
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। ক্যালিফোর্নিয়ার দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাঁরা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন–সিডিসি জানিয়েছে, ওই দুই শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই পরস্পর সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, ওই দুজন তাঁদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই সংক্রমিত হয়েছেন। সিডিসি আরও জানিয়েছে, শিশু দুটি সুস্থ আছে এবং তাদের চিকিৎসা দেওয়া হবে।
ভাইরাসবাহিত মাঙ্কিপক্স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত মানুষের ঘনিষ্ঠ স্পর্শে ছড়ায়। সাম্প্রতিক সময়ে এই রোগ পুরুষদের মধ্যেই বেশি ছড়িয়েছে। বিশেষ করে যেসব পুরুষ সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। পশ্চিমা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ার আগে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকায় এটি আঞ্চলিক মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
বিশ্বের ৬০টি দেশে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আফ্রিকার দেশগুলোতে এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।
সিডিসির উপপরিচালক জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, ‘শিশুদের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় আমরা খুব বেশি অবাক হইনি। তবে, আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে, সমলিঙ্গের যৌন সম্পর্ক স্থাপনকারীদের বাইরে কারও মধ্যে এই রোগ ছড়িয়েছে কিনা।’
জেনিফার ম্যাককুইস্টন আরও বলেছেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ২ হাজার ৮৯১ জনের মধ্যে শতকরা ৯৯ জনই সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী। তবে এর বাইরেও বেশ কিছু সংখ্যক নারী, ট্রান্সজেন্ডার এবং শিশুও রয়েছে।’

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। ক্যালিফোর্নিয়ার দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাঁরা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন–সিডিসি জানিয়েছে, ওই দুই শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই পরস্পর সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, ওই দুজন তাঁদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই সংক্রমিত হয়েছেন। সিডিসি আরও জানিয়েছে, শিশু দুটি সুস্থ আছে এবং তাদের চিকিৎসা দেওয়া হবে।
ভাইরাসবাহিত মাঙ্কিপক্স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত মানুষের ঘনিষ্ঠ স্পর্শে ছড়ায়। সাম্প্রতিক সময়ে এই রোগ পুরুষদের মধ্যেই বেশি ছড়িয়েছে। বিশেষ করে যেসব পুরুষ সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। পশ্চিমা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ার আগে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকায় এটি আঞ্চলিক মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
বিশ্বের ৬০টি দেশে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আফ্রিকার দেশগুলোতে এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।
সিডিসির উপপরিচালক জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, ‘শিশুদের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় আমরা খুব বেশি অবাক হইনি। তবে, আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে, সমলিঙ্গের যৌন সম্পর্ক স্থাপনকারীদের বাইরে কারও মধ্যে এই রোগ ছড়িয়েছে কিনা।’
জেনিফার ম্যাককুইস্টন আরও বলেছেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ২ হাজার ৮৯১ জনের মধ্যে শতকরা ৯৯ জনই সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী। তবে এর বাইরেও বেশ কিছু সংখ্যক নারী, ট্রান্সজেন্ডার এবং শিশুও রয়েছে।’

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে