Ajker Patrika

আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

পোল্যান্ডের ওয়ারশ’ বিমানবন্দরে উড়োজাহাজে উঠতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, উড়োজাহাজের সিঁড়ির মধ্যেই পড়ে যান তিনি। পরে অবশ্য নিজেকে সামলে নেন। তবে তিনি পড়ে যাওয়ার ফলে আহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইটে সিঁড়ি বেয়ে উঠছেন প্রেসিডেন্ট বাইডেন। মাঝামাঝি ওঠবার পরই হোঁচট খান তিনি। তবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান এবং কয়েক ধাপ সিঁড়ি বেয়ে দরজার কাছে গিয়ে হাত নাড়েন। এর পর উড়োজাহাজের ভেতরে প্রবেশ করেন তিনি। 

উড়োজাহাজে উঠতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।সম্প্রতি পোল্যান্ড হয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে যান মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশের সফর শেষে যখন যুক্তরাষ্ট্র ফিরছিলেন, তখন পোল্যান্ডের ওয়ারশ’ বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

২০২১ সালেও ঠিক একইভাবে পড়ে গিয়েছিলেন বাইডেন। সেই সময় তিনি হোঁচট খেয়ে বেশ কয়েকটি সিঁড়ি থেকে পড়ে যান। এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ আছেন। উঁচুতে ওঠার সময় ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত