
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা মারা যাচ্ছে এবং বিশ্ববাসী আমেরিকার দিকে তাকিয়ে হাসছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সুপার টুয়েসডেতে প্রায় ১৫টি অঙ্গরাজ্যের সবগুলোতে প্রাইমারি বা ককাসে জয়ের পথে থাকা ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টকে হারানোর প্রতিজ্ঞা করে এই মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ট্রাম্প ‘অভিবাসী অপরাধ’ বন্ধের প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের শহরগুলো দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। আমাদের অঙ্গরাজ্যগুলো মারা যাচ্ছে। আরও সোজা ভাষায় বলতে গেলে, আমাদের দেশ মারা যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘এবং আমরা আমেরিকাকে আরও মহান দেশ—আগের যেকোনো সময়ের চেয়ে মহান—হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসীদের স্রোত ঠেকানোর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রবেশ ঠেকাতে যাচ্ছি। আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেক লোককে—বিশেষ করে অনেক খারাপ লোককে—বের করে দেব। কারণ, আমাদের দেশ এভাবে চলতে পারে না।’
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাইডেনের অভিবাসী অপরাধ’ যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে তামাশার পাত্র হিসেবে উপস্থাপন করেছে। তিনি বলেন, ‘এটি নতুন ধরনের অপরাধ এবং এটি খুবই সহিংস।’ এ সময় তিনি অভিবাসীদের ইঙ্গিত করে বলেন, ‘তারা প্রায়ই মাঝ রাস্তায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে।’
ট্রাম্প বলেন, ‘তারা যদি এ ধরনের কাজ তাদের নিজ দেশে করত, তবে তাদের তাৎক্ষণিকভাবে হত্যা করা হতো, একেবারে তাৎক্ষণিকভাবে। কিন্তু তারা সেটা করে না। আর তাই বিশ্ব আমাদের দিকে তাকিয়ে হাসছে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা মারা যাচ্ছে এবং বিশ্ববাসী আমেরিকার দিকে তাকিয়ে হাসছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সুপার টুয়েসডেতে প্রায় ১৫টি অঙ্গরাজ্যের সবগুলোতে প্রাইমারি বা ককাসে জয়ের পথে থাকা ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টকে হারানোর প্রতিজ্ঞা করে এই মন্তব্য করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ট্রাম্প ‘অভিবাসী অপরাধ’ বন্ধের প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের শহরগুলো দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। আমাদের অঙ্গরাজ্যগুলো মারা যাচ্ছে। আরও সোজা ভাষায় বলতে গেলে, আমাদের দেশ মারা যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘এবং আমরা আমেরিকাকে আরও মহান দেশ—আগের যেকোনো সময়ের চেয়ে মহান—হিসেবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসীদের স্রোত ঠেকানোর বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রবেশ ঠেকাতে যাচ্ছি। আমরা আমাদের সীমান্ত বন্ধ করে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেক লোককে—বিশেষ করে অনেক খারাপ লোককে—বের করে দেব। কারণ, আমাদের দেশ এভাবে চলতে পারে না।’
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বাইডেনের অভিবাসী অপরাধ’ যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে তামাশার পাত্র হিসেবে উপস্থাপন করেছে। তিনি বলেন, ‘এটি নতুন ধরনের অপরাধ এবং এটি খুবই সহিংস।’ এ সময় তিনি অভিবাসীদের ইঙ্গিত করে বলেন, ‘তারা প্রায়ই মাঝ রাস্তায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছে।’
ট্রাম্প বলেন, ‘তারা যদি এ ধরনের কাজ তাদের নিজ দেশে করত, তবে তাদের তাৎক্ষণিকভাবে হত্যা করা হতো, একেবারে তাৎক্ষণিকভাবে। কিন্তু তারা সেটা করে না। আর তাই বিশ্ব আমাদের দিকে তাকিয়ে হাসছে।’

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
৫ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে