অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন শিশু। এ ছাড়া একটি ক্যাম্পের ২৭ শিশু এখনো নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যায়, আমাদের কাজ চলবেই।’
এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে গুয়াদালুপে নদীর তীরে ক্যাম্প মিস্টিক নামে সামার ক্যাম্পে গত ৪ জুলাই অনেকে ছুটি কাটাতে এসেছিলেন। তাঁদের অবস্থাও এখনো অনিশ্চিত।
ক্যাম্প থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, শুক্রবার ভোররাতে নদীর পানি মাত্র এক ঘণ্টারও কম সময়ে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। এ সময় ক্যাম্পের প্রায় সবাই ঘুমিয়ে ছিল। এই আকস্মিক বন্যায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাদামাখা কম্বল, ম্যাট্রেস, খেলনা ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বিবিসি রেডিও ৪-কে জানান, ২৭ নিখোঁজ শিশুর অনেকের বয়সই ১২ বছরের নিচে।
ক্যাম্পে প্রায় ৭৫০ জনেরও বেশি অংশ নিয়েছিলেন। অভিভাবকদের কাছে পাঠানো এক ইমেইলে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানায়, যাঁদের সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করা হয়নি, তাঁদের সন্তানকে নিখোঁজ বলে বিবেচনা করা হচ্ছে।
কিছু বাবা-মা সামাজিক মাধ্যমে সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে অনেকে ভেসে যেতে পারে আশঙ্কায় গুয়াদালুপে নদীর দুই তীরজুড়ে তল্লাশি চলছে। তারা এখনো ‘সন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে, ‘মরদেহ উদ্ধারের অভিযান’ নয়।
গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্যোগ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
অ্যাবট বলেন, ‘এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেককেই খুঁজে বের করতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাব। আমাদের কাজ শেষ হলে তবেই থামব।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁর প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।
এদিকে বন্যাকবলিত এলাকায় অনেকেই ফিরে আসতে শুরু করেছেন। টেক্সাসের বাসিন্দা জোনাথন ও ব্রিটনি রোহাস তাঁদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে দেখেন তাদের বাড়ির ভিটে অবশিষ্ট রয়েছে। আর সব ভেসে গেছে।
অন্য এক বাসিন্দা অ্যান্থনি জানান, তাঁর অ্যাপার্টমেন্ট এখন কাদা ও ধ্বংসাবশেষে ভরা। সবকিছু নষ্ট হয়ে গেছে। শুধু একটি বাক্সে থাকা তাঁর শৈশবের কিছু ছবি আর শিশু বয়সের কম্বল রয়েছে। তিনি বলেন, ‘সবকিছু হারিয়েছি। বুঝে উঠতে পারছি না কীভাবে নতুন করে শুরু করব।’
তবে টেক্সাসে আবারও ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহের শেষে টেক্সাসের মধ্যাঞ্চলে আরও বন্যা দেখা দিতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস জানিয়েছে, গতকাল শনিবার ওই এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি (প্রায় ৫ থেকে ১২ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবারের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন শিশু। এ ছাড়া একটি ক্যাম্পের ২৭ শিশু এখনো নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যায়, আমাদের কাজ চলবেই।’
এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে গুয়াদালুপে নদীর তীরে ক্যাম্প মিস্টিক নামে সামার ক্যাম্পে গত ৪ জুলাই অনেকে ছুটি কাটাতে এসেছিলেন। তাঁদের অবস্থাও এখনো অনিশ্চিত।
ক্যাম্প থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, শুক্রবার ভোররাতে নদীর পানি মাত্র এক ঘণ্টারও কম সময়ে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। এ সময় ক্যাম্পের প্রায় সবাই ঘুমিয়ে ছিল। এই আকস্মিক বন্যায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাদামাখা কম্বল, ম্যাট্রেস, খেলনা ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বিবিসি রেডিও ৪-কে জানান, ২৭ নিখোঁজ শিশুর অনেকের বয়সই ১২ বছরের নিচে।
ক্যাম্পে প্রায় ৭৫০ জনেরও বেশি অংশ নিয়েছিলেন। অভিভাবকদের কাছে পাঠানো এক ইমেইলে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানায়, যাঁদের সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করা হয়নি, তাঁদের সন্তানকে নিখোঁজ বলে বিবেচনা করা হচ্ছে।
কিছু বাবা-মা সামাজিক মাধ্যমে সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে অনেকে ভেসে যেতে পারে আশঙ্কায় গুয়াদালুপে নদীর দুই তীরজুড়ে তল্লাশি চলছে। তারা এখনো ‘সন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে, ‘মরদেহ উদ্ধারের অভিযান’ নয়।
গতকাল শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্যোগ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
অ্যাবট বলেন, ‘এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেককেই খুঁজে বের করতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাব। আমাদের কাজ শেষ হলে তবেই থামব।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁর প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।
এদিকে বন্যাকবলিত এলাকায় অনেকেই ফিরে আসতে শুরু করেছেন। টেক্সাসের বাসিন্দা জোনাথন ও ব্রিটনি রোহাস তাঁদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে দেখেন তাদের বাড়ির ভিটে অবশিষ্ট রয়েছে। আর সব ভেসে গেছে।
অন্য এক বাসিন্দা অ্যান্থনি জানান, তাঁর অ্যাপার্টমেন্ট এখন কাদা ও ধ্বংসাবশেষে ভরা। সবকিছু নষ্ট হয়ে গেছে। শুধু একটি বাক্সে থাকা তাঁর শৈশবের কিছু ছবি আর শিশু বয়সের কম্বল রয়েছে। তিনি বলেন, ‘সবকিছু হারিয়েছি। বুঝে উঠতে পারছি না কীভাবে নতুন করে শুরু করব।’
তবে টেক্সাসে আবারও ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহের শেষে টেক্সাসের মধ্যাঞ্চলে আরও বন্যা দেখা দিতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস জানিয়েছে, গতকাল শনিবার ওই এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি (প্রায় ৫ থেকে ১২ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবারের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
অন্তত ৯ জন বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তাঁদের ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থাই পুলিশের তথ্য অনুযায়ী, ‘মিস গলফ’ নামে পরিচিত ওই নারী গত তিন বছরে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ বাত (১৪৩ কোটি টাকার বেশি) হাতিয়ে নিয়েছেন।
৩২ মিনিট আগেসিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ সম্প্রদায়ের ঘাঁটি হিসেবে পরিচিত সুয়েইদা প্রদেশে গতকাল মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী প্রবেশ করে। সরকারি এই হস্তক্ষেপ সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সিরিয়ার সরকারবিরোধী ও সম্প্রদায়গত সংঘাতের মধ্যে এই পদক্ষেপে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।
১ ঘণ্টা আগেভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে