
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে।
আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।
এবারের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলে নতুন এক ইতিহাস গড়বেন। কারণ কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয়-আমেরিকান নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়বেন। বর্তমানে তিনি বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য কমলা আরও একটি রেকর্ড গড়বেন। সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস নিজেও উপস্থিত ছিলেন। তাঁর প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিনিধিরা বেছে নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন।
এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্যাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা গেছে।
আসন্ন নির্বাচনে দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট ডেলিগেটরা (প্রতিনিধি) তাঁদের এই পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই কমলার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই সময়ের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে গেছেন তিনি।
এবারের মার্কিন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হলে নতুন এক ইতিহাস গড়বেন। কারণ কোনো কৃষ্ণাঙ্গ ও এশীয়-আমেরিকান নারী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়বেন। বর্তমানে তিনি বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্য কমলা আরও একটি রেকর্ড গড়বেন। সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ভার্চুয়াল ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস নিজেও উপস্থিত ছিলেন। তাঁর প্রয়োজনীয় ভোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, তাঁকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে প্রতিনিধিরা বেছে নেওয়ায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন।
এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলের সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সেখানে তিনি তাঁর এই ঐতিহাসিক মুহূর্ত সবার সঙ্গে উদ্যাপন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৫ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে