
ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জিতেছেন বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজ এবং ব্যবসায়ী নেতা দানিয়েল নোবোয়া। দুর্নীতিবিরোধী প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও খুনের পর নির্বাচন ঘিরে নেমে আসা শোক ও উত্তেজনার মধ্যে ছয়জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দুজন প্রথম ধাপ উতরে গেলেন। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে।
গঞ্জালেজ সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সমর্থিত প্রার্থী। তাঁর সামাজিক কর্মসূচিগুলোর পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস।
জাতীয় নির্বাচনী কাউন্সিলের পরিসংখ্যান অনুসারে, ৭০ শতাংশের বেশি ব্যালট বাক্স গণনা শেষ হয়েছে। এর মধ্যে গঞ্জালেস পেয়েছেন ৩৩ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী ইকুয়েডরের নাগরিকদের ভোটদানের একটি ওয়েবপেজ সাইবার হামলার শিকার হয়েছে। তবে জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান বলেছেন, সামগ্রিক ভোটের হিসাবে এর প্রভাব পড়েনি।
কাউন্সিলের সভাপতি ডায়ানা আতামাইন্ত বলেছেন, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য খোলা ওয়েবপেজে সাইবার আক্রমণ করা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে।
‘অনলাইন প্ল্যাটফর্মটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এতে ভোটদানে কিছুটা সমস্যা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, সামগ্রিক ভোটে এর কোনো প্রভাব পড়েনি।’ যোগ করেন আতামাইন্ত।
তবে একাধিক প্রার্থী ওয়েবপেজে ভোটদানে সমস্যার নিন্দা জানিয়েছেন। গঞ্জালেজ গত রোববার সন্ধ্যায় প্রবাসী ভোটদারদের আবার ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বামপন্থী প্রার্থী গঞ্জালেজ ইকুয়েডরের অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক রিজার্ভ থেকে ২৫০ কোটি ডলার ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক দশক ক্ষমতায় থাকা রাফায়েল কোরেয়ার বাস্তবায়ন করা মিলিয়ন–ডলারের সামাজিক উদ্যোগগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস। কোরেয়া এখন দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জিতেছেন বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজ এবং ব্যবসায়ী নেতা দানিয়েল নোবোয়া। দুর্নীতিবিরোধী প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও খুনের পর নির্বাচন ঘিরে নেমে আসা শোক ও উত্তেজনার মধ্যে ছয়জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দুজন প্রথম ধাপ উতরে গেলেন। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে।
গঞ্জালেজ সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সমর্থিত প্রার্থী। তাঁর সামাজিক কর্মসূচিগুলোর পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস।
জাতীয় নির্বাচনী কাউন্সিলের পরিসংখ্যান অনুসারে, ৭০ শতাংশের বেশি ব্যালট বাক্স গণনা শেষ হয়েছে। এর মধ্যে গঞ্জালেস পেয়েছেন ৩৩ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী ইকুয়েডরের নাগরিকদের ভোটদানের একটি ওয়েবপেজ সাইবার হামলার শিকার হয়েছে। তবে জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান বলেছেন, সামগ্রিক ভোটের হিসাবে এর প্রভাব পড়েনি।
কাউন্সিলের সভাপতি ডায়ানা আতামাইন্ত বলেছেন, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য খোলা ওয়েবপেজে সাইবার আক্রমণ করা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে।
‘অনলাইন প্ল্যাটফর্মটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এতে ভোটদানে কিছুটা সমস্যা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, সামগ্রিক ভোটে এর কোনো প্রভাব পড়েনি।’ যোগ করেন আতামাইন্ত।
তবে একাধিক প্রার্থী ওয়েবপেজে ভোটদানে সমস্যার নিন্দা জানিয়েছেন। গঞ্জালেজ গত রোববার সন্ধ্যায় প্রবাসী ভোটদারদের আবার ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বামপন্থী প্রার্থী গঞ্জালেজ ইকুয়েডরের অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক রিজার্ভ থেকে ২৫০ কোটি ডলার ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক দশক ক্ষমতায় থাকা রাফায়েল কোরেয়ার বাস্তবায়ন করা মিলিয়ন–ডলারের সামাজিক উদ্যোগগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস। কোরেয়া এখন দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৩ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৫ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৭ ঘণ্টা আগে