
সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন।
এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প।
তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার।
নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া।
মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন।
মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত তিনটি জিনিস আড়াই লাখ ডলার ভিত্তিমূল্য ধরে নিলামে তোলা হয়েছিল। তবে মাত্র পাঁচজন ক্রেতা আগ্রহ দেখিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই নিলাম শেষ হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলানিয়া ট্রাম্পের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে ছিল একটি হ্যাট, যেটি তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের সময় পরেছিলেন। এর সঙ্গে ছিল মেলানিয়ার ওই হ্যাট পরা একটি চিত্রকর্ম এবং ওই চিত্রকর্মের একটি এনএফটি টোকেন।
এই নিলামে অংশ নেওয়ার জন্য একজন ক্রেতার কাছে কমপক্ষে ১ হাজার ৮০০ সোলানা টোকেন থাকা বাধ্যতামূলক করা হয়। সোলানা টোকেন একটি ক্রিপ্টোকারেন্সি। এর মাধ্যমে পণ্যগুলোর দাম পরিশোধ করতে হবে বলে জানান মেলানিয়া ট্রাম্প।
তবে মেলানিয়া গত মাসে এই নিলামের বিষয়ে ঘোষণা দেওয়ার পরই ক্রিপ্টো বাজারে মন্দা দেখা দেয়। এর ফলে সোলানা টোকেনের দামও কমে যায়। আর এ কারণে কোনো ক্রেতার ডাকই আড়াই লাখ ডলারের ভিত্তিমূল্যে পৌঁছায়নি।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির শুরুতে এক সোলানা ১৭০ ডলারে বিক্রি হতো। তবে গত বুধবার এক সোলানার দাম ছিল ৯৫ ডলার।
নিলামে ওঠা মেলানিয়া ট্রাম্পের হ্যাটটির ডিজাইন করেছিল মার্কিন বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক হার্ভে পিয়ের। বার্তা সংস্থা এএফপি বলছে, ২০১৮ সালে ফ্রান্স সফরের সময় এটি পরেছিলেন মেলানিয়া।
মেলানিয়ার চিত্রকর্মটি এঁকেছিলেন ফরাসি শিল্পী মার্ক-আতোঁইন কুলন।
মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, নিলামের কিছু টাকা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দেবেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে