
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।
শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।
তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।
প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।
তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।
শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।
মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।
তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।
এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।
সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৯ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে