
পর পর দুটি ভয়াবহ বন্দুক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অ্যাসল্ট ওয়েপনস’ বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র (সেমি অটোমেটিক) নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার ৮৬ বছর বয়সী রুথ উইটফিল্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে কমলা হ্যারিস এই আহ্বান জানান। রুথ গত ১৪ মে বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন। এর মাত্র ১০ দিন পর টেক্সাসের একটি স্কুলে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে মেরে ফেলেছে।
কমলা হ্যারিস বলেন, ‘যথেষ্ট হয়েছে। এসব বন্দুক সহিংসতা আর সহ্য করা যায় না। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বন্দুক সহিংসতা বন্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সাহস থাকা উচিত।’
সমাধান খুব সহজ উল্লেখ করে হ্যারিস বলেন, ‘সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে হবে। আপনি কি জানেন, অ্যাসল্ট ওয়েপন বা সেমি অটোমেটিক অস্ত্র কী? এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা অস্ত্র, যা দিয়ে খুব অল্প সময়ে অনেক মানুষ মেরে ফেলা যায়। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়। নাগরিক সমাজে এই অস্ত্রের কোনো জায়গা নেই।’
গত মঙ্গলবার টেক্সাসের উভালদের স্কুলে যিনি হামলা চালিয়েছেন, তাঁর কাছে এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক রাইফেল ছিল। এ ছাড়া তাঁর কাছে ১ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন পাওয়া গেছে।
অন্যদিকে নিউইয়র্কের বাফেলো সুপারমার্কেটে যিনি হামলা চালিয়েছিলেন, তাঁর কাছেও এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্র কেনার সময় এরা কেউই বাধার মুখে পড়েননি।
কমলা হ্যারিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে কেউ যখন-তখন কেন এসব অস্ত্র হরহামেশা কিনতে পারবে? তাঁদের কাছে অস্ত্র বিক্রির আগে কেউ কি জানতে চেয়েছে, লোকটি অপরাধী কি না? লোকটি অন্যদের জন্য হুমকি কি না?’
যুক্তরাষ্ট্রে বন্দুক আইন এখন আলোচিত বিষয়। এ আইনের সংস্কার নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকেরা। প্রায় সব ডেমোক্র্যাট এই আইনের শক্তিশালী নিয়ন্ত্রণ চান। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান রয়েছেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে।

পর পর দুটি ভয়াবহ বন্দুক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ‘অ্যাসল্ট ওয়েপনস’ বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র (সেমি অটোমেটিক) নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
গতকাল শনিবার ৮৬ বছর বয়সী রুথ উইটফিল্ডের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে কমলা হ্যারিস এই আহ্বান জানান। রুথ গত ১৪ মে বাফেলো সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিলেন। এর মাত্র ১০ দিন পর টেক্সাসের একটি স্কুলে একজন বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে মেরে ফেলেছে।
কমলা হ্যারিস বলেন, ‘যথেষ্ট হয়েছে। এসব বন্দুক সহিংসতা আর সহ্য করা যায় না। এ ধরনের অপরাধ বন্ধ করতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বন্দুক সহিংসতা বন্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সাহস থাকা উচিত।’
সমাধান খুব সহজ উল্লেখ করে হ্যারিস বলেন, ‘সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে হবে। আপনি কি জানেন, অ্যাসল্ট ওয়েপন বা সেমি অটোমেটিক অস্ত্র কী? এটি হচ্ছে বিশেষ উদ্দেশ্যে তৈরি করা অস্ত্র, যা দিয়ে খুব অল্প সময়ে অনেক মানুষ মেরে ফেলা যায়। এ ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়। নাগরিক সমাজে এই অস্ত্রের কোনো জায়গা নেই।’
গত মঙ্গলবার টেক্সাসের উভালদের স্কুলে যিনি হামলা চালিয়েছেন, তাঁর কাছে এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক রাইফেল ছিল। এ ছাড়া তাঁর কাছে ১ হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন পাওয়া গেছে।
অন্যদিকে নিউইয়র্কের বাফেলো সুপারমার্কেটে যিনি হামলা চালিয়েছিলেন, তাঁর কাছেও এআর-১৫ ধরনের সেমি অটোমেটিক অস্ত্র পাওয়া গেছে। এসব অস্ত্র কেনার সময় এরা কেউই বাধার মুখে পড়েননি।
কমলা হ্যারিস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে কেউ যখন-তখন কেন এসব অস্ত্র হরহামেশা কিনতে পারবে? তাঁদের কাছে অস্ত্র বিক্রির আগে কেউ কি জানতে চেয়েছে, লোকটি অপরাধী কি না? লোকটি অন্যদের জন্য হুমকি কি না?’
যুক্তরাষ্ট্রে বন্দুক আইন এখন আলোচিত বিষয়। এ আইনের সংস্কার নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন মার্কিন রাজনীতিকেরা। প্রায় সব ডেমোক্র্যাট এই আইনের শক্তিশালী নিয়ন্ত্রণ চান। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ রিপাবলিকান রয়েছেন অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে