
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও দ্বিতীয় সংশোধনীর পক্ষে জনমত গঠন করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সংগ্রহ করছেন স্বাক্ষর। আর এ জন্য তিনি দেশটির ‘সুইং স্টেটস’ বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের ৪৭ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যাঁরা এই পিটিশনে অন্য নিবন্ধিত ভোটারদের স্বাক্ষরে উৎসাহিত করতে সফল হবেন, তাঁদের দেওয়া হবে এই অর্থ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, মাস্কের আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি এই জনমত গঠনের কাজ চালাচ্ছে। তাদের লক্ষ্য সুইং স্টেটগুলোতে অন্তত ১০ লাখ নিবন্ধিত ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা।
এসব দোদুল্যমান অঙ্গরাজ্য হলো—পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত চলবে এই জনমত গঠন ক্যাম্পেইন।
এই পিটিশনের লক্ষ্য হলো বাক্স্বাধীনতা ও নাগরিকের অস্ত্র বহনের অধিকারকে সমর্থন করা। পিটিশনের ফরমে বলা হয়েছে, ‘নিচে স্বাক্ষর করার মাধ্যমে, আমি প্রথম ও দ্বিতীয় সংশোধনীর জন্য আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।’ এই পিটিশনে স্বাক্ষর করা প্রত্যেক ব্যক্তি যতজনের কাছে বিষয়টি সফলভাবে পৌঁছে দেবেন, তার বিপরীতে তাঁরা প্রত্যেক ভোটারের জন্য ৪৭ ডলার করে পাবেন।
ইলন মাস্ক পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকায় গণতন্ত্র রক্ষায় সক্ষম একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই অনুষ্ঠানে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ক্যাপ পরা মাস্ক বলেন, ‘ট্রাম্প না জিতলে এটাই হবে শেষ নির্বাচন।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে, ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য কাউকে দলভুক্ত করতে অর্থ প্রদান নিষিদ্ধ। তবে, মার্কিন আইন পিটিশন স্বাক্ষরের জন্য আর্থিক প্রণোদনার অনুমতি দেয়। এর আগে, ট্রাম্প বলেছিলেন, তিনি জয়ী হলে মাস্ককে সরকারি দক্ষতা কমিশনের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও দ্বিতীয় সংশোধনীর পক্ষে জনমত গঠন করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সংগ্রহ করছেন স্বাক্ষর। আর এ জন্য তিনি দেশটির ‘সুইং স্টেটস’ বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের ৪৭ ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যাঁরা এই পিটিশনে অন্য নিবন্ধিত ভোটারদের স্বাক্ষরে উৎসাহিত করতে সফল হবেন, তাঁদের দেওয়া হবে এই অর্থ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, মাস্কের আমেরিকা পলিটিক্যাল অ্যাকশন কমিটি এই জনমত গঠনের কাজ চালাচ্ছে। তাদের লক্ষ্য সুইং স্টেটগুলোতে অন্তত ১০ লাখ নিবন্ধিত ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা।
এসব দোদুল্যমান অঙ্গরাজ্য হলো—পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং নর্থ ক্যারোলাইনা। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত চলবে এই জনমত গঠন ক্যাম্পেইন।
এই পিটিশনের লক্ষ্য হলো বাক্স্বাধীনতা ও নাগরিকের অস্ত্র বহনের অধিকারকে সমর্থন করা। পিটিশনের ফরমে বলা হয়েছে, ‘নিচে স্বাক্ষর করার মাধ্যমে, আমি প্রথম ও দ্বিতীয় সংশোধনীর জন্য আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।’ এই পিটিশনে স্বাক্ষর করা প্রত্যেক ব্যক্তি যতজনের কাছে বিষয়টি সফলভাবে পৌঁছে দেবেন, তার বিপরীতে তাঁরা প্রত্যেক ভোটারের জন্য ৪৭ ডলার করে পাবেন।
ইলন মাস্ক পেনসিলভানিয়ার বাটলারে এক সমাবেশে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকায় গণতন্ত্র রক্ষায় সক্ষম একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এই অনুষ্ঠানে ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ ক্যাপ পরা মাস্ক বলেন, ‘ট্রাম্প না জিতলে এটাই হবে শেষ নির্বাচন।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুসারে, ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার জন্য কাউকে দলভুক্ত করতে অর্থ প্রদান নিষিদ্ধ। তবে, মার্কিন আইন পিটিশন স্বাক্ষরের জন্য আর্থিক প্রণোদনার অনুমতি দেয়। এর আগে, ট্রাম্প বলেছিলেন, তিনি জয়ী হলে মাস্ককে সরকারি দক্ষতা কমিশনের উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
২২ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
৪২ মিনিট আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে