অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’
কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল টক শো উপস্থাপক টাকার কার্লসন জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি সাক্ষাৎকার নিয়েছেন, যা আগামী দু-এক দিনের মধ্যে সম্প্রচার করা হবে। শনিবার অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে কার্লসন বলেন, সাক্ষাৎকারটি দূর থেকে অনুবাদকের মাধ্যমে নেওয়া হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কার্লসন বলেন, ‘আমি তাঁকে (প্রেসিডেন্ট পেজেশকিয়ান) কিছু সহজ প্রশ্ন করেছি, যেমন—আপনার লক্ষ্য কী? আপনি কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চান? আপনি কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান? ইত্যাদি।’ তবে কার্লসন জানান, কিছু প্রশ্ন ইচ্ছা করেই তিনি করেননি, যেগুলোর উত্তর ‘সত্য’ হবে বলে তিনি মনে করেন না। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কি আপনাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে?— এমন প্রশ্ন আমি করিনি।’
কার্লসন জানান, এর পাশাপাশি তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছেন—এটি গত কয়েক মাসে তাঁর তৃতীয়বারের মতো অনুরোধ। নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যেখানে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকে ইরান ও গাজা যুদ্ধবিরতি ইস্যু আলোচনার শীর্ষে থাকবে বলে জানা গেছে।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে পিছিয়ে গেছে’—যদিও তিনি স্বীকার করেন, ইরান ভিন্ন জায়গা থেকে তা আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরান এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।
ট্রাম্প বলেন, ‘আমি কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না।’ তবে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা তাঁর সঙ্গে দেখা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে পারমাণবিক শক্তি ও গবেষণার অধিকার তারা ছাড়বে না।
এনএসপি বলছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে বহু প্রতিষ্ঠান তাদের সম্পদ হারিয়েছে, যা মূলত রাষ্ট্রীয় দখলের মাধ্যমে হয়েছে। ইউক্রেন আক্রমণের পর রাশিয়ায় ব্যবসা গুটিয়ে নিয়েছে হাজারের বেশি পশ্চিমা প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, মার্সিডিজ বেঞ্জের মতো
৪ ঘণ্টা আগেশুল্ক এখন ভূরাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে গতকাল বুধবার আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
৪ ঘণ্টা আগেইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে তুরস্ক, জর্ডান ও লেবাননের দমকল বাহিনী। এ ছাড়া সাইপ্রাস থেকেও বিমান পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন সিরিয়ার জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী রায়েদ আল সালেহ।
৫ ঘণ্টা আগেমার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহ স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি হোয়াইট হাউসকে না জানিয়েই নিয়েছেন বলে সিএনএনকে নিশ্চিত করেছে অন্তত পাঁচটি সূত্র। হেগসেথের এই সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগে