আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে, তবে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রতি নিজের ‘অসন্তুষ্টি’ প্রকাশ করেন প্রেসিডেন্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন। কারণ, এর আগে ৫০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল। ট্রাম্প অবশ্য বলেছেন, একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, ১০০ শতাংশ শুল্কই যথেষ্ট।
ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর ‘হতাশা’ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত না করা পর্যন্ত সবকিছুই শুধু কথা।’ ট্রাম্পের দাবি, ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেন আক্রমণ করত না। তিনি পুতিনের সঙ্গে প্রায় সময় কথা বলতেন এবং যুদ্ধের আগমন দেখতে পাচ্ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সেরা সামরিক সরঞ্জাম, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করে। তিনি ঘোষণা করেন, এই অস্ত্রগুলো ন্যাটো জোটের কাছে পাঠানো হবে।
ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় চারবার চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আলোচনা করছি।’ তাঁর মতে, অনেক আগেই এই চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এতে বহু রুশ ও ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছেন।

রাশিয়ার ওপর ‘চরম শুল্ক’ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া কোনো চুক্তি না করে, তবে ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। এ সময় রাশিয়ার প্রতি নিজের ‘অসন্তুষ্টি’ প্রকাশ করেন প্রেসিডেন্ট।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরই মস্কো স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা হয়তো ট্রাম্পের পক্ষ থেকে আরও কঠোর শুল্কের প্রত্যাশা করছিলেন। কারণ, এর আগে ৫০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি ট্যারিফের খবর শোনা গিয়েছিল। ট্রাম্প অবশ্য বলেছেন, একটি নির্দিষ্ট সংখ্যার পর আর শুল্কের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, ১০০ শতাংশ শুল্কই যথেষ্ট।
ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি তাঁর ‘হতাশা’ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র কিয়েভে আঘাত না করা পর্যন্ত সবকিছুই শুধু কথা।’ ট্রাম্পের দাবি, ২০২২ সালে তিনি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া কখনো ইউক্রেন আক্রমণ করত না। তিনি পুতিনের সঙ্গে প্রায় সময় কথা বলতেন এবং যুদ্ধের আগমন দেখতে পাচ্ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সেরা সামরিক সরঞ্জাম, সেরা ক্ষেপণাস্ত্র তৈরি করে। তিনি ঘোষণা করেন, এই অস্ত্রগুলো ন্যাটো জোটের কাছে পাঠানো হবে।
ট্রাম্প আবারও দাবি করেছেন, তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংঘাতের সমাধান করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় চারবার চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো আলোচনা করছি।’ তাঁর মতে, অনেক আগেই এই চুক্তি সম্পন্ন হওয়া উচিত ছিল, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং এতে বহু রুশ ও ইউক্রেনীয় সৈনিক মারা যাচ্ছেন।

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে