
ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০ ছুঁতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা।
হোয়াইট হাউস হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা লিজ শেরউড রেন্ডল গতকাল সোমবার ঝড়ে প্রাণহানির এই তথ্য তুলে ধরেন।
মিস রেন্ডল বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে বুঝা যাচ্ছে অন্তত ৬ শ মানুষ মারা যেতে পারে।’
এই ঝড়কে নজিরবিহীন আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন দেশের সর্বত্র খাদ্য, সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য জীবন রক্ষাকারী উপাদান সরবরাহ করবে।
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সহায়তার জন্য যত সময় লাগুক, আমরা দেব।’
ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে এসব অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
হেলেন নামের ৪ মাত্রার এই হারিকেন ঘণ্টায় ২২৫ কিলোমিটার বা ১৪০ মাইল বাতাসের গতিবেগ নিয়ে গত বৃহস্পতিবার ফ্লোরিডায় আঘাত হানে। স্থলভাগ অতিক্রমের সময় বাতাসের গতি কমে গেলেও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত নর্থ ক্যারোলিনায় ৩৯ জন, সাউথ ক্যারোলিনায় ২৫ জন, জর্জিয়ায় ১৭ জন, ফ্লোরিডায় ১৪ জন, টেনেসিতে ৪ জন ও ভার্জিনিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এই মৃত্যুর সংখ্যা বাড়বে।

ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০ ছুঁতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা।
হোয়াইট হাউস হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা লিজ শেরউড রেন্ডল গতকাল সোমবার ঝড়ে প্রাণহানির এই তথ্য তুলে ধরেন।
মিস রেন্ডল বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে বুঝা যাচ্ছে অন্তত ৬ শ মানুষ মারা যেতে পারে।’
এই ঝড়কে নজিরবিহীন আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন দেশের সর্বত্র খাদ্য, সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য জীবন রক্ষাকারী উপাদান সরবরাহ করবে।
তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনাদের সহায়তার জন্য যত সময় লাগুক, আমরা দেব।’
ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা ও টেনেসিতে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে এসব অঞ্চলের রাস্তাঘাট ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
হেলেন নামের ৪ মাত্রার এই হারিকেন ঘণ্টায় ২২৫ কিলোমিটার বা ১৪০ মাইল বাতাসের গতিবেগ নিয়ে গত বৃহস্পতিবার ফ্লোরিডায় আঘাত হানে। স্থলভাগ অতিক্রমের সময় বাতাসের গতি কমে গেলেও ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত নর্থ ক্যারোলিনায় ৩৯ জন, সাউথ ক্যারোলিনায় ২৫ জন, জর্জিয়ায় ১৭ জন, ফ্লোরিডায় ১৪ জন, টেনেসিতে ৪ জন ও ভার্জিনিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, এই মৃত্যুর সংখ্যা বাড়বে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪০ মিনিট আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে