমর্থকদের ‘গার্বেজ’ বা আবর্জনা বলে আখ্যা দেন। তারই প্রতিক্রিয়ায় নির্বাচনী প্রচারণা অভিযান মোটর শোভাযাত্রার সময় ময়লার ট্রাকে সওয়ার হন ট্রাম্প।
ট্রাকের আরোহীর সিটে বসে সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা আমার ময়লার ট্রাকটিকে কতটা পছন্দ করেন? এই ট্রাক কমলা (হ্যারিস) ও জো বাইডেনের জন্য সম্মানের।’ এ সময় ট্রাকটিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্টিকার ও পতাকা দিয়ে সাজানো হয়েছিল।
ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের কর্মীরা তাঁর ট্রাকে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করছেন। যেখানে ট্রাম্পকে নিরাপত্তাসংক্রান্ত পোশাক পরে ট্রাকের যাত্রীর সিটে বসে থাকতে দেখা যায়। ট্রাম্পশিবির বাইডেনের মন্তব্য থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। তবে এ বিষয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কোনো মন্তব্য করেননি।
গতকাল কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘প্রথমত, তিনি (বাইডেন) তাঁর মন্তব্য স্পষ্ট করেছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণকে ভোট দেওয়ার ভিত্তিতে বিভক্ত করে—আমি এমন সমালোচনার বিরোধিতা করি দৃঢ়ভাবে।’
গত মঙ্গলবার রাতে বাইডেন ‘বর্ণবাদ’–সংক্রান্ত একটি রসিকতার প্রসঙ্গে ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনার’ সঙ্গে তুলনা করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন বাইডেন। তবে কিছুদিন আগে ট্রাম্পের এক সমাবেশে এক কৌতুক অভিনেতা পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার দ্বীপ’ বলে তুলনা করেন।
এদিকে, বাইডেনের আবর্জনা–সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি ট্রাম্পের ম্যাডিসন স্কয়ার গার্ডেন সমাবেশে দেওয়া বক্তব্যকে ‘আবর্জনা’ বলেছেন, ট্রাম্পের সমর্থকদের নয়।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি ময়লার ট্রাক চালিয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নির্বাচনী মোটর শোভাযাত্রায় ময়লার ট্রাকে আরোহী হন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন সম্প্রতি ট্রাম্পের সমর্থকদের ‘গার্বেজ’ বা আবর্জনা বলে আখ্যা দেন। তারই প্রতিক্রিয়ায় নির্বাচনী প্রচারণা অভিযান মোটর শোভাযাত্রার সময় ময়লার ট্রাকে সওয়ার হন ট্রাম্প।
ট্রাকের আরোহীর সিটে বসে সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা আমার ময়লার ট্রাকটিকে কতটা পছন্দ করেন? এই ট্রাক কমলা (হ্যারিস) ও জো বাইডেনের জন্য সম্মানের।’ এ সময় ট্রাকটিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের স্টিকার ও পতাকা দিয়ে সাজানো হয়েছিল।
ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের কর্মীরা তাঁর ট্রাকে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করছেন। যেখানে ট্রাম্পকে নিরাপত্তাসংক্রান্ত পোশাক পরে ট্রাকের যাত্রীর সিটে বসে থাকতে দেখা যায়। ট্রাম্পশিবির বাইডেনের মন্তব্য থেকে ফায়দা তোলার চেষ্টা করছে। তবে এ বিষয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কোনো মন্তব্য করেননি।
গতকাল কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘প্রথমত, তিনি (বাইডেন) তাঁর মন্তব্য স্পষ্ট করেছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণকে ভোট দেওয়ার ভিত্তিতে বিভক্ত করে—আমি এমন সমালোচনার বিরোধিতা করি দৃঢ়ভাবে।’
গত মঙ্গলবার রাতে বাইডেন ‘বর্ণবাদ’–সংক্রান্ত একটি রসিকতার প্রসঙ্গে ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনার’ সঙ্গে তুলনা করেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন বাইডেন। তবে কিছুদিন আগে ট্রাম্পের এক সমাবেশে এক কৌতুক অভিনেতা পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার দ্বীপ’ বলে তুলনা করেন।
এদিকে, বাইডেনের আবর্জনা–সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি ট্রাম্পের ম্যাডিসন স্কয়ার গার্ডেন সমাবেশে দেওয়া বক্তব্যকে ‘আবর্জনা’ বলেছেন, ট্রাম্পের সমর্থকদের নয়।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
৩৭ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে