Ajker Patrika

টিকা গ্রহণ ছাড়া অফিসে আসায় সিএনএন-এর ৩ কর্মীকে বহিষ্কার 

টিকা গ্রহণ ছাড়া অফিসে আসায় সিএনএন-এর ৩ কর্মীকে বহিষ্কার 

করোনার টিকা গ্রহণ না করে অফিসে আসায় মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর ৩ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিএনএন-এর প্রেসিডেন্ট জেফ জাকারের স্বাক্ষরিত একটি চিঠিতে ওই তিন কর্মীকে বহিষ্কারের কথা জানাও হয়। 

এ নিয়ে সিএনএন-এর প্রেসিডেন্ট জাকার ওই চিঠিতে বলেন, আমি আবারও পরিষ্কার করতে চাই আমরা টিকা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। 

জেফ জাকার জানিয়েছেন, তাদের নিউজ বিষয়ক স্টাফদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি কাজে ফিরেছেন।

গত বৃহস্পতিবার সিএনএন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক অলিভার ডারসি প্রেসিডেন্ট জাকারের চিঠিটির চৌম্বক অংশ টুইট করেছেন। সেখানে লেখা দেখা যায়, গত সপ্তাহে আমরা জানতে পেরেছি যে তিনজন কর্মী ভ্যাকসিন গ্রহণ না করে অফিসে এসেছিলেন। তাঁদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। 
 
আরেকটি টুইট বার্তায় অলিভার ডারসি আরও বলেন, জাকাররে পরিকল্পনা অক্টোবরের সব কর্মীদের অফিসে নিয়ে আসার। এর আগে সিএনএন-এর পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে সব কর্মীরা অফিসে এসে কাজ করার করার পরিকল্পনা করা হচ্ছে তবে পরে এটি স্থগিত করা হয়।
 
নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক মাইকেল এম গ্রিনবামও সিএনএন-এর প্রেসিডেন্ট জাকারের  চিঠিটির একটি স্ক্রিনশট টুইটে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়  চিঠিটির শেষের দিকে তাঁর জাকার  স্পষ্ট ভাষায় যোগ করেছেন, অফিসে আসার জন্য আপনাকে টিকা দিতে হবে।   জাকার চিঠিতে আরও বলেন, আগামী  দিনগুলোতে ওয়ার্নার মিডিয়ার পাসকার্ডের একটি আনুষ্ঠানিক অংশ হবে ভ্যাকসিন দেওয়ার প্রমাণপত্র। 

এদিকে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অফিসে আসতে হলে টিকা নিয়ে আসতে হবে। কোম্পানিটি আগামী ৪ অক্টোবর থেকে অফিস খুলে দেবে বলে জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত