
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। ক্যালিফোর্নিয়ার দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাঁরা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন–সিডিসি জানিয়েছে, ওই দুই শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই পরস্পর সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, ওই দুজন তাঁদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই সংক্রমিত হয়েছেন। সিডিসি আরও জানিয়েছে, শিশু দুটি সুস্থ আছে এবং তাদের চিকিৎসা দেওয়া হবে।
ভাইরাসবাহিত মাঙ্কিপক্স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত মানুষের ঘনিষ্ঠ স্পর্শে ছড়ায়। সাম্প্রতিক সময়ে এই রোগ পুরুষদের মধ্যেই বেশি ছড়িয়েছে। বিশেষ করে যেসব পুরুষ সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। পশ্চিমা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ার আগে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকায় এটি আঞ্চলিক মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
বিশ্বের ৬০টি দেশে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আফ্রিকার দেশগুলোতে এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।
সিডিসির উপপরিচালক জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, ‘শিশুদের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় আমরা খুব বেশি অবাক হইনি। তবে, আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে, সমলিঙ্গের যৌন সম্পর্ক স্থাপনকারীদের বাইরে কারও মধ্যে এই রোগ ছড়িয়েছে কিনা।’
জেনিফার ম্যাককুইস্টন আরও বলেছেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ২ হাজার ৮৯১ জনের মধ্যে শতকরা ৯৯ জনই সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী। তবে এর বাইরেও বেশ কিছু সংখ্যক নারী, ট্রান্সজেন্ডার এবং শিশুও রয়েছে।’

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসবাহিত রোগ মাঙ্কিপক্স। ক্যালিফোর্নিয়ার দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে গত শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। তাঁরা যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন–সিডিসি জানিয়েছে, ওই দুই শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই পরস্পর সম্পর্কিত নয়। ধারণা করা হচ্ছে, ওই দুজন তাঁদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমেই সংক্রমিত হয়েছেন। সিডিসি আরও জানিয়েছে, শিশু দুটি সুস্থ আছে এবং তাদের চিকিৎসা দেওয়া হবে।
ভাইরাসবাহিত মাঙ্কিপক্স একটি ছোঁয়াচে রোগ, যা সাধারণত মানুষের ঘনিষ্ঠ স্পর্শে ছড়ায়। সাম্প্রতিক সময়ে এই রোগ পুরুষদের মধ্যেই বেশি ছড়িয়েছে। বিশেষ করে যেসব পুরুষ সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। পশ্চিমা বিশ্বে এই রোগ ছড়িয়ে পড়ার আগে আফ্রিকার দেশ মধ্য আফ্রিকায় এটি আঞ্চলিক মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
বিশ্বের ৬০টি দেশে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। আফ্রিকার দেশগুলোতে এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের।
সিডিসির উপপরিচালক জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, ‘শিশুদের মধ্যে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় আমরা খুব বেশি অবাক হইনি। তবে, আমরা এখনো বিষয়টি নিশ্চিত হতে পারিনি যে, সমলিঙ্গের যৌন সম্পর্ক স্থাপনকারীদের বাইরে কারও মধ্যে এই রোগ ছড়িয়েছে কিনা।’
জেনিফার ম্যাককুইস্টন আরও বলেছেন, ‘এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া ২ হাজার ৮৯১ জনের মধ্যে শতকরা ৯৯ জনই সমলিঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী। তবে এর বাইরেও বেশ কিছু সংখ্যক নারী, ট্রান্সজেন্ডার এবং শিশুও রয়েছে।’

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।
১ ঘণ্টা আগে
এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
২ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
৩ ঘণ্টা আগে