
জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান।
হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ও ফার্স্ট লেডি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন।’
তবে, ২০২১ সালের জানুয়ারিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকেননি ট্রাম্প। সে বছরের ৬ জানুয়ারি, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলার কয়েক দিন পরেই বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হয়েছিল।
নির্বাচনে জয়ের পর, বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন–কিন্তু ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি ‘যতটা মসৃণ করা সম্ভব’ তিনি করবেন।
চলতি মাসের শুরুর দিকে বাইডেন বলেন, ‘আমি ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি। আপনার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে যা যা করা সম্ভব, করব। আমি আশা রাখি, সেদিন আমরা কিছু বিষয়ে কথা বলার সুযোগ পাব। আবারও আপনাকে হোয়াইট হাউসে স্বাগতম।’
২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার ব্যাপারটি যদিও নজিরবিহীন নয়। তবে ১৫০ বছরেরও ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হননি।
উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতমধ্যে ১৫ সদস্য নিয়ে মন্ত্রিসভাও জন্য চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা থেকে মস্কোকে দূরে সরিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘এটি মস্কোর বিষয় নয়।’ তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট) মিত্ররা এই বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেবে।
৬ মিনিট আগে
গাজা উপত্যকায় গতকাল বুধবার ভোরের পর থেকে ইসরায়েলি হামলায় দুই শিশু এবং তিন সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
১০ ঘণ্টা আগে