
প্রায় ১২ বছর নিখোঁজ থাকার পর মালিকের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে জোয়ি নামের একটি কুকুর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটি ঘটেছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ক্যালিফোর্নিয়ার স্টকটনের কাছে একটি বাড়ির কাছে এক গাড়ি থেকে জোয়িকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় এক ব্যক্তি কুকুরটিকে তুলে নিয়ে পুলিশে ফোন দেন। ফোনে ওই ব্যক্তি পুলিশকে জানান, কুকুরটিকে বেশ বয়স্ক ও অসুস্থ বলে মনে হচ্ছে। পুলিশের কাছে নিয়ে যাওয়ার পর এক পশুসেবা কর্মকর্তা কুকুরটির মাইক্রো চিপ স্ক্যান করে আবিষ্কার করেন যে কুকুরটি ২০১০ সাল থেকে নিখোঁজ ছিল।
জোয়ির মালিক মিশেল বলেন, ‘আমি কখনোই আশা করিনি এমনটা ঘটবে। আমি সত্যিই উত্তেজিত।’
ক্যালিফোর্নিয়ার সান জোয়াকিন কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, জোয়ি এত দিন ধরে নিখোঁজ থাকায়, মাইক্রো চিপ কোম্পানি তাকে ২০১৫ সালে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।
জোয়ির মাইক্রো চিপ স্ক্যানকারী কর্মকর্তা ব্র্যান্ডন লেভিন চিপ থেকে পাওয়া তথ্য অনুসরণ করে জোয়ির মালিক মিশেলের নম্বর পান। মিশেলকে কল দিয়ে তাঁর সাড়া পেয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েন লেভিন। তিনি জানান, তিনি সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন।
২০১০ সালে জোয়ি যেখান থেকে নিখোঁজ হয়েছিল তার প্রায় ৬০ মাইল দূরে লাফায়েতে কুকুরটিকে পাওয়া গেছে বলে জানিয়ে মিশেল বলেন, ‘আমরা জোয়ি ও তার যমজ বোন পাউন্ডকে তাদের ছয় মাস বয়স থেকে লালনপালন করেছি। এর মাত্র ছয় মাস পর সে হারিয়ে যায়।’
কীভাবে জোয়ি হারিয়ে গিয়েছিল সে প্রসঙ্গে বলতে গিয়ে মিশেল বলেন, ‘আমরা ২০ মিনিটের জন্য একটি দোকানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সে নিখোঁজ। তবে আমি আশা করি, তাকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারব এবং তাকে বাকি জীবন ভালোভাবে বাঁচতে দিতে আমি দারুণভাবে আগ্রহী।’

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবারই (২২ জানুয়ারি) সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার কার্যকর হওয়ার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগে
রাশিয়া থেকে যাত্রা করা একটি তেলবাহী জাহাজকে ভূমধ্যসাগরে আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। যুক্তরাজ্যের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার এই অভিযান চালানো হয়। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পের একটি ফেসটাইম কল লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের আদালতে দেওয়া এক সাক্ষ্যে। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর বরাতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান হওয়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর মূল বার্তা। সুইজারল্যান্ডের দাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। তিনি জানান, জেলেনস্কির...
৮ ঘণ্টা আগে