আজকের পত্রিকা ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’
কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’
কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৪০ মিনিট আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে