মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর গতকাল শনিবার ভয়েস অব আমেরিকার (VOA) ১ হাজার ৩০০–এর বেশি কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিল বন্ধ করা হয়েছে।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎস বলেছেন, তাঁর প্রায় পুরো কর্মশক্তিকে ছুটিতে পাঠানো হয়েছে। ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদমাধ্যমের কার্যক্রম একপ্রকার অচল করে দেওয়া হচ্ছে।
তিনি লিংকডইনে এক পোস্টে বলেন, ৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকার কণ্ঠ থামিয়ে দেওয়া হলো। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
এদিকে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) ও রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বাতিল করেছে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি রাশিয়া, ইউক্রেনসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রচার করত। আর রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সংবাদ পরিবেশন করত।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী স্বৈরশাসনের দেশগুলোর নাগরিকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ সরবরাহকারী এই সংস্থাগুলোর কার্যক্রম বড় ধাক্কা খেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভয়েস অব আমেরিকার–এর সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি তাঁর অফিশিয়াল সিস্টেম ও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই–এ এক পোস্টে তিনি বলেন, ‘আমি সব সময় সত্যের পক্ষেই থেকেছি, যেকোনো সরকারের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট করেছি। যদি এটা কারও জন্য হুমকি হয়, তবে তাই হোক।’
ট্রাম্পপন্থী সাবেক সংবাদ উপস্থাপক কারি লেককে ভয়েস অব আমেরিকার–এর নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বলেছেন, ইউএসএজিএম আমেরিকার করদাতাদের জন্য একটি বিশাল বোঝা, এটি পুনর্গঠনযোগ্য নয়।
তিনি আরও বলেন, সংস্থাটিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হবে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, রাশিয়া এই সংস্থাটিকে ‘অগ্রহণযোগ্য সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়া–অধিকৃত ইউক্রেনের ভূখণ্ডে তাদের কনটেন্ট শেয়ার করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি বলেছেন, বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তান—এসব দেশে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ সত্যিকারের স্বাধীন সংবাদ সরবরাহ করে।
এর আগে গত শুক্রবার, ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম–সহ আরও ছয়টি ফেডারেল সংস্থার কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তাঁর প্রশাসনের দাবি, এই পদক্ষেপ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর জন্য নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশের পর গতকাল শনিবার ভয়েস অব আমেরিকার (VOA) ১ হাজার ৩০০–এর বেশি কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি দুটি মার্কিন সংবাদ সংস্থার তহবিল বন্ধ করা হয়েছে।
ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিৎস বলেছেন, তাঁর প্রায় পুরো কর্মশক্তিকে ছুটিতে পাঠানো হয়েছে। ৫০টি ভাষায় সম্প্রচারকারী এই সংবাদমাধ্যমের কার্যক্রম একপ্রকার অচল করে দেওয়া হচ্ছে।
তিনি লিংকডইনে এক পোস্টে বলেন, ৮৩ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকার কণ্ঠ থামিয়ে দেওয়া হলো। এটি বিশ্বব্যাপী স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে।
এদিকে ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম) রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) ও রেডিও ফ্রি এশিয়ার অনুদানও বাতিল করেছে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি রাশিয়া, ইউক্রেনসহ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সম্প্রচার করত। আর রেডিও ফ্রি এশিয়া চীন ও উত্তর কোরিয়ায় সংবাদ পরিবেশন করত।
ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাপী স্বৈরশাসনের দেশগুলোর নাগরিকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ সরবরাহকারী এই সংস্থাগুলোর কার্যক্রম বড় ধাক্কা খেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভয়েস অব আমেরিকার–এর সিউল ব্যুরো প্রধান উইলিয়াম গ্যালো আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনি তাঁর অফিশিয়াল সিস্টেম ও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।
সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই–এ এক পোস্টে তিনি বলেন, ‘আমি সব সময় সত্যের পক্ষেই থেকেছি, যেকোনো সরকারের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট করেছি। যদি এটা কারও জন্য হুমকি হয়, তবে তাই হোক।’
ট্রাম্পপন্থী সাবেক সংবাদ উপস্থাপক কারি লেককে ভয়েস অব আমেরিকার–এর নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বলেছেন, ইউএসএজিএম আমেরিকার করদাতাদের জন্য একটি বিশাল বোঝা, এটি পুনর্গঠনযোগ্য নয়।
তিনি আরও বলেন, সংস্থাটিকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা হবে।
রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে, রাশিয়া এই সংস্থাটিকে ‘অগ্রহণযোগ্য সংস্থা’ হিসেবে ঘোষণা করেছে এবং রাশিয়া–অধিকৃত ইউক্রেনের ভূখণ্ডে তাদের কনটেন্ট শেয়ার করলে জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি বলেছেন, বেলারুশ থেকে ইরান, রাশিয়া থেকে আফগানিস্তান—এসব দেশে ভয়েস অব আমেরিকা ও রেডিও ফ্রি ইউরোপ সত্যিকারের স্বাধীন সংবাদ সরবরাহ করে।
এর আগে গত শুক্রবার, ট্রাম্প একটি নির্বাহী আদেশে ইউএসএজিএম–সহ আরও ছয়টি ফেডারেল সংস্থার কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে নির্দেশ দেন। তাঁর প্রশাসনের দাবি, এই পদক্ষেপ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর জন্য নেওয়া হয়েছে।
সীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৩ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৩ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় গতকাল শনিবার। আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও, ক্ষমতাসীন লিবারেল পার্টি টানা চতুর্থবার জয়লাভ করেছে। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।
৩ ঘণ্টা আগে