
পারমাণবিক হামলার বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর পারমাণবিক হামলা করে, সেটা হবে অগ্রহণযোগ্য। হামলার পরিণতি হিসেবে কিম জং-উনের শাসনামল শেষ হয়ে যাবে।
নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক হামলা করে, তাহলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে জবাব দেওয়া হবে।
দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে; সম্প্রতি এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করেছে পিংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা কিম তায়-হাইও বলেছেন, উত্তর কোরিয়া এই মাসে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারে, যা পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া জয়ী হয়, তাহলে ন্যাটোর ওপরও হামলা করতে পারে। তবে বাইডেনের এই মন্তব্যকে প্রলাপ বলে উড়িয়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর থেকে বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। এর আগে বাইডেন সতর্ক করে জানিয়েছিলেন, ন্যাটোর ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
তবে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ন্যাটো ইস্যুতে বাইডেন যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ প্রলাপ। বাইডেন রাশিয়া নিয়ে ভুল নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।

পারমাণবিক হামলার বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র ও মিত্রদের ওপর পারমাণবিক হামলা করে, সেটা হবে অগ্রহণযোগ্য। হামলার পরিণতি হিসেবে কিম জং-উনের শাসনামল শেষ হয়ে যাবে।
নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক হামলা করে, তাহলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে জবাব দেওয়া হবে।
দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে; সম্প্রতি এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করেছে পিংইয়ং।
দক্ষিণ কোরিয়ার জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা কিম তায়-হাইও বলেছেন, উত্তর কোরিয়া এই মাসে একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করতে পারে, যা পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া জয়ী হয়, তাহলে ন্যাটোর ওপরও হামলা করতে পারে। তবে বাইডেনের এই মন্তব্যকে প্রলাপ বলে উড়িয়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো ও পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর থেকে বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। এর আগে বাইডেন সতর্ক করে জানিয়েছিলেন, ন্যাটোর ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
তবে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ন্যাটো ইস্যুতে বাইডেন যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ প্রলাপ। বাইডেন রাশিয়া নিয়ে ভুল নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
২ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
৩ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে