
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় সম্ভবত নাকের মাধ্যমে প্রবেশ করে এই অ্যামিবা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণী নাক দিয়ে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। তবে পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্য অনুসারে সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক।
গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় তার নাক দিয়ে কিছু একটি মস্তিষ্কে গিয়ে সংক্রমণ হয়। এর পর বৃহস্পতিবার তারা নিশ্চিত করেন, ওই আক্রান্ত রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস বলেছেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন সরকারি সংস্থার কর্মকর্তারা। তিনি আরও জানান, কর্মকর্তারা কোনো সম্পৃক্ততা শনাক্ত করতে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছেন।
অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরের মতো উষ্ণ স্বচ্ছ পানিতে বাস করে। এটি নাক দিয়ে প্রবেশ করলে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে মুখের মাধ্যমে পেটে গেলে পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে।
এই অ্যামিবায় সংক্রামিত হলে অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি ভাব, খিঁচুনি ও হ্যালুসিনেশন।
সিডিসির তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন এই অ্যামিবার সংক্রমণের শিকার হন। ১৯৬২ ও ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। ফ্লোরিডার দক্ষিণ পশ্চিমের শালর্ট কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় সম্ভবত নাকের মাধ্যমে প্রবেশ করে এই অ্যামিবা।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ‘নিগলেরিয়া ফাওলেরি’ নামের এই এককোষী প্রাণী নাক দিয়ে প্রবেশ করলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। তবে পেটে গেলে সাধারণত কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) তথ্য অনুসারে সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক।
গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, ওই ব্যক্তি ট্যাপের পানি ব্যবহার করার সময় তার নাক দিয়ে কিছু একটি মস্তিষ্কে গিয়ে সংক্রমণ হয়। এর পর বৃহস্পতিবার তারা নিশ্চিত করেন, ওই আক্রান্ত রোগী মারা গেছেন। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জে উইলিয়ামস বলেছেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন সরকারি সংস্থার কর্মকর্তারা। তিনি আরও জানান, কর্মকর্তারা কোনো সম্পৃক্ততা শনাক্ত করতে এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছেন।
অ্যামিবা সাধারণত সুইমিং পুল, হ্রদ ও পুকুরের মতো উষ্ণ স্বচ্ছ পানিতে বাস করে। এটি নাক দিয়ে প্রবেশ করলে গুরুতর সংক্রমণ হতে পারে। তবে মুখের মাধ্যমে পেটে গেলে পাকস্থলীর অ্যাসিড একক কোষের অণুজীবকে মেরে ফেলে।
এই অ্যামিবায় সংক্রামিত হলে অ্যামেবিক মেনিনগোএনসেফালাইটিস নামের একটি রোগে আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর, মাথা ঘোরা, মাথাব্যথা ও বমি ভাব, খিঁচুনি ও হ্যালুসিনেশন।
সিডিসির তথ্য অনুসারে, প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় তিনজন এই অ্যামিবার সংক্রমণের শিকার হন। ১৯৬২ ও ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ১৫৪ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে ছিলেন।

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এ অবস্থার মধ্যেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে কেপটাউন উপকূলে নৌ মহড়া শুরু করেছে চীন, রাশিয়া ও ইরান। গতকাল শুক্রবার চীনের নেতৃত্বে সপ্তাহব্যাপী এ মহড়া শুরু করে যুদ্ধজাহাজগুলো।
১ ঘণ্টা আগে
২৬ বছর বয়সী ব্রুকলিন আনুষ্ঠানিকভাবে তাঁর বাবা বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম এবং মা ফ্যাশন ডিজাইনার ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য ভিক্টোরিয়া বেকহামকে জানিয়েছেন, তাঁর সঙ্গে ভবিষ্যতের সব যোগাযোগ আইনি প্রতিনিধিদের মাধ্যমে করতে হবে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
৩ ঘণ্টা আগে