
যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন গড়িয়েছে চতুর্থ দিনে। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।
আজ শুক্রবার স্পিকার নির্বাচনে আবার ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির দরকার ২১৮ ভোট। কিন্তু নিজ দল থেকেই কয়েকজনের ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারছেন না। রিপাবলিকানদের মধ্যে কট্টর ডানপন্থী দল ম্যাকার্থির বিপরীতে অবস্থান নিয়েছে। মূলত এ কারণেই প্রতিনিধি পরিষদে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও স্পিকার নির্বাচিত হতে পারছেন না রিপাবলিকানদের প্রথম সারির এ নেতা।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচনে এ পর্যন্ত ১১ দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিবারই হেরেছেন ম্যাকার্থি। বৃহস্পতিবার সবশেষ ১১ দফার ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। প্রতিনিধি পরিষদের ১১ জন রিপাবলিকান সদস্য বায়রন ডোনাল্ডসকে ও সাতজন কেভিন হার্নকে ভোট দিয়েছেন। এ ছাড়া অপর একজন ‘প্রোটেস্ট ব্যালট’ দিয়েছেন।
এর আগে স্পিকার নির্বাচনে ১৮৬০ সালে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল।
স্পিকার নির্বাচনে অচলাবস্থার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। কেননা স্পিকার ছাড়া সদস্যদের শপথ গ্রহণ, কমিটি গঠন, বিল পাস করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন গড়িয়েছে চতুর্থ দিনে। যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এ ধরনের ঘটনার নজির নেই।
আজ শুক্রবার স্পিকার নির্বাচনে আবার ভোট হবে। স্পিকার নির্বাচিত হতে ম্যাকার্থির দরকার ২১৮ ভোট। কিন্তু নিজ দল থেকেই কয়েকজনের ভোট না পাওয়ায় তিনি নির্বাচিত হতে পারছেন না। রিপাবলিকানদের মধ্যে কট্টর ডানপন্থী দল ম্যাকার্থির বিপরীতে অবস্থান নিয়েছে। মূলত এ কারণেই প্রতিনিধি পরিষদে নিজ দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরেও স্পিকার নির্বাচিত হতে পারছেন না রিপাবলিকানদের প্রথম সারির এ নেতা।
আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্পিকার নির্বাচনে এ পর্যন্ত ১১ দফায় ভোট গ্রহণ হয়েছে। প্রতিবারই হেরেছেন ম্যাকার্থি। বৃহস্পতিবার সবশেষ ১১ দফার ভোটে ম্যাকার্থি পেয়েছেন ২০০ ভোট। প্রতিনিধি পরিষদের ১১ জন রিপাবলিকান সদস্য বায়রন ডোনাল্ডসকে ও সাতজন কেভিন হার্নকে ভোট দিয়েছেন। এ ছাড়া অপর একজন ‘প্রোটেস্ট ব্যালট’ দিয়েছেন।
এর আগে স্পিকার নির্বাচনে ১৮৬০ সালে এমন জটিলতার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র। সেবার স্পিকার নির্বাচনে ৪৪ বার ভোট করতে হয়েছিল।
স্পিকার নির্বাচনে অচলাবস্থার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। কেননা স্পিকার ছাড়া সদস্যদের শপথ গ্রহণ, কমিটি গঠন, বিল পাস করাসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায় না।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৬ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৮ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৮ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৯ ঘণ্টা আগে