
ঘটনাটি গত মাসের। কোনো টিকিট, পাসপোর্ট, ভিসা এমনকি বিমানে উপস্থিতির কোনো রেকর্ড ছাড়াই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন রাশিয়ার এক নাগরিক। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে তিনি কীভাবে চড়ে বসেছিলেন, তা এখন অনেকের কাছে বিস্ময়। এ বিষয়ে বুধবার আদালতের রেকর্ডের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ।
এ ঘটনায় বর্তমানে একটি তদন্ত চলছে। অবস্থা এমন যে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা নিয়ে অভিযুক্ত রুশ নাগরিকও বিভ্রান্তি প্রকাশ করছেন।
আদালতের নথি অনুসারে রাশিয়ার ওই নাগরিকের নাম সের্গেই ভ্লাদিমিরোভিচ ওচিগাভা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোপেনহেগেন থেকে তিনি রওনা হয়েছিলেন। পরে গত ৪ নভেম্বর কোনো পরিচয়পত্র বা বোর্ডিং পাস ছাড়াই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আশ্চর্যের বিষয় হলো, ফ্লাইটের সময় ওচিগাভাকে চারপাশে ঘুরে বেড়াতে, আসন পরিবর্তন করতে, এমনকি খাবার সরবরাহের সময় কেবিন ক্রুদের কাছ থেকে প্রতিবার দুটি খাবারের অনুরোধ করতে দেখা গেছে। একপর্যায়ে তিনি কেবিন ক্রুদের জন্য বরাদ্দ চকলেট খেয়ে ফেলারও চেষ্টা করেছিলেন।
ঘটনাটি যখন নজরে আসে, শুল্ক কর্মকর্তারা তখন আবিষ্কার করেন, ডেনমার্ক থেকে বহনকারী বিমান তো বটেই, বিমানবন্দরে অবতরণ করা অন্য কোনো ফ্লাইটেও ওচিগাভার নাম ছিল না।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কেবিন ক্রুরা নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে যাত্রীর সংখ্যা গণনা করেছেন। কিন্তু কেউই বাড়তি যাত্রী হিসেবে ওচিগাভার অস্তিত্ব ধরতে পারেননি। ক্রুদের একজন জানিয়েছেন, বিমানের অন্য যাত্রীদের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় যুক্ত থাকার চেষ্টা করছেন ওচিগাভা। তবে বেশির ভাগ যাত্রীই তাঁকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রহস্যজনক পুরো বিষয়টি নিয়েই এখন মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এফবিআইয়ের এজেন্ট ক্যারোলিন ওয়ালিংয়ের দায়ের করা অভিযোগ অনুসারে ওচিগাভা দাবি করেছেন, তিনি তিন দিন ঘুমাননি এবং কী ঘটছে, তা বুঝতে পারেননি। আর ভ্রমণের সময় বিমানের টিকিট সঙ্গে ছিল বলেও অনুমান করছেন ওচিগাভা। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি কীভাবে কোপেনহেগেন থেকে বিমানে উঠেছিলেন, সে বিষয়েও কিছুই মনে নেই।

ঘটনাটি গত মাসের। কোনো টিকিট, পাসপোর্ট, ভিসা এমনকি বিমানে উপস্থিতির কোনো রেকর্ড ছাড়াই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন রাশিয়ার এক নাগরিক। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে তিনি কীভাবে চড়ে বসেছিলেন, তা এখন অনেকের কাছে বিস্ময়। এ বিষয়ে বুধবার আদালতের রেকর্ডের উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ।
এ ঘটনায় বর্তমানে একটি তদন্ত চলছে। অবস্থা এমন যে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা নিয়ে অভিযুক্ত রুশ নাগরিকও বিভ্রান্তি প্রকাশ করছেন।
আদালতের নথি অনুসারে রাশিয়ার ওই নাগরিকের নাম সের্গেই ভ্লাদিমিরোভিচ ওচিগাভা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে কোপেনহেগেন থেকে তিনি রওনা হয়েছিলেন। পরে গত ৪ নভেম্বর কোনো পরিচয়পত্র বা বোর্ডিং পাস ছাড়াই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আশ্চর্যের বিষয় হলো, ফ্লাইটের সময় ওচিগাভাকে চারপাশে ঘুরে বেড়াতে, আসন পরিবর্তন করতে, এমনকি খাবার সরবরাহের সময় কেবিন ক্রুদের কাছ থেকে প্রতিবার দুটি খাবারের অনুরোধ করতে দেখা গেছে। একপর্যায়ে তিনি কেবিন ক্রুদের জন্য বরাদ্দ চকলেট খেয়ে ফেলারও চেষ্টা করেছিলেন।
ঘটনাটি যখন নজরে আসে, শুল্ক কর্মকর্তারা তখন আবিষ্কার করেন, ডেনমার্ক থেকে বহনকারী বিমান তো বটেই, বিমানবন্দরে অবতরণ করা অন্য কোনো ফ্লাইটেও ওচিগাভার নাম ছিল না।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির কেবিন ক্রুরা নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে যাত্রীর সংখ্যা গণনা করেছেন। কিন্তু কেউই বাড়তি যাত্রী হিসেবে ওচিগাভার অস্তিত্ব ধরতে পারেননি। ক্রুদের একজন জানিয়েছেন, বিমানের অন্য যাত্রীদের সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় যুক্ত থাকার চেষ্টা করছেন ওচিগাভা। তবে বেশির ভাগ যাত্রীই তাঁকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রহস্যজনক পুরো বিষয়টি নিয়েই এখন মাঠে নেমেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
এফবিআইয়ের এজেন্ট ক্যারোলিন ওয়ালিংয়ের দায়ের করা অভিযোগ অনুসারে ওচিগাভা দাবি করেছেন, তিনি তিন দিন ঘুমাননি এবং কী ঘটছে, তা বুঝতে পারেননি। আর ভ্রমণের সময় বিমানের টিকিট সঙ্গে ছিল বলেও অনুমান করছেন ওচিগাভা। তবে এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তিনি কীভাবে কোপেনহেগেন থেকে বিমানে উঠেছিলেন, সে বিষয়েও কিছুই মনে নেই।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৭ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৮ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৯ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১১ ঘণ্টা আগে