
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহের ওপর জোর দিচ্ছে বড় দুই দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি। এ লক্ষ্যে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন দল দুটির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এরই মধ্যে দলের সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (পিএসি) থেকেই অন্তত ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে সমর্থ হয়েছেন তাঁরা।
মোটা অঙ্কের তহবিল আসছে বহু ধনাঢ্য ব্যক্তির কাছ থেকেও। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ৮১ বছরের বিলিয়নিয়ার টিমোথি মেলন। পরিবারের ব্যাংকিং ব্যবসার সুবাদে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া এই ব্যবসায়ী ট্রাম্পের জন্য ১২৫ মিলিয়ন ডলারের বেশি তহবিলের জোগান দিয়েছেন।
অন্যদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সের স্বত্বাধিকারী এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য ১৮০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রধান তহবিলদাতাদের মধ্যে রয়েছেন সিলিকন ভ্যালির বেশ কয়েকজন শক্তিশালী ব্যক্তি। তাঁদের মধ্যে লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং বিলিয়নিয়ার বিনিয়োগকারী ও জনহিতৈষী জর্জ সোরোসের নাম উল্লেখযোগ্য।
সিলিকন ভ্যালি এবং ওয়াল স্ট্রিটের কিছু দাতারও সমর্থন পাচ্ছেন কমলা হ্যারিস। তাঁদের অনুদানের পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে রিড হফম্যান সম্পর্কে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শীর্ষস্থানীয় একজন তহবিলদাতা হওয়ার পাশাপাশি সিলিকন ভ্যালির অন্য ধনী ডেমোক্র্যাটদের কাছ থেকে অনুদান সংগ্রহেও তাঁর জুড়ি নেই।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহের ওপর জোর দিচ্ছে বড় দুই দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি। এ লক্ষ্যে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছেন দল দুটির প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এরই মধ্যে দলের সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি (পিএসি) থেকেই অন্তত ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে সমর্থ হয়েছেন তাঁরা।
মোটা অঙ্কের তহবিল আসছে বহু ধনাঢ্য ব্যক্তির কাছ থেকেও। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ৮১ বছরের বিলিয়নিয়ার টিমোথি মেলন। পরিবারের ব্যাংকিং ব্যবসার সুবাদে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া এই ব্যবসায়ী ট্রাম্পের জন্য ১২৫ মিলিয়ন ডলারের বেশি তহবিলের জোগান দিয়েছেন।
অন্যদিকে সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সের স্বত্বাধিকারী এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য ১৮০ মিলিয়ন ডলারের তহবিল দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রধান তহবিলদাতাদের মধ্যে রয়েছেন সিলিকন ভ্যালির বেশ কয়েকজন শক্তিশালী ব্যক্তি। তাঁদের মধ্যে লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং বিলিয়নিয়ার বিনিয়োগকারী ও জনহিতৈষী জর্জ সোরোসের নাম উল্লেখযোগ্য।
সিলিকন ভ্যালি এবং ওয়াল স্ট্রিটের কিছু দাতারও সমর্থন পাচ্ছেন কমলা হ্যারিস। তাঁদের অনুদানের পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে রিড হফম্যান সম্পর্কে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শীর্ষস্থানীয় একজন তহবিলদাতা হওয়ার পাশাপাশি সিলিকন ভ্যালির অন্য ধনী ডেমোক্র্যাটদের কাছ থেকে অনুদান সংগ্রহেও তাঁর জুড়ি নেই।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তার মতে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমিয়ে আনার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নিয়েছে, এটি তারই সর্বশেষ ইঙ্গিত।
১ ঘণ্টা আগে
এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নির্বাচন কমিশন আগামী ৫ মার্চের নির্বাচনের জন্য ২০ জানুয়ারিকে প্রার্থী নিবন্ধনের শেষ সময়সীমা নির্ধারণ করেছে। প্রচলিত আইন অনুযায়ী, কোনো নির্বাচিত প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাঁকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
২ ঘণ্টা আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে