
ইউক্রেনীয়রা সাহসিকতার সঙ্গে রুশ আক্রমণের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমেই দেশটির ভাগ্য নির্ধারিত হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘কিয়েভে প্রতিদিনই রুশ সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।’
একজন দোভাষীর সাহায্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তাঁর দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ, সাহসী এবং স্বাধীনতাকামী মানুষদের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে পেরে আমি সম্মানিত। ইউক্রেনীয়রা আট বছর ধরে রুশ আগ্রাসনকে প্রতিহত করে আসছেন। তাঁরা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তাঁদের পুত্র-কন্যাদের উৎসর্গ করেছে।’
জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। নির্ধারিত হচ্ছে আমাদের জনগণের ভাগ্য যেখানে ইউক্রেনীয়রা স্বাধীন থাকবে কি না, তাঁরা তাদের গণতন্ত্র রক্ষা করতে পারবে কি না তা নির্ধারিত হচ্ছে। রাশিয়া কেবল আমাদের নয়, আমাদের ভূমি, শহর, আমাদের মূল্যবোধ, মৌলিক মানবিক মূল্যবোধের বিরুদ্ধে নৃশংস আক্রমণ করেছে।’
এ দিকে, কংগ্রেসে জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান দেখান কংগ্রেস সদস্যরা।
জেলেনস্কি তাঁর ভাষণে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিসহ ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। কেবল তাই নয়, রাশিয়ার আক্রমণের নৃশংসতা তুলে ধরতে গিয়ে ইউক্রেনে রুশ আক্রমণকে পার্ল হারবার হামলা, কুখ্যাত ৯ / ১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন।
এ ছাড়া, জেলেনস্কি রাশিয়াকে শাস্তি দিতে আরও কঠোর অবরোধ আরোপের আহ্বান জানান তাঁর ভাষণে।

ইউক্রেনীয়রা সাহসিকতার সঙ্গে রুশ আক্রমণের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমেই দেশটির ভাগ্য নির্ধারিত হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘কিয়েভে প্রতিদিনই রুশ সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।’
একজন দোভাষীর সাহায্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তাঁর দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ, সাহসী এবং স্বাধীনতাকামী মানুষদের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে পেরে আমি সম্মানিত। ইউক্রেনীয়রা আট বছর ধরে রুশ আগ্রাসনকে প্রতিহত করে আসছেন। তাঁরা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তাঁদের পুত্র-কন্যাদের উৎসর্গ করেছে।’
জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। নির্ধারিত হচ্ছে আমাদের জনগণের ভাগ্য যেখানে ইউক্রেনীয়রা স্বাধীন থাকবে কি না, তাঁরা তাদের গণতন্ত্র রক্ষা করতে পারবে কি না তা নির্ধারিত হচ্ছে। রাশিয়া কেবল আমাদের নয়, আমাদের ভূমি, শহর, আমাদের মূল্যবোধ, মৌলিক মানবিক মূল্যবোধের বিরুদ্ধে নৃশংস আক্রমণ করেছে।’
এ দিকে, কংগ্রেসে জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান দেখান কংগ্রেস সদস্যরা।
জেলেনস্কি তাঁর ভাষণে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিসহ ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। কেবল তাই নয়, রাশিয়ার আক্রমণের নৃশংসতা তুলে ধরতে গিয়ে ইউক্রেনে রুশ আক্রমণকে পার্ল হারবার হামলা, কুখ্যাত ৯ / ১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন।
এ ছাড়া, জেলেনস্কি রাশিয়াকে শাস্তি দিতে আরও কঠোর অবরোধ আরোপের আহ্বান জানান তাঁর ভাষণে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৮ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১১ ঘণ্টা আগে