অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত এত ‘বিশাল পরিমাণ শুল্ক’ আরোপ করে যে, দেশটিতে কিছু বিক্রি তথা রপ্তানি করা কার্যত অসম্ভব। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট স্থানীয় সময় গতকাল শুক্রবার আরও বলেছেন, ভারত শুল্ক হার কমাতে রাজি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত তোড়জোড়ের কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। ভারতেও এই প্রভাব পড়েছে। ভারতীয় শেয়ারবাজারের বিভিন্ন সূচক তাঁর শুল্ক আরোপ বাণিজ্য সংক্রান্ত অন্যান্য ঘোষণার পর অনেকটাই নেমে গেছে। বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় শেয়ারবাজার থেকে পুঁজি তুলে নিচ্ছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ওপর বিশাল শুল্ক আরোপ করে। বিশাল। ভারতে কিছুই বিক্রি করা যায় না...তবে তারা এখন শুল্ক কমাতে চায়। কারণ, অবশেষে কেউ তাদের কার্যক্রম প্রকাশ করে দিয়েছে।’ ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প ধারাবাহিকভাবে ভারতসহ অন্যান্য দেশের উচ্চ শুল্ক আরোপের সমালোচনা করে আসছেন।
এর আগে, গত মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এসব শুল্ককে ‘খুবই অন্যায্য’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, এখন আমাদের পালা এটি ব্যবহার করার।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা—এগুলোর নাম শুনেছেন? গড় হিসেবে এগুলো এবং আরও অনেক দেশ আমাদের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করে। এটি খুবই অন্যায্য। ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।’
ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের বিরুদ্ধে একের পর এক শুল্ক আরোপ করছেন এবং আরোপের হুমকি দিয়ে আসছেন। তিনি আগামী ২ এপ্রিল থেকে ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা ‘পারস্পরিক শুল্ক’ আরোপেরও প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ, অন্য একটি দেশ মার্কিন পণ্যের ওপর যে পরিমাণে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্রও ঠিক একই পরিমাণ শুল্ক আরোপ করবে।
রিসিপ্রোক্যাল ট্যারিফ আরোপের প্রসঙ্গে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, ‘চোখের বদলে চোখ, শুল্কের বদলে শুল্ক, একদম সমান পরিমাণ।’ পরে গত মাসে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভারত শুল্কের বিষয়ে খুব কঠোর অবস্থানে রয়েছে।’
ট্রাম্প বলেন, ‘আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু এটি ব্যবসার একটি ভিন্ন ধরন। ভারতে কিছু বিক্রি করা খুবই কঠিন কারণ তাদের বাণিজ্যিক বাধা ও কঠোর শুল্ক রয়েছে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক ১২৯ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ভারতমুখী পণ্য রপ্তানি ছিল ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলার। একই বছরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ (২ দশমিক ৪ বিলিয়ন ডলার) বেশি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত এত ‘বিশাল পরিমাণ শুল্ক’ আরোপ করে যে, দেশটিতে কিছু বিক্রি তথা রপ্তানি করা কার্যত অসম্ভব। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট স্থানীয় সময় গতকাল শুক্রবার আরও বলেছেন, ভারত শুল্ক হার কমাতে রাজি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত তোড়জোড়ের কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। ভারতেও এই প্রভাব পড়েছে। ভারতীয় শেয়ারবাজারের বিভিন্ন সূচক তাঁর শুল্ক আরোপ বাণিজ্য সংক্রান্ত অন্যান্য ঘোষণার পর অনেকটাই নেমে গেছে। বিদেশি বিনিয়োগকারীরাও ভারতীয় শেয়ারবাজার থেকে পুঁজি তুলে নিচ্ছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ওপর বিশাল শুল্ক আরোপ করে। বিশাল। ভারতে কিছুই বিক্রি করা যায় না...তবে তারা এখন শুল্ক কমাতে চায়। কারণ, অবশেষে কেউ তাদের কার্যক্রম প্রকাশ করে দিয়েছে।’ ২০২৫ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প ধারাবাহিকভাবে ভারতসহ অন্যান্য দেশের উচ্চ শুল্ক আরোপের সমালোচনা করে আসছেন।
এর আগে, গত মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এসব শুল্ককে ‘খুবই অন্যায্য’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বহু দশক ধরে অন্যান্য দেশ আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, এখন আমাদের পালা এটি ব্যবহার করার।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা—এগুলোর নাম শুনেছেন? গড় হিসেবে এগুলো এবং আরও অনেক দেশ আমাদের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করে। এটি খুবই অন্যায্য। ভারত আমাদের গাড়ির ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।’
ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের বিরুদ্ধে একের পর এক শুল্ক আরোপ করছেন এবং আরোপের হুমকি দিয়ে আসছেন। তিনি আগামী ২ এপ্রিল থেকে ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা ‘পারস্পরিক শুল্ক’ আরোপেরও প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ, অন্য একটি দেশ মার্কিন পণ্যের ওপর যে পরিমাণে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্রও ঠিক একই পরিমাণ শুল্ক আরোপ করবে।
রিসিপ্রোক্যাল ট্যারিফ আরোপের প্রসঙ্গে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, ‘চোখের বদলে চোখ, শুল্কের বদলে শুল্ক, একদম সমান পরিমাণ।’ পরে গত মাসে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ভারত শুল্কের বিষয়ে খুব কঠোর অবস্থানে রয়েছে।’
ট্রাম্প বলেন, ‘আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু এটি ব্যবসার একটি ভিন্ন ধরন। ভারতে কিছু বিক্রি করা খুবই কঠিন কারণ তাদের বাণিজ্যিক বাধা ও কঠোর শুল্ক রয়েছে।’
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক ১২৯ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ভারতমুখী পণ্য রপ্তানি ছিল ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলার। একই বছরে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্য ঘাটতি ছিল ৪৫ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ (২ দশমিক ৪ বিলিয়ন ডলার) বেশি।
মহারাষ্ট্রের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেব সমাধি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ করেছে বজরং দল। পরবর্তীতে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ধর্মগ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে
৬ ঘণ্টা আগেইতালিতে মাত্র এক ইউরো দিয়ে বাড়ি কেনার সুযোগ এখনো শেষ হয়নি! এবার এক ইউরোতে বাড়ি বিক্রির ঘোষণা দিয়েছে দেশটির পেন্নে নামে আরও একটি শহর। এবারের বিশেষ আকর্ষণ হলো—সেখানে বাড়ি কিনতে চাইলে কোনো জামানত দিতে হবে না, শুধু সংস্কারের প্রতিশ্রুতি দিলেই হবে।
৭ ঘণ্টা আগেবৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভারতের রাজধানী নয়াদিল্লিতে একত্র হয়েছেন। এতে ফাইভ আইস জোটের তিন সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের গোয়েন্দাপ্রধানেরাও উপস্থিত রয়েছেন।
৮ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই...
৮ ঘণ্টা আগে